RCB vs MI

অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ষোড়শ মরসুম। বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা নিয়ে ক্রিকেটদুনিয়া ইতিমধ্যেই উত্তেজিত। দুই মাসব্যপী ক্রিকেট উৎসবে গা ভাসাতে তৈরি ক্রিকেটপ্রেমী জনতাও। আয়োজন বিসিসিআই-এর তরফে সামনে আনা হয়েছে এবারের প্রতিযোগিতার ক্রীড়াসূচিও। আগামী ৩১ মার্চ বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট লীগের বোধন হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২২-এর চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (GT) মুখোমুখি চার বারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস (CSK)।

প্রতিযোগিতার তৃতীয় দিন অর্থাৎ ২ এপ্রিল মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঁচ বারের বিজয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। গত কয়েক বছর প্লে-অফ অবধি গিয়েও ফিরে আসতে হয়েছে বেঙ্গালুরুকে। এবার ছবিটা বদলাতে মরিয়া দীনেশ কার্তিক, বিরাট কোহলিরা। গত দেড় দশকে আইপিএলে বহু স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছে বেঙ্গালুরু দল। কোহলি (Virat Kohli), গেইল (Chris Gayle), ডিভিলিয়ার্সের (AB De Villiers) মত তারকার দ্যুতিতে প্রতিযোগিতাকে উজ্জ্বল করে তুলেছে তারা। কিন্তু পায় নি ট্রফির স্বাদ। একাধিকবার ফাইনাল খেললেও শেষ যুদ্ধে বারবার খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। ‘এ সালা কাপ নাম দে’-অর্থাৎ ‘এই বছর কাপ আমাদের’ মন্ত্রকে পাথেয় করেই এবার মাঠে নামতে চলেছে বেঙ্গালুরু।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

উইমেন্স প্রিমিয়ার লীগ চলাকালীন বেঙ্গালুরুর (RCB) মেয়েদের দলের শিবিরে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। স্মৃতি মন্ধানা, এলিস পেরীদের জানান যে দেড় দশক ট্রফি না জিতলেও উদ্যমে ভাটা পড়ে নি তাঁর। প্রতি বছর নতুন আশা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আইপিএলের আঙিনায়। আসন্ন আইপিএলেও তার ব্যতিক্রম হবে না বলেই মেয়েদের দলকে জানিয়েছিলেন তিনি। মরসুম শুরুর আগে বিরাটকে আশাবাদী দেখালেও বেঙ্গালুরুর ভাগ্যের আকাশে মেঘের ঘনঘটা। চোট-আঘাতের জন্য একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না তারা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও বাইরে থাকছেন একাধিক তারকা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দুই অস্ট্রেলীয় তারকার ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন-

Glenn Maxwell | IPL | image: twitter
Royal Challengers Bangalore’s Glenn Maxwell and Josh Hazlewood’s fitness is in question

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার দুই তারকাকে আসন্ন মরসুমে চেনা ছন্দে পাওয়া যাবে কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত বেঙ্গালুরু শিবির। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে পা ভেঙেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর দীর্ঘদিন ক্রিকেটের ময়দানের বাইরে ছিলেন তিনি। বিগ ব্যাশ লীগেও খেলতে পারেন নি। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ম্যাক্সওয়েলকে রাখা হয়েছিলো। একটির বেশী ম্যাচে মাঠে নামতে পারেন নি তিনি। ম্যাক্সওয়েল (Glenn Maxwell) নিজেও জানিয়েছেন যে একশ শতাংশ ফিট নন তিনি। তবে মাঠে নামার ব্যাপারে আশাবাদী। অজি অলরাউন্ডারের ফিটনেস নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বেঙ্গালুরুর।

গোড়ালির চোট ভোগাচ্ছে পেসার জশ হ্যাজেলউডকেও (Josh Hazlewood)। গত মরসুমে ১২ ম্যাচে ২০ উইকেট নেওয়া হ্যাজেলউডকে এই মরসুমে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গোড়ালির চোটের কারণেই ভারতের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজে খেলতে পারেন নি তিনি। চলতি বছরের শেষ দিকে রয়েছে একদিনের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে সম্পূর্ণ ফিট না হয়ে তিনি আদৌ আইপিএলে মাঠে নামবেন কিনা তা নিয়ে চিন্তায় বেঙ্গালুরু শিবির।

চোটের কবলে আরও দুই তারকা-

IPL 2023 | Rajat Patidar | image: twitter
Rajat Patidar will miss the first half of IPL 2023, whereas Will Jacks will miss the entire season

৩ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে গত ২৩ ডিসেম্বর আইপিএলের ‘মিনি’ নিলাম থেকে ইংল্যান্ডের উইল জ্যাকসকে (Will Jacks) দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেতে হয়েছে তাদের। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জ্যাকস। গোটা আইপিএলেই তাঁকে পাওয়া যাবে না। জ্যাকসের বিকল্প হিসেবে শেষলগ্নে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে সই করিয়েছে বেঙ্গালুরু।

জ্যাকস (Will Jacks) ছাড়াও আরো এক তারকাকে চোটের জন্য হারিয়েছে বেঙ্গালুরু (RCB)। তিনি রজত পতিদার (Rajat Patidar)। মধ্যপ্রদেশের ব্যাটার গত বছর পতিদার’কে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি মাঝ মরসুমে বেস প্রাইস ২০ লাখের বিনিময়ে দলে নেয় লভনিত সিসোদিয়া’র জায়গায়। আর জায়গা পেয়েই যা কামাল পতিদার দেখিয়েছেন তিনি। কলকাতা’র ইডেন গার্ডেন্সে আইপিএল নক-আউট পর্বের এলিমিনেটর ম্যাচে সটান ১১২ রানের এক চোখ-ধাঁধানো ইনিংস খেলেছিলেন পতিদার (Rajat Patidar)। শতরানের মাইলস্টোন ছুঁয়েছিলেন মাত্র ৪৯ বলে। গোটা মরসুমে ৮ ম্যাচে করেন ৩৩৩ রান। ব্যাটিং গড় ৫৫.৫০। ওপেনিং স্লটে অধিনায়ক দু প্লেসি’র (Faf Du Plessis) সাথে পতিদারকে রেখেই দল সাজানোর পরিকল্পনা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB)। তবে শোনা যাচ্ছে গোড়ালির চোটে আইপিএলের প্রথমার্ধ মিস করবেন তিনি।

IPL-এ হাসারাঙ্গাকেও পাচ্ছে না RCB-

Wanindu Hasaranga | Image : Getty Images
Sri Lankan all-rounder Wanindu Hasaranga will miss first few games ddue to international commitment

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) কাছে বড় অস্ত্র হয়ে উঠতে পারতেন। কিন্তু গোটা প্রতিযোগিতায় পাওয়া যাবে না তাঁকেও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবে শ্রীলঙ্কা। জাতীয় দলের হয়েই মাঠে নামতে চলেছেন হাসারাঙ্গা। সেই কারণে মরসুমের শুরুর কয়েকটা ম্যাচে আইপিএলের আঙিনায় দেখা যাবে না তাঁকে। হাসারাঙ্গার (Wanindu Hasaranga) অভাব পূরণ করতে বিরাট কোহলি, ফাফ দু প্লেসি’রা কি স্ট্র্যাটেজি নেন সেই দিকে এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *