Asia Cup 2023: দীর্ঘ পাঁচ বছর কোনো বহুদলীয় টুর্নামেন্ট জেতে নি ভারত। ওডিআই বা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফিরতে হয়েছিলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিলো দুইবার। এমনকি এশিয়া কাপের (Asia Cup) শেষ চার থেকেই গত বছর খালি হাতে ফিরতে হয়েছিলো দেশে। অবশেষে ২০২৩-এ এসে মিললো সাফল্য। আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকেই হারিয়ে ভারত জিতলো অষ্টম এশিয়া কাপ (Asia Cup 2023)। বিশ্বকাপের ঠিক আগে ট্রফি খরা কাটলো টিম ইন্ডিয়ার। এশিয়া কাপ ফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচের প্রত্যাশায় ছিলেন বিশ্বের ক্রিকেটজনতা। কিন্তু বাস্তবে চূড়ান্ত একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় চাপালো ভারত।
টসে আজ জিতেছিলো শ্রীলঙ্কা। ব্যাটিং বেছে নিয়েছিলো ২০২২-এর ট্রফিজয়ী দেশ। প্রথম ওভারে কুশল পেরেরাকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এরপর সিরাজের (Mohammed Siraj) সুনামিতে ভেসে যায় শ্রীলঙ্কার প্রতিরোধ। ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তিনি। এর মধ্যে একটি ওভারেই আসে চার উইকেট। বোলিং বিক্রম হার্দিক পান্ডিয়ারও। ৩ উইকেট নেন তিনি। ৫০ রানের মধ্যে শ্রীলঙ্কা গুটিয়ে যাওয়ায় ভারতের জয় কেবল সময়ের অপেক্ষাই ছিলো। ওপেন করতে নেমে ঈশান কিষণ এবং শুভমান গিল (Shubman Gill) বিশেষ সময় নষ্ট করেন নি। ৬.১ বলের মধ্যেই ভারতকে পৌঁছে দেন সাফল্যের সোনালী শৃঙ্গে। এই জয়ের পর অনেকখানি চাপমুক্ত অধিনায়ক রোহিত (Rohit Sharma)। মাঝে তাঁর অধিনায়কত্ব নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিলো, তা অনেকখানি চাপা পড়েছে আজ। উচ্ছ্বসিত নেতা সাফল্যের কৃতিত্ব দিলেন গোটা দলকে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
‘দুর্দান্ত পারফর্ম্যান্স…’ বলছেন আপ্লুত অধিনায়ক-

২০১৮ সালে নেতা হিসেবে এশিয়া কাপ (Asia Cup 2023) জিতেছিলেন। তখন অবশ্য পূর্ণসময়ের নয়, বরং ছিলেন স্টপ-গ্যাপ অধিনায়ক। তারপর ২০২২ সালে পূর্ণসময়ের নেতা হিসেবে প্রথম প্রচেষ্টায় জুটেছিলো ব্যর্থতা। কিন্তু নিরাশ করলো না ২০২৩। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপটের সাথে জিতে ট্রফির গায়ে ভারতের নাম খোদাই করলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর সতীর্থেরা। রেকর্ড অষ্টম ট্রফি জয়ের পর ভারত অধিনায়ক জানালেন, “হ্যাঁ অবশ্যই একটা দারুণ পারফর্ম্যান্স। মাঠে নেমে ফাইনালে এভাবে খেলা আমাদের চারিত্রিক দৃঢ়তারই পরিচয় দেয়। বল হাতে শুরুটা ভালো হয়েছিলো, আর ব্যাট হাতে শেষটাও বেশ কার্যকরী হলো।”
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
দলের খেলা যে তাঁকে গর্বিত করেছে, তা সঞ্চালক রবি শাস্ত্রীকে (Ravi Shastri) নির্দ্বিধায় জানালেন হিটম্যান। বলেন, “স্লিপে দাঁড়িয়ে দেখছিলাম আর গর্ববোধ করছিলাম-আমাদের পেসাররা সত্যিই খুব পরিশ্রম করছে। মানসিক ভাবে ওরা খুবই পরিষ্কার। দেখে ভালো লাগলো। এই পারফর্ম্যান্স আমরা অনেকদিন ধরে উদযাপন করবো।” পিচের স্যুইং নিয়ে ভারত অধিনায়কের মন্তব্য, “আমি কখনও ভাবি নি এতটা (স্যুইং) থাকবে। ব্যক্তিগত দক্ষতার উপরেও অনেকটা নির্ভর করে। সিরাজকে অনেকখানি কৃতিত্ব দিতেই হবে। সিমারদের পক্ষে হাওয়ায় বলকে এতখানি নড়াচড়া করানো খুবই দুর্লভ। ও নিজেকে খুঁজে নিচ্ছে, পরিণত হচ্ছে।”
সিরাজের (Mohammed Siraj) পাশাপাশি দলের বাকিদেরও প্রশংসায় ভরিয়েছেন রোহিত (Rohit Sharma)। জানান, “এই টুর্নামেন্টে আমরা একটা দল হিসেবে যেটুকু অর্জন করার, তার পুরোটাই অর্জন করতে পেরেছি। ভারতের মাটিতে আসন্ন যে সিরিজ রয়েছে (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) এখন তার দিকে তাকিয়ে রয়েছি, তারপর রয়েছে বিশ্বকাপ। যেভাবে হার্দিক আর ঈশান ব্যাট করেছিলো পাকিস্তানের বিরুদ্ধে, তারপর কে এল (রাহুল) আর বিরাট (কোহলি)-র শতরান। যেভাবে (শুভমান) গিল ব্যাটিং করছে, বিভিন্ন সময়ে দলের সদস্যরা এগিয়ে এসেছে।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur