IPL 2024: এখনও বেঁচে আছে RCB'র প্লেঅফের আশা, এই দল গুলো করবে 'মুশকিল আসান' !! 1

IPL 2024: চলতি আইপিএল বেশ জমে উঠেছে, তবে প্রতিবছরের মতন এই বছরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হাল বেহাল। তবে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গত ম্যাচ জয়ের পর কিছুটা আশা জেগেছে RCB দলের প্লেয়ার ও ভক্তদের।

হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে আইপিএল (IPL 2024) ইতিহাসের সর্বোচ্চ রান (২৮৭) বানায় SRH। RCB তার যোগ্য বদলা নিলো গতকাল, হায়দ্রাবাদকে তাদের ঘরের মাঠেই ৩৫ রানে পরাস্ত করলো SRH এবং জিতলো সিজিনের দ্বিতীয় ম্যাচ, RCB’কে বাঁকি ৫ ম্যাচ জিততেই হবে প্লেঅফের জন্য কোয়ালিফাই করতে।

এই সমীকরণে প্লেঅফে পৌঁছাবে RCB

Ipl 2024
RCB | Image: Getty Images

৪৩ তম ম্যাচটি মুম্বই ও দিল্লির মধ্যে অনুষ্ঠিত হবে যেখানে মুম্বইকে জয়ী হতে হবে, ৪৪তম ম্যাচে লখনৌ বনাম রাজস্থান ম্যাচে রাজস্থানকে জয়লাভ করতে হবে। ৪৫ তম ম্যাচে আবার RCB মুখোমুখি হবে RCB’র, এই ম্যাচে RCBকে জিততে হবে। ৪৬তম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদকে জয় পেতে হবে।

৪৭তম ম্যাচে দিল্লিকে কলকাতাকে পরাস্ত করতে হবে, ৪৮ তম ম্যাচে লখনৌকে হারতে হবে মুম্বইয়ের কাছে। ৪৯তম ম্যাচে PBKS কে চেন্নাইকে পরাস্ত করতে হবে। ৫০তম ম্যাচে সানরাইজার্সকে রাজস্থানের বিরুদ্ধে জয়লাভ করতে হবে।

READ MORE : দুর্দান্ত খবর পেলেন কেএল রাহুল, টি-২০ বিশ্বকাপে হলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক !!

৫১তম ম্যাচে মুম্বই বনাম কলকাতা ম্যাচে কলকাতাকে জিততে হবে তো RCB’কে ৫২তম ম্যাচে গুজরাতকে হারাতে হবে। আবার ৫৩ তম ম্যাচে পাঞ্জাব ও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবকে কিস্তিমাত করতে হবে। ৫৪ তম ম্যাচে কলকাতাকে লখনৌকে পরাস্ত করতে হবে।

৫৫তম ম্যাচে হায়দ্রাবাদের কাছে পরাস্ত হতে হবে মুম্বইকে ও ৫৬তম ম্যাচে রাজস্থানকে দিল্লির বিরুদ্ধে জিততে হবে।

৫৭তম ম্যাচে লখনৌ’এর বিরুদ্ধে জয় পেতে হবে SRH’এর। পাশাপশি ৫৮তম ম্যাচে রাজস্থানকে পাঞ্জাবের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে হবে।

৫৯তম ম্যাচে গুজরাট ও চেন্নাই ম্যাচে চেন্নাইকে জয় পেতে হবে, ৬০তম ম্যাচে আবার মুখোমুখি হওয়া মুম্বই-কলকাতা ম্যাচে কলকাতা কেই জয়লাভ করতে হবে। ৬১তম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে হবে রাজস্থানের।

বাঁকি ৫ ম্যাচ জিততে হবে RCB’কে

Rcb, ipl 2024
RCB | Image: Getty Images

৬২তম ম্যাচে দিল্লির বিরুদ্ধে RCB’কে জয় সুনিশ্চিত করতে হবে। ৬৩তম ম্যাচে গুজরাট-কলকাতা ম্যাচে গুজরাতকে জয়লাভ করতে হবে। ৬৪ তম ম্যাচে দিল্লি ও লখনৌএর বিরুদ্ধে লখনৌকে জিততে হবে। ৬৫তম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে পাঞ্জাবকে জিততে হবে।

৬৬তম ম্যাচে আবার হায়দ্রাবাদকে গুজরাটের বিরুদ্ধে জয়লাভ করতে হবে এবং লখনৌএর বিরুদ্ধে মুম্বইয়ের ৬৭তম খেলাতে মুম্বইকে জিততে হবে। শেষ সপ্তাহের ম্যাচে RCB কে একটি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় উপরে আসতে হবে। শেষ দুই ম্যাচ পাঞ্জাব কিংস ও কলকাতা হারলেই আরিসিবি ১৪ পয়েন্ট নিয়ে প্লেঅফের জন্য কোয়ালিফাই করবে।

ALSO READ: IPL 2024: হায়দ্রাবাদকে হারিয়েও শান্তি নেই দু’প্লেসিস-বিরাটদের, ওয়াসিম জাফর করলেন নোংরা ট্রোল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *