হার্দিক পান্ডিয়া টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়লে রিংকু সিং নয়, ওয়েস্ট ইন্ডিজে যাবেন এই খেলোয়াড় !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমাপ্তির পরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ক্রিকেট (T20 World Cup 2024)। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্বকাপ। এবছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হতে চলেছে এই লীগ। চলতি আইপিএলের উপর নজর রেখে গঠন করা হয়েছে বিশ্বকাপের স্কোয়াড। বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে নিয়োজিত হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং তার ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)।

বিশ্বকাপে হার্দিকের বদলি বাছাই করলো বিসিসিআই

Hardik Pandya, t20 world cup 2024
Hardik Pandya | Image: Getty Images

স্কোয়াড প্রকাশ্যে আশা মাত্রই হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে শুরু হয়েছে চর্চা। হার্দিক চোটের কারণে প্রায়শই ভুগতে থাকেন, তাই আগে থেকেই হার্দিক পান্ডিয়ার বদলি ভেবে রাখতে চায় বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে বোলিং বিভাগে ফর্মে ফিরেছেন পান্ডিয়া। বল হাতে পান্ডিয়া ১০ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন এবং ওভারপিছু ১০.৫৮ করে দিয়েছেন পাশাপাশি গতককল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩১রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন যেটি এই মরশুমে তার সেরা প্রদর্শন।

Read More: টি-২০ নয়, বরং ওয়ানডে বিশ্বকাপ লক্ষ্য ভারতের, স্কোয়াড থেকেই মিলছে প্রমাণ !!

অনেক ভক্তই বিশ্বাস করেন বিশ্বকাপে ফিনিশার রিংকু অভাব বোধ করবে ভারতীয় দল। ব্যাট হাতে বিগত ৯ মাস ধরে ভারতীয় দলের হয়ে খেলে আসছেন রিংকু। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন তিনি, প্রথম ম্যাচ থেকেই তিনি তার দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে এসেছেন ক্রিকেট অনুরাগীদের। যে কারণে ভক্তরা বিশ্বাস করেছিল আসন্ন বিশ্বকাপে তার দলে সুযোগ পাওয়াটা অনেকটাই কাম্য। তবে সূত্রের খবর অনুযায়ী, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বদলি তাকে ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে যাবেনা দেখা। তার পরিবর্তে হার্দিকের বদলি হিসেবে দেখা যেতে পারে রিয়ান পরাগকে (Riyan Parag)।

রিয়ান পরাগকে বিশ্বকাপ দলে দেবে সুযোগ

Riyan parag, ipl 2024
Riyan Parag | Image: Getty Images

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন পরাগ। পরাগ চলতি আইপিএলের ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে ৫৮.৪৩ গড়ে ও ১৫৯.১৪ স্ট্রাইক রেটে ৪০৯ রান বানিয়েছেন। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও বেশ দারুন ছন্দে ছিলেন পরাগ। ভালো প্রদর্শন দেখানোর পরেও জাতীয় দলে ডাক পাননি পরাগ। তবে আসন্ন বিশ্বকাপে কোনো কারণে যদি হার্দিক চোট পেয়ে থাকেন তাহলে তার পরিবর্তন হিসাবে রিয়ান পরাগকে (Riyan Parag) দলে দেখা যেতে পারে। অন্যদিকে রিংকু সিং ভারতের হয়ে ভালো পারফরমেন্স করলেও চলতি আইপিএলে তার ব্যাট থেকে তুলনামূলক পারফরমেন্স দেখা যায়নি। এবারের আইপিএলে মাত্র ১০ ইনিংসে রিংকু মাত্র ১৮.৫ গড়ে ও ১৪৬.৫৩ স্ট্রাইক রেটে ১৪৮ রান বানাতেই সক্ষম হয়েছেন। তার ফর্মের কথা মাথায় রেখে বিসিসিআই বড় সিদ্বান্ত নিতে চলেছে।

Read Also: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে নাশকতার হুমকি, অভিযোগের আঙুল উঠছে পাকিস্তানের দিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *