shakib-al-hasan-tries-to-hit-local-fan

সাকিব (Shakib al Hasan) কো গুস্‌সা কিঁউ আতা হ্যায়? এই প্রশ্নেরই খোঁজে এখন ক্রিকেটজনতা। বিতর্কের সাথে বাংলাদেশী তারকা অলরাউন্ডারের সম্পর্ক বহু পুরনো। বছরখানেক আগে ঘরোয়া ক্রিকেটের আবাহনী বনাম ঢাকা মহামেডান টি-২০ ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে তাঁকে কটাক্ষ তো করেইছিলেন সাকিব (Shakib al Hasan), সাথে লাথি মেরে ভেঙেছিলেন উইকেটও। ব্যাপক জলঘোলা হয়েছিলো তা নিয়ে। এরপর একটি দোকান উদ্বোধনে গিয়েও বচসায় জড়িয়েছিলেন তিনি। খেলার মাঠে গত বছর বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে (Angelo Matthews) টাইমড আউট করে বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি।

Read More: রিঙ্কু-ঋতুরাজ নয় বিরাট কোহলি বিশ্বকাপ থেকে বাদ পড়লে এই খেলোয়াড় যাবে ওয়েস্ট ইন্ডিজ !!

বিতর্ক যাঁর অন্য নাম, সেই সাকিব আল হাসান (Shakib al Hasan) আরও একবার মাঠে তাঁর আচরণের জন্য জায়গা করে নিলেন ক্রিকেটদুনিয়ার ফোকাসে। ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। ফতুল্লাহ’র খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে খেলা শুরুর আগে শেখ জামালের কোচ ও প্রাক্তন বাংলাদেশী ক্রিকেটার শেখ সালাউদ্দিনের (Sheikh Salauddin) সাথে আলোচনায় মগ্ন ছিলেন সাকিব (Shakib al Hasan)। সেই সময়ই বেগুনি টুপি ও জার্সি পরা এক মাঠকর্মী বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টারকে আবেদন জানান সেলফির জন্য। আলোচনায় বিঘ্ন ঘটানো মোটেই পছন্দ হয় নি সাকিবের। রীতিমত ক্ষেপে ওঠেন তিনি।

ক্ষুব্ধ সাকিব ঐ মাঠকর্মীকে প্রথমে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে তাঁকে ঘাড় ধরে টেনে বেশ খানিকটা নিয়ে যান। এরপর হাত তুলে মারতেও উদ্যত হয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে ক্রোধ সম্বরণ করে নেন তিনি। প্রিয় তারকার কাছে এহেন ব্যবহার পেয়ে খানিক চমকেই গিয়েছিলেন ঐ মাঠকর্মী। তিনি স্তম্ভিত হয়ে মাঠের ধারে রাখা একটি আসনে বসে পড়েন। আর সেলফির জন্য সাকিবের কাছে যাওয়ার সাহস হয় নি তাঁর। গোটা ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বেশ ভাইরালও হয়েছে তা। ‘সমর্থকদের জন্যই আপনারা তারকা, এমন আচরণ মোটেই কাম্য নয়’ লিখেছেন একজন। ‘ভুল লোককে তারকা বানালে এমনই হবে’ বিরক্তি গোপন করেন নি আরও এক নেটিজেন। ‘তারকাদেরও ব্যক্তিগত পরিসর প্রয়োজন’ অনেককে পাশেও পাচ্ছেন সাকিব।

দেখে নিন কি বলছে নেটদুনিয়া-

Also Read: IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *