প্রতিভা নিয়ে জন্মান অনেকেই, কিন্তু তার পরিপূর্ণ বিকাশের জন্য লাগাতার অনুশীলন এবং অধ্যবসায় কতটা প্রয়োজন এবং তা না থাকলে প্রতিভার হারিয়ে যেতে যে বেশী সময় লাগে না তার প্রকৃষ্ট উদাহরণ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং বিনোদ কাম্বলি (Vinod Kambli)। মুম্বইয়ের শিবাজী পার্কের ক্রিকেট দুনিয়া থেকে উত্থান দুজনেরই। সারদাশ্রম স্কুলের হয়ে রেকর্ড পার্টনারশিপ যখন গড়েন, তখন থেকেই বিশেষজ্ঞদের নজরে ছিলেন দুজনে। এরপর ভারতের হয়েও খেলেন দুজনেই। শচীনের (Sachin Tendulkar) যেখানে প্রথম শতরান পেতে বেশ কয়েক মাস সময় লেগেছিলো, সেখানে কাম্বলি (Vinod Kambli) শুরুটাই করেছিলেন দ্বিশতক দিয়ে। এর পরেও শচীন আজ ক্রিকেটের ঈশ্বরের আসনে বসতে পেরেছেন। ৩৪৩৪৭ রান, ১০০ শতরানের মালিক হয়েছেন। আর কাম্বলি হারিয়ে গিয়েছেন স্মৃতির পাতায়। বেহিসেবী জীবনযাত্রা, মাদক অকালে কেড়ে নিয়েছে এক দুর্দান্ত ক্রিকেটারকে।
শচীন ও কাম্বলির গল্পের সাথে খানিক মিল পাওয়া যায় পৃথ্বী শ-এর (Prithvi Shaw)। স্কুল ক্রিকেটের দিন থেকেই পৃথ্বীকে বলা হচ্ছিলো বিস্ময় প্রতিভা। সংবাদমাধ্যমের নজরে ছিলেন তিনি। এমনকি শচীন তেন্ডুলকর অবধি তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। উপহার দিয়েছিলেন ব্যাট। মুম্বই ক্রিকেটমহল বলাবলি করছিলো যে আগামীর শচীন পেতে চলেছে ভারতীয় দল। রঞ্জি অভিষেকে শতরান, ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে পৌঁছে গিয়েছিলেন অনুর্দ্ধ-১৯ জাতীয় দলে। কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিং-এ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপও জেতেন পৃথ্বী। ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে সিনিয়র জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ভবিষ্যতের তারকাকে স্বাগত জানিয়েছিলেন ক্রিকেট ভক্তরাও। কিন্তু এরপরেই ওলটপালট হয়ে গিয়েছে পৃথ্বীর ক্রিকেট জীবন। কখনও অভব্য আচরণ, কখনও নিষিদ্ধ বস্ত সেবনের মত গুরুতর ঘটনায় জড়িয়ে কেরিয়ার ঢেকেছে অন্ধকারে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
নিষিদ্ধ দ্রব্য সেবনের অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে-

বর্তমানে পৃথ্বী শ-এর বয়স ২৩। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের বয়স মাত্র ৫ বছর। কিন্তু এরই মধ্যে একাধিকবার বড় বিতর্কে জড়িয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক অবশ্যই তাঁর বিরুদ্ধে ওঠা ডোপিং-এর অভিযোগ। ঘটনাটি ২০১৯ সালের। ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ২২ ফেব্রুয়ারী মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিলো পাঞ্জাবের। বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং রুল (ADR) নিয়ম অনুযায়ী মূত্রের নমুনা জমা করেছিলেন পৃথ্বী। সরাসরি বিসিসিআই নয়, এই নমুনা সংগ্রহ করেছিলো IMDR নামে এক স্বাধীন সংস্থা।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
পরে তা পাঠানো হয় নয়া দিল্লীতে। সেখানে WADA (World Anti-Doping Association) স্বীকৃত এক গবেষণাগারে পরীক্ষার পর পৃথ্বীর মূত্রের নমুনায় নিষিদ্ধ ‘টার্বুটালিন’ পাওয়া যায়। বোর্ডের প্রশ্নের উত্তরে পৃথ্বী যদিও জানিয়েছিলেন কাশির ওষুধ খাওয়ার ফলে ‘টার্বুটালিন’ পাওয়া গিয়েছে তাঁর নমুনায়। তা সত্ত্বেও তাঁকে নির্বাসিত করে বোর্ড। জুলাই মাসে বোর্ডের অ্যান্টি ডোপিং ম্যানেজার ডক্টর অভিষেক সালভি (Dr. Abhishek Salvi) যে রিপোর্ট প্রকাশ করেন তা অনুযায়ী পৃথ্বীর (Prithvi Shaw) শাস্তি নির্দিষ্ট করে বোর্ড। নমুনা সংগ্রহের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারী থেকেই নির্বাসনের মেয়াদ চালু হয়, চলে ১৫ নভেম্বর অবধি। ডোপিং-এর অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় অশালীন আচরনের অভিযোগও কিছুদিন আগে তুলেছিলেন এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
বিশ্বকাপের বৃত্ত থেকে বহু দূরে পৃথ্বী শ-

আজ যখন বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে তখন পৃথ্বীর (Prithvi Shaw) নাম ভাবনাতেই আসে নি নির্বাচকদের। তাঁর সাথেই ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতা শুভমান গিল (Shubman Gill) এখন সিনিয়র দলের নির্ভরযোগ্য ওপেনার। ইতিমধ্যেই দেশের হয়ে খেলে ফেলেছেন তিন ফর্ম্যাটেই। শতরান এমনকি দ্বিশতরানও করেছেন সিনিয়র দলের হয়ে, সেখানে পৃথ্বীর ক্রিকেট ভবিষ্যত এখন বিশ বাঁও জলে। বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। হাঁটুর পস্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্টে (PCL) একটি গ্রেড-টু চোট সেরে যাওয়ার পরেও আদৌ কবে তিনি ভারতীয় দলে ফিরবেন সেই বিষয়ে কোনো রকম নিশ্চয়তা দিতে পারছেন না কোনো বিশেষজ্ঞই।
চোট-আঘাত এবং বেহিসেবী জীবনযাত্রা পৃথ্বীর (Prithvi Shaw) ক্রিকেট কেরিয়ারকে থমকে দিয়েছে। দেশের হয়ে এখনও অবধি মাত্র ৫টি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং একটি মাত্র টি-২০ খেলতে পেরেছেন তিনি। আইপিএলে দিল্লী ক্যাপিটালস তাঁর উপর লাগাতার আস্থা দেখালেও ২০২৩ মরসুমে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টেও রান পান নি মুম্বইয়ের তরুণ। করেছেন ৮ ম্যাচে মাত্র ১০৬ রান। ব্যাটিং গড় ছিলো ১৩.২৫। নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে এখন কাউন্টি ক্রিকেটই একমাত্র ভরসা তাঁর। নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপে শুরুটা ভালো করেছিলেন। একটি দ্বিশতরান এবং একটি শতরান করেছিলেন। কিন্তু চোট ফের স্পটলাইট কেড়ে নিয়েছে তাঁর উপর থেকে। আগামী মরসুমে কাউন্টি খেলে ভারতীয় দলে ফেরার রাস্তা নির্মাণ শুরু করতে চান পৃথ্বী।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur