আইপিএলের বাকি আর মাত্র এক ম্যাচ। আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াকে বিদায় জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বৃত্তে পা রাখা শুরু করেচেন ভারতীয় ক্রিকেটারেরা। ‘টিম ইন্ডিয়া’র কাছে প্রথম চ্যালেঞ্জ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। ভারত এবং টেস্টের বিশ্বখেতাবের মাঝে বাধা কেবল অস্ট্রেলিয়া। এর আগের বার ফাইনালে পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। ২০২১ সালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছিলো নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সুযোগে বাজিমাত করতে তাই মরিয়া ভারতীয় শিবির। প্রস্তুতিতে যাতে কোনোরকম ফাঁক না থাকে তার জন্য আগে থেকেই শুরু করা হয়েছে অনুশীলন।
কোচ রাহুল দ্রাবিড় খেলা শুরুর বেশ কয়েকদিন আগেই পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। যে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে পারেন নি তাঁরাও গিয়েছেন কোচের সঙ্গে। উমেশ যাদব (Umesh Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), শার্দূল ঠাকুররা (Shardul Thakur) গিয়েছিলেন প্রথমে। তারপর দলের সাথে যোগ দিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রণ অশ্বিনরাও। আইপিএলের প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারের পর অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) উড়ে গিয়েছেন ইংল্যান্ডে। যাত্রাপথে তাঁর সঙ্গী হয়েছিলেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। ১৫ সদস্যের দলে সূর্যকুমার নেই। নেই যশস্বীও। তাঁদের স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ইংল্যান্ডে। ঋতুরাজ গায়কোয়াড় শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় শিকে ছিঁড়েছে যশস্বীর। লাল বলের মহারণে নামার আগে চোট-আঘাত সমস্যায় জেরবার ভারত। ঋষভ পন্থ, কে এল্ রাহুল, যশপ্রীত বুমরাহদের পাচ্ছে না দল। এবার চোটের তালিকায় সামিল অধিনায়ক রোহিতও (Rohit Sharma)। তিনি ইংল্যান্ডে গেলেও মাঠে নামা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আহত রোহিত, WTC ফাইনালে নেতা কে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে চোট-আঘাতে জেরবার ভারতীয় দল। গাড়ি দুর্ঘটনায় গোটা মরসুম মাঠের বাইরে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। রিহ্যাব শুরু করেছেন তিনি। পিঠের অস্ত্রোপচার হয়েছে শ্রেয়স আইয়ারেরও (Shreyas Iyer)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেই তিনি। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোটের কবলে পড়েন কে এল রাহুলও (KL Rahul)। ফলে বাদ পড়েন তিনিও। ১৫ সদস্যের দলে রাহুলকে প্রথমে রাখা হলেও পরে বাতিল করতে হয় তাঁকে। সেখানেও সমস্যা কমে নি ভারতীয় নির্বাচকদের। রাহুলের বদলি হিসেবে যাঁকে নেওয়া হয়েছিলো সেই ঈশান কিষণও (Ishan Kishan) আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চোখে চোট পেয়েছেন। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য আপাতত জানানো হয় নি বোর্ডের তরফ থেকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আইপিএলেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং-এর সময় হাঁটুতে চোট পান বিরাট কোহলিও (Virat Kohli)। অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন সেই চোট গুরুতর নয়। চোট-আঘাতের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma)। গত শুক্রবার গুজরাতের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বাঁ-হাতের আঙুলে চোট পান তিনি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ক্যাচ ধরার প্রয়াস করতে গিয়ে আঘাত পান তিনি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে স্লিপে ক্যাচ ধরতে গিয়েও একই রকম আঘাত পেয়েছিলেন। তার ফলে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিলো রোহিতকে (Rohit Sharma)। শুক্রবার চোট পেয়ে তিনি উঠে যাওয়ায় চিন্তায় পড়েছিলেন ভারতীয় সমর্থকেরা। ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন রোহিত। তাঁর আঙুলের চোট কতটা গুরুতর সেই সম্পর্কে রোহিত বা বোর্ড কিছু জানায় নি আপাতত। তবে কোনো কারণে হিটম্যান যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে না পারেন তাহলে তৈরি রাখা হচ্ছে চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara)। অধিনায়ক হিসেবে টস করতে যাবেন তিনিই।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023