IND vs ENG: বদলে যাচ্ছে স্টেডিয়ামের নাম, তৃতীয় টেস্টের আগে বড় চমক BCCI-এর !! 1

IND vs ENG: জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে হায়দ্রাবাদে স্বাগতিক দেশকে ২৮ রানে হারিয়ে এগিয়ে গিয়েছিলো ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য লড়াইতে ফিরেছে ভারত। ১০৬ রানের বিশাল ব্যবধানে তারা পরাজিত করেছে প্রতিপক্ষকে। ব্যাট হাতে নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিল (Shubman Gill)। বোলিং-এ কুর্নিশ আদায় করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচটি। ভারসাম্যে থাকা সিরিজে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যেতে মরিয়া দুই শিবিরই। তাই রাজকোটে টক্কর যে জোরালো হবে সেই বিষয়ে দ্বিধা নেই কারও মনেই।

রাজকোটে ম্যাচ শুরুর আগেই অবশ্য অপেক্ষা করে রয়েছে নতুন চমক। স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (SCA)। ২৮৫০০ আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিলো ২০০৮ সালে। ২০১৩ সালের ১১ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে রাজকোট স্বীকৃতি পায়। প্রথম ওডিআই ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ডের। সেই বছরেরই অক্টোবর মাসের ১০ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ আয়োজনের সুযোগ পায় তারা। টেস্ট ক্রিকেট আয়োজন করতে রাজকোট অপেক্ষা করতে হয় বেশ কিছু বছর। অবশেষে ২০১৬ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম টেস্ট খেলা হয় এখানে। আজ অবধি এখানে পাঁচটি টি-২০, ২ টেস্ট ও ৪টি ওডিআই আয়োজিত হয়েছে। এতদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (SCA) মানেই পরিচিত ছিলো মাঠ। উদ্বোধনের ১৬ বছর পর অবশেষে বদলে যাচ্ছে নাম।

Read More: IND vs ENG: “আমরা মোটেই এমনটা চাই না…” পিচ বিতর্কে সৌরভের মন্তব্যের স্পষ্ট জবাব কোচ দ্রাবিড়ের !!

জয় শাহের হাত ধরে নামবদল স্টেডিয়ামের-

Saurashtra Cricket Association Stadium, Rajkot | IND vs ENG | Image: Getty Images
Saurashtra Cricket Association Stadium, Rajkot | Image: Getty Images

সংবাদমাধ্যম সূত্রে খবর যে সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার নিরঞ্জন শাহের (Niranjan Shah) নাম যুক্ত হচ্ছে রাজকোটের স্টেডিয়ামের সাথে। ১৯৬০ ও ৭০-এর দশকে সৌরাষ্ট্রের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন তিনি। ২৮১ রান রয়েছে তাঁর। ক্রিকেটারের চেয়েও ক্রিকেট প্রশাসক হিসেবে তিনি বেশী বিখ্যাত। দীর্ঘ সময় সামলেছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (SCA) দায়িত্ব। সচিব পদে ছিলেন প্রায় চার দশক। এছাড়াও বিসিসিআই সচিব পদেও একসময় সাফল্যের সাথে দায়িত্ব সামলেছেন নিরঞ্জন শাহ (Niranjan Shah)। তাঁকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের। প্রসঙ্গত নিরঞ্জনের পুত্র জয়দেব’ই বর্তমানে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। ক্রিকেট প্রশাসকদের নামে স্টেডিয়ামের নামকরণ ভারতে অবশ্য এই প্রথম নয়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম বা চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সেই পথে হেঁটেছে আগেই।

নাম বদল প্রসঙ্গে সৌরাষ্ট্রের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিব হিমাংশু শাহ (Himanshu Shah) সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে বর্তমান বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্ট শুরুর ঠিক একদিনে আগে নতুন নামের উদ্বোধন করবেন। তিনি বলেছেন, “জয় ভাই শাহ নতুন নামের উদ্বোধন করবেন। আমরা বিসিসিআই-এর উচ্চপদস্থ কর্তাদের আমন্ত্রণপত্র পাঠিয়েছি অনুষ্ঠানের জন্য। কয়েকদিনের মধ্যেই কারা আসছেন তা জানা যাবে।” ভারত বা ইংল্যান্ড দলের ক্রিকেটাররা কি থাকছেন নাম বদলের অনুষ্ঠানে? উত্তরে হিমাংশু বলেছেন, “এখনি নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমন্ত্রণপত্র পাঠানো হবে। আশা করবো ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।”

Also Read: IND vs ENG: রাজকোটে দলে ফিরছেন বিরাট কোহলি? বিশাখাপত্তনমে জয়ের পর নীরবতা ভাঙলেন কোচ দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *