ind-vs-eng-dravid-breaks-silence-on-kohli-availability

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খানিক অপ্রত্যাশিত ভাবেই হেরে বসেছিলো টিম ইন্ডিয়া (Team India)। চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের স্পিন আক্রমণের মোকাবিলা করতে না পেরে ২৮ রানের ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়েছিলো রোহিত শর্মার দলের। দ্বিতীয় টেস্টে তাই জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ ছিলো ভারতের সামনে। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন যশস্বী, শুভমান’রা (Shubman Gill)। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ভারত। যশস্বী জয়সওয়ালের ২০৯ দলকে পৌঁছে দেয় ৩৯৬ রানে। জবাবে ইংল্যান্ড থামে ২৫৩তে। বল হাতে ঘাতক হয়ে উঠেছিলেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় ইনিংসে শুভমান গিলের ১০৪-এর সুবাদে ভারত তোলে ২৫৫। ৩৯৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেলো ২৯২ রানেই। ১০৬ রানের বড় ব্যবধানে জিতে আজ ম্যাচে সমতা ফেরালো টিম ইন্ডিয়া।

বিশাখাপত্তনমে জয়ের পরে রাজকোটের তৃতীয় টেস্ট নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। একাদশ কি হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত পায় নি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কে এল রাহুলকে। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে অলরাউন্ডার জাদেজার হ্যামস্ট্রিং-এ যে চোট রয়েছে, তা সারতে চার থেকে আট সপ্তাহ অবধি সময় লাগতে পারে। তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে কোয়াড্রিসেপস পেশীর চোট সারিয়ে একাদশে ফিরতে পারেন কে এল রাহুল (KL Rahul)। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের মত রাজকোটেও মহম্মদ শামিকে পাচ্ছে না দল। ধোঁয়াশা রয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। প্রথম দুই ম্যাচ খেলেন নি তিনি। তৃতীয় ম্যাচে খেলবেন? আজকের জয়ের পর সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন কোচ রাহুল দ্রাবিড়।

Read More: IND vs ENG: বিশাখাপত্তনমে ‘বাজবল’ বধ টিম ইন্ডিয়ার, ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরালো রোহিত শর্মার দল !!

কোহলির অনুপস্থিতির কারণ জানালেন ডিভিলিয়ার্স-

Virat Kohli and Rohit Sharma | IND vs ENG | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

হায়দ্রাবাদে প্রথম টেস্টের আগে যে প্রস্তুতি শিবির হয়েছিলো সেখানে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২১ জানুয়ারি সন্ধ্যায় শিবির ছাড়েন তিনি। অনেকেই মনে করেছিলেন যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অংশ নেবেন ক্রিকেট মহাতারকা, কিন্তু বাস্তবে অনুষ্ঠানে দেখা যায় নি তাঁকে। ২৩ তারিখ বিসিসিআই-এর তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়ে যে ব্যক্তিগত কারণে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমের দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট (Virat Kohli)। তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। সংবেদনশীল মুহূর্তে কোহলির গোপনীয়তা রক্ষার্থে কাউকে তাঁর ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতেও অনুরোধ করে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা।

আচমকা কেন সরে দাঁড়ালেন বিরাট? প্রশ্নের উত্তর খুঁজছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিলো যে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা সরোজ কোহলি। তাই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট। যদিও এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন তাঁর দাদা বিকাশ। দিনকয়েক আগে জল্পনার অবসান ঘটিয়েছেন প্রোটিয়া প্রাক্তনী এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি জানিয়েছেন দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোহলির ঘরে। সেই কারণেই ক্রিকেট থেকে অব্যাহতি নিয়ে স্ত্রী অনুষ্কার পাশে রয়েছেন বিরাট। প্রসঙ্গত, এর আগেও প্রথম সন্তান ভামিকা’র জন্মের সময় অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরেছিলেন কোহলি (Virat Kohli)। ২০২১ সালের.১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্ম দেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা।

নির্বাচকদের কোর্টে বল ঠেললেন দ্রাবিড়-

Rahul Dravid | IND vs ENG | Image: Getty Images
Rahul Dravid | Image: Getty Images

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম দুটি টেস্ট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তাহলে রাজকোটে তৃতীয় ম্যাচ থেকে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ফিরতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)? আজ বিশাখাপত্তনমে ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলে। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তাঁকে এই প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। জবাবে নির্বাচকদের কোর্টে বল ঠেলতে দেখা গেলো তাঁকে। তিনি জানান, “আমার মনে হয় এটা নির্বাচকদের জিজ্ঞেস করলেন ভালো হবে কারণ কিছুদিনের মধ্যে তাঁরাই স্কোয়াড ঘোষণা করবেন। আমরা ওর সাথে যোগাযোগ করবো, তারপরেই সবটা জানতে পারবো।”

দিনকয়েক আগে জনপ্রিয় ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছিলো যে এই মুহূর্তে দেশে নেই বিরাট কোহলি (Virat Kohli)। তিনি আদৌ ফিরেছেন কিনা বা মাঠে নামতে প্রস্তুত কিনা সেই সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করা হয় নি বোর্ডের তরফে। সংবাদসংস্থা ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের উচ্চপদস্থ এক কর্তা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, “বিরাট এখনও অবধি তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে নি। ও কেবলমাত্র প্রথম দুটো টেস্ট খেলবে না বলে আমাদের জানিয়েছিলো। তাই ও যদি অন্য কিছু না জানায়, তাহলে ওকে বেছে নেওয়া হতেই পারে। দু-একদিনের মধ্যেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” শেষমেশ বিরাট রহস্যের জল কোন দিকে গড়ায় সেইদিকেই এখন নজর ক্রিকেটদুনিয়ার।

Also Read: IND vs ENG, Stats Review: যশস্বী-বুমরাহ’র ম্যাজিকে ভাইজাকে জয় ভারতের, দেখে নেওয়া যাকি ম্যাচ ঘিরে কিছু পরিসংখ্যান ও রেকর্ড !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *