"চোখের ডাক্তার দেখাও..." দিল্লির কাছে ২০ রানে হারলো রাজস্থান, সমাজ মাধ্যমে আম্পায়ারিং নিয়ে শুরু হলো চর্চা !! 1

IPL 2024: রাজস্থানের বিরুদ্ধে ২০ রানে জয় ছিনিয়ে নিলো দিল্লি কাপটালস। আজকের মেগা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসে দিল্লি, প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালু করে দেন দিল্লি দলের তরুণ প্রতিভাবান অজি ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক। লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) বদলে আসা এই অজি প্লেয়ার আজকে রাজস্থানের বিরুদ্ধে সিজিনের চতুর্থ অর্ধ-শতরান হাঁকিয়ে ফেললেন। মাত্র ২০ বলেই ৭টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৫০ রান বানিয়ে আউট হয়ে যান।

ফ্রেজার আউট হওয়ার সাথে সাথে ভুল বোঝাবুঝিতে উইকেট হারান শাই হোপ (Shai Hope)। তবে অন্যদিকে আক্রমন চালিয়ে যাচ্ছিলেন অভিষেক পোরেল (Abhisekh Porel)। আজকের ম্যাচে তিনি ৩৬ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং তার ইনিংস জুড়ে ছিল ৭ টি চার ও ৩ টি ছক্কা। দিল্লির মিডিল অর্ডার ব্যাটসম্যানদের থেকে তুলনামূলক ভালো স্কোর দেখা যায়নি। তবে শেষের দিকে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ২০ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সহযোগে ৪১ রানের লড়াকু ইনিংস খেলে দিল্লিকে পৌঁছে দেন ২২১ রানের দোরগোড়ায়।

রান তাড়া করতে ব্যর্থ রাজস্থান

Ipl 2024
DC vs RR | Image: Getty Images

রান তাড়া করতে এসে দ্বিতীয় বলেই মাত্র ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পাওয়ার প্লের ভিতরেই উইকেট হারান ইনফর্ম জস বাটলার (Jos Buttler)। আজ  মাত্র ১৭ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। বড় রান তাড়া করতে এসে ব্যাটসম্যানরা মারমূখী ভূমিকা গ্রহণ করেন এবং অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাব পরাজয় ডেকে আনলো রাজস্থানের।

ইনফর্ম রিয়ান পরাগও (Riyan Parag) ২২ বলে ২৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে দলের হয়ে সর্বাধিক ৪৬ বলে ৮টি চার ও ৬টি ছক্কার বিনিময়ে ৮৬ রান বানান সঞ্জু স্যামসন (Sanju Samson)। মুকেশ কুমারের (Mukesh Kumar) বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে ক্যাচ আউট হন সঞ্জু, তবে বাউন্ডারির ধারে ধরা ক্যাচটি নিয়ে সমাজমাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। দিল্লির বিরুদ্ধে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ২০১ রান বানায় এবং ২০ রানে পরাজিত হয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বজায় থাকলো।

দেখেনিন টুইট

Read Also: IPL 2024: প্লে-অফের দৌড়ে টিকে থাকলো পন্থ বাহিনী, রাজস্থানের বিরুদ্ধে সিজিনের ষষ্ঠ জয় ছিনিয়ে নিলো DC !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *