"মেরে তক্তা বানিয়ে দিল..." রাজস্থানের বিরুদ্ধে দিল্লির ব্যাটিং ঝড় দেখে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !! 1

আজ আইপিএলের ৫৬তম (IPL 2024) ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। প্লে-অফের টিকিট কনফার্ম করতে দুই দল মোরিয়া হয়ে লড়াই শুরু করে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। পাওয়ার প্লের ভিতরেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে দেন দিল্লি দলের দুই ওপেনার। প্রথম ৬ ওভারের মধ্যেই ৭৮ রান জুড়ে দেন দিল্লির দুই ওপেনার ব্যাটসম্যান।

রাজস্থানের বিরুদ্ধে ২২১’রান জুড়ে দিলো দিল্লি

Tristan Stubbs, ipl 2024
Tristan Stubbs | Image: Getty Images

দিল্লি দলের ওপেনার ব্যাটসম্যান জেক ফ্রেজার ম্যাকগার্ক (Jake Fraser McGruk) ২০ বলে ৭টি চার ও ২ টি ছক্কার বিনিময়ে অর্ধশতরানের একটি ঝড়ো ইনিংস খেলে অশ্বিনের বলে নিজের উইকেট হারান। তবে তার ব্যাটিং পার্টনার অভিষেক পোরেল (Abhisekh Porel) যিনি চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন আজকের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। ব্যাট হাতে আজকের ম্যাচে তিনি সর্বাধিক ৩৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৬৫ রানের ইনিংস খেলেছেন। দলের হয়ে আজকে ১ রান বানিয়ে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ (Shai Hope)। এমনকি অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাট থেকেও এসেছে মাত্র ১০ বলে ১৫ রান।

Read More: রিঙ্কু-ঋতুরাজ নয়, বিরাট কোহলি বিশ্বকাপ থেকে বাদ পড়লে এই খেলোয়াড় যাবেন ওয়েস্ট ইন্ডিজ !!

পাশাপশি, ক্যাপ্টেন পন্থের (Rishabh Pant) ব্যাট থেকে এসেছিল মাত্র ১৫ রান। দিল্লি দলের হয়ে অভিষেক করা গুলবাদিন নায়েব (Gulbadin Naib) ১৫ বলে ১৯ রান বানান এবং ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ২০ বলে ৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ২২১ রানে পৌঁছে দেন। আজকের দিল্লির ব্যাটিং ঝড় থেকে সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

https://Twitter.com/Imsudarshan__/status/1787876779694395566

Read More: IPL 2024: রাজস্থানের বিরুদ্ধে রানের পাহাড় গড়লো দিল্লি, প্লে-অফের টিকিট কনফার্ম করতে সঞ্জু’দের টার্গেট ২২২ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *