DC vs RR, Match-56, Toss Report in Bengali: টসে বাজিমাত রাজস্থানের, আজকের লড়াই জিততে একাদশে জোড়া বদল দিল্লীর !! 1

IPL 2024: আইপিএলের আসরে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (DC vs RR)। চলতি মরসুমের ১২তম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে দিল্লী (DC)। আপাতত ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ষষ্ঠ স্থানে। নিজেদের প্লে-অফ স্বপ্ন জিইয়ে রাখতে আজ জয় ছাড়া পথ খোলা নেই ঋষভ পন্থদের সামনে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ এপ্রিল শেষ ম্যাচে হারতে হয়েছিলো দিল্লীকে। এক সপ্তাহের বিরতির পর তরতাজা হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে তারা। জয় ছাড়া কিছুই থাকবে না জেক ফ্রেজার ম্যাকগার্কদের ভাবনায়। অন্যদিকে সানরাইজার্সের বিরুদ্ধে ১ রানে হেরে লীগ তালিকায় শীর্ষস্থান হারিয়েছে রাজস্থান (RR)। সম্মুখীন হতে হয়েছে মরসুমের দ্বিতীয় জয়ের। আজ জিতলে প্লে-অফের পাশাপাশি লীগে প্রথম দুই স্থানের মধ্যে শেষ করাও নিশ্চিত করবেন সঞ্জু স্যামসনরা। যা বাড়তি তাগিদ যোগাচ্ছে তাঁদের।

Read More: রিঙ্কু-ঋতুরাজ নয়, বিরাট কোহলি বিশ্বকাপ থেকে বাদ পড়লে এই খেলোয়াড় যাবেন ওয়েস্ট ইন্ডিজ !!

IPL ম্যাচের সময়সূচি-

দিল্লী ক্যাপিটালস (DC) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৫৬

তারিখ- ০৭/০৫/২০২৪

ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Delhi Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Arun Jaitley Stadium | DC vs RR | Image: Twitter
Arun Jaitley Stadium, Delhi | Image: Twitter

ঘরের মাঠে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস (DC vs RR)। ঋষভ পন্থদের হোমগ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়ামে নিয়মিত বড় রান উঠতে দেখা গিয়েছে চলতি মরসুমে। দ্রুত আউটফিল্ড ও মাঠের ছোটো বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে বড় শট মারতে দেখা গিয়েছে ব্যাটারদের। আজকের ম্যাচেও তেমনই চার-ছক্কার ফুলঝুড়ি দেখার সম্ভাবনা থাকছে। এই মাঠে এখনও অবধি আয়োজিত হয়েছে আইপিএলের ৮৮টি ম্যাচ। তার মধ্যে প্রথমে ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪১। রান তাড়া করে জয়ের সংখ্যা খানিক বেশী। ৪৬ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে মিলেছে সাফল্য। একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে।

ভারতের রাজধানী শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রী সেলসিয়াস। দিল্লীতে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্র ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। মৌসম ভবম জানাচ্ছে যে দিল্লীর বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২০ শতাংশ থাকতে পারে। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের বেগ হতে পারে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে স্বস্তির খবর জানিয়েছে হাওয়া অফিস। ২ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তা দিল্লী বনাম রাজস্থান ম্যাচে বাধা সৃষ্টি করবে না বলেই মনে করছেন ক্রিকেটজনতা।

দুই দলের প্রথম একাদশ-

DC vs RR | Image: Getty Images
DC vs RR | Image: Getty Images

দিল্লী ক্যাপিটালস (DC)-

জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, অভিষেক পোড়েল, শে হোপ ✈, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস ✈,  গুলবদিন নাইব ✈, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ঈশান্ত শর্মা, খলিল আহমেদ।

বিকল্প- রসিক দার সালাম, সুমিত কুমার, ললিত যাদব, প্রবীন দুবে, কুমার কুশাগ্র।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ডোনোভান ফেরেইরা ✈, রোভম্যান পাওয়েল ✈, শুভম দুবে, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান।

বিকল্প- জস বাটলার ✈, টম কোহলার ক্যাডমোর ✈, তনুষ কোটিয়ান, কুণাল সিং রাঠৌর, কুলদীপ সেন।

*✈-বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Sanju Samson and Rishabh Pant | DC vs RR | Image: Getty Images
Sanju Samson and Rishabh Pant | Image: Getty Images

ঋষভ পন্থ-

এই বছর পিচগুলো আগের থেকে অনেক বেশী ব্যাটিং সহায়ক। আমাদের দলে কিছু চোট-আঘাত, অসুস্থতা রয়েছে। তবে আমরা সেগুলোতে নয় বরং ম্যাচে ফোকাস করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই। ঈশান্ত (শর্মা) ও গুলবদিন (নাইব) খেলছে আজ।

সঞ্জু স্যামসন-

আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে মনে হচ্ছে রান তাড়া করার জন্য আদর্শ। আমাদের দুই ক্ষেত্রেই কোনো সমস্যা নেই। আমাদের দলের মধ্যেকার পরিবেশটাই সবচেয়ে বেশী তৃপ্তিদায়ক। অনেক ধরণের চরিত্র রয়েছে দলে। জয় অবশ্যই সাহায্য করে। ধ্রুব (জুড়েল) ও শিমরণ হেটমায়ারের হাল্কা চোট রয়েছে। ওদের জায়গায় শুভম দুবে ও ডোনোভান ফেরেইরা খেলছে।

DC vs RR, টস রিপোর্ট-

অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিলো রাজস্থান রয়্যালস।

Also Read: IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *