IND vs ENG: “আমরা মোটেই এমনটা চাই না…” পিচ বিতর্কে সৌরভের মন্তব্যের স্পষ্ট জবাব কোচ দ্রাবিড়ের !! 1

IND vs ENG: হায়দ্রাবাদের মাঠে সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে হেরে পিছিয়ে পড়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। গতকাল বিশাখাপত্তনমে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরালো রোহিত শর্মার (Rohit Sharma) দল। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। যশস্বী জয়সওয়ালের অনবদ্য দ্বিশতক তাদের পৌঁছে দেয় ৩৯৬ রানে। জবাবে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) অসামান্য বোলিং ইংল্যান্ডকে রুখে দেয় ২৫৩ রানে। ৪৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন বুমরাহ। তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের স্পিনাররা কার্যকরী ভূমিকা নিলেও শুভমান গিলের ১০৪ রানের ইনিংসের সৌজন্যে ২৫৫ তোলে ‘মেন ইন ব্লু।’ সফরকারী দলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৯৯। জ্যাক ক্রলি’র অর্ধশতক সত্ত্বেও ২৯২-এর বেশী এগোতে পারে নি ইংল্যান্ড। ১০৬ রানের ব্যবধানে জিতে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টের পরাজয় বেশ সমস্যায় ফেলেছিলো ভারতকে। সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকাতেও নেমে গিয়েছিলো বেশ কয়েক ধাপ। গতকালের জয় স্বস্তি ফিরিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। সিরিজ ১-১ করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও দুই নম্বরে উঠে এসেছে দল। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আগামী তিন টেস্টের দল নির্বাচন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হলো তাঁকে। ব্যক্তিগত কারণে প্রথম টেস্ট খেলেন নি চোটের জন্য। আগামী রাজকোট টেস্টে তাঁদের দেখা যাবে কিনা জিজ্ঞেস করা হয় দ্রাবিড়’কে। মুখ খোলেন ঈশান কিষণকে নিয়েও। একই সাথে দেশের ঘূর্ণি পিচ নিয়ে সম্প্রতি প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) করা মন্তব্যের প্রতিক্রিয়াও দিতে শোনা গেলো তাঁকে।

Read More: IND vs ENG: “জবাবটা ব্যাট’ই দিক…” শতরানের পর শুভমান গিলের ভূয়সী প্রশংসায় মাতলেন যুবরাজ সিং !!

ঘূর্ণি পিচের প্রয়োজন নেই, বলেছিলেন সৌরভ-

Sourav Ganguly | IND vs ENG | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

ভারতীয় পিচ নিয়ে গত দুই-তিন বছরে তীব্র বিতর্ক দেখা গিয়েছে। ২০২১-এর ইংল্যান্ড সিরিজ হোক বা ২০২৩-এর বর্ডার-গাওস্কর ট্রফি, স্পিন সহায়ক পিচে তিন দিন এমনকি দুই দিনেও ম্যাচ শেষ হয়েছে। নিজেদের স্পিন শক্তির আস্ফালন দেখিয়ে অধিকাংশ সময়েই জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। মাঝেমধ্যে আবার বিপক্ষেও গিয়েছে ফলাফল। ভারতীয় পিচের তীব্র সমালোচনা শোনা গিয়েছে অস্ট্রেলীয় ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমে। এই ধরণের পিচ ব্যাট ও বলের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিপন্থী বলে নিদান দিয়েছেন তারা। আবার দেশের বাইরে পেস সহায়ক বা বাউন্সি উইকেটে যখন সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররা তখনও আঙুল উঠেছে দেশের বাইশ গজের দিকেই। অনেকেই বলেছেন ঘরের মাঠে ঘূর্ণি উইকেটে খেলে অভ্যস্ত ব্যাটাররা বাইরের দেশের পিচে মানিয়ে নিতে পারছেন না।

এবার ঘূর্ণি উইকেটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজে প্রথম দিন থেকেই বল ঘুরতে দেখা যায় নি। স্পোর্টিং পিচে খেলাও হয়েছে বেশ উঁচু মানের। সৌরভ ট্যুইটবার্তায় লেখেন, “যখন আমি বুমরাহ, শামি, সিরাজ, মুকেশদের বল করতে দেখি, তখন ভাবি যে আমাদের ঘূর্ণি পিচ তৈরি করার আদৌ প্রয়োজন রয়েছে কিনা। ভালো উইকেটে খেলার প্রয়োজনীয়তা সম্পর্কে আমার যে দৃঢ় বিশ্বাস রয়েছে, তা প্রতিটা ম্যাচ দেখার পর আরও দৃঢ়তর হয়। অশ্বিন, জাদেজা, অক্ষর ও কুলদীপের সাথে ওরা যে কোনো পিচে ২০ উইকেট নিতে পারে। গত ৬-৭ বছরে পিচের কারণে ব্যাটিং-এর মান পড়ে গিয়েছে। ভালো উইকেট প্রস্তুত করতেই হবে। ভারত তাও পাঁচ দিনে ঠিকই জিতবে।”

সৌরভের সমালোচনার জবাব দিলেন দ্রাবিড়-

Rohit Sharma and Rahul Dravid | IND vs ENG | Image: Getty Images
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিলো বাইশ গজ প্রসঙ্গে সৌরভের (Sourav Ganguly) মন্তব্য নিয়ে। পিচের বিষয়ে দল যে হস্তক্ষেপ করে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ। তিনি বলেন, “কিউরেটররা পিচ বানান। আমরা মোটেও র‍্যাঙ্ক টার্নার চাই না। ভারতের পিচে বল অবশ্যই ঘুরবে। কিন্তু কতটা বেশী ঘুরবে বা কতটা কম ঘুরবে সেই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই। কখনও আমায় জানানো হয় যে তৃতীয় দিন থেকে বল ঘুরবে, দেখা যায় প্রথম দিন থেকেই ঘুরছে আবার কখনও জানানো হয় যে দ্বিতীয় দিন থেকে বল ঘুরবে, দেখা যায় চতুর্থদিন অবধি বল টার্ন হচ্ছে না। মাধেমধ্যে বাকিদের মত আমিও হতবুদ্ধি হয়ে যাই। উইকেট দেখে যেমনটা আমাদের মনে হয়, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিই। আমরা রাজকোটে যাবো। যেমন পিচ পাবো, তা অনুসারে সিদ্ধান্ত নেব।”

পিচ নিয়ে মুখ খোলার পাশাপাশি বিরাট কোহলির (Virat Kohli) প্রত্যাবর্তন নিয়েও মন্তব্য করেছেন দ্রাবিড়। ব্যক্তিগত কারণ দেখিয়ে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট। তাঁর প্রাক্তন আরসিবি সতীর্থ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ছুটি নিয়েছেন ভারতীয় তারকা। রাজকোটে কি দলে দেখা যাবে তাঁকে? উত্তর দিতে গিয়ে নির্বাচকদের কোর্টে বল ঠেলেছেন ভারতীয় কোচ। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান, “আমার মনে হয় এটা নির্বাচকদের জিজ্ঞেস করলেন ভালো হবে কারণ কিছুদিনের মধ্যে তাঁরাই স্কোয়াড ঘোষণা করবেন। আমরা ওর সাথে যোগাযোগ করবো, তারপরেই সবটা জানতে পারবো।”

Also Read: IND vs ENG: রাজকোটে দলে ফিরছেন বিরাট কোহলি? বিশাখাপত্তনমে জয়ের পর নীরবতা ভাঙলেন কোচ দ্রাবিড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *