World Cup 2023: “আমরা যাবো কিনা…” বিস্ফোরক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে বড় বয়ান PCB প্রধান নাজম শেঠির !! 1

World Cup 2023: ভারত বনাম পাকিস্তান, ক্রিকেটের বাইশ গজে দুই প্রতিবেশী দেশ যখনই মুখোমুখি হয় তখনই লড়াই হয় হাড্ডাহাড্ডি। সূচাগ্র মেদিনী একে অন্যকে ছাড়তে রাজী হন না দুই দেশের ক্রিকেটাররাও। মাঠের বাইরের লড়াইতেও নাছোড় মনোভাব দেখাচ্ছেন দুই দেশের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ আয়োজন নিয়ে গত বছরের অক্টোবর থেকে দুই দেশের মধ্যে ঝামেলার সূত্রপাত। ACC (এশিয়ান ক্রিকেট কাউন্সিল)-এর ক্যালেন্ডার অনুযায়ী এই বছর পাকিস্তানেই আয়োজিত হওয়ার কথা ছিলো এশিয়া কাপ। কিন্তু ওয়াঘা সীমান্তের পশ্চিম পারে যেতে নারাজ ভারতীয় দল। সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। সেই থেকেই চলছে বাকবিতণ্ডা।

জয় শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছিলেন পূর্বতন পাক ক্রিকেট বোর্ড প্রধান রামিজ রাজা। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। এছাড়াও শাহীদ আফ্রিদি, সৈদ আনোয়ারের মত প্রাক্তন পাক ক্রিকেটাররাও জয় শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করেন। আফ্রিদি জয় শাহ’কে ‘অপরিণত’ বলেও কটাক্ষ করেন। ভারত থেকেও পালটা দেন গৌতম গম্ভীর, ইরফান পাঠান, আকাশ চোপড়ার মত প্রাক্তনীরা। চলতে থাকে সীমান্তের দুই পারের দুই শিবিরের মধ্যে কথার লড়াই। মাসের পর মাস কেটে গেলেও এশিয়া কাপ আয়োজন নিয়ে জট কাটে নি। উল্টে সমস্যা আরও বেশী জটিল হয়েছে। ভারতে বিশ্বকাপ রয়েছে অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বকাপ বয়কটের হুমকি অবধি দিয়ে রেখেছে পাকিস্তান। সম্প্রতি পাক বোর্ড প্রধান নাজম শেঠির এক সাক্ষাৎকারে তিনি ফের বোঝালেন বিশ্বকাপ বয়কটের অবস্থান থেকে সরছে না পাক দল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

এশিয়া কাপ নিয়ে মেলে নি সমাধান সূত্র-

Asia Cup | World Cup | image: Twitter
BCCI have refused to send Team India to Pakistan for Asia Cup 2023

ভারত যে কোনো অবস্থাতেই এশিয়া কাপ খেলতে পা রাখবে না পাকিস্তানের মাটিতে তা সাফ বলে দিয়েছেন জয় শাহ। বোর্ড প্রসিডেন্ট রজার বিনিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বল ঠেলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কোর্টে। রাজনৈতিক, অর্থনৈতিক অচলাবস্থা চলছে পাকিস্তানে। এই মুহূর্তে সেখানে যাওয়া ঠিক হবে না বলেই ধারণা অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞেরও। কিন্তু এশিয়া কাপ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান থেকে সরার পথে হাঁটতে রাজী নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে রামিজ রাজা বলেছিলেন, “ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, আমরাও কড়া সিদ্ধান্ত নেবো। আমরা বিশ্বকাপে না খেললে ক্ষতির মুখে পড়বে ক্রিকেটদুনিয়া।” চেয়ারম্যানের কুর্সিতে বসে সেই একই বয়ান দিয়েছেন নাজম শেঠিও।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

এশিয়া কাপ নিয়ে এক হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিলো পাকিস্তান। বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বলা হয় এশিয়া কাপ আয়োজিত হোক পাকিস্তানেই। কেবল ভারত অন্য কোনো নিরপেক্ষ দেশে খেলুক তাদের ম্যাচে। এই প্রস্তাবে প্রাথমিকভাবে সাড়া পাওয়া গেলেও পরে বেঁকে বসে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত দেশ। কেবলমাত্র ভারতের বিরুদ্ধে খেলার জন্য মূল কেন্দ্র থেকে অন্য কোনো দেশে যাতায়াত করতে তারা রাজী নয়। এমতাবস্থায় এশিয়া কাপ পাকিস্তানের মাটি থেকে সরে যাওয়ার সম্ভাবনাই প্রবল। বিকল্প কেন্দ্র হিসেবে প্রস্তাবিত হচ্ছে শ্রীলঙ্কার নাম। এক্ষুণি অবশ্য লড়াইয়ের ময়দান ছেড়ে পিছু হটছে না পাকিস্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজম শেঠির মন্তব্য থেকে ইঙ্গিত মিললো তেমনই।

বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান?

Najam Sethi | World Cup | image: Twitter
PCB chief Najam Sethi said that Pakistan is thinking about boycotting ICC World Cup in India

এই বছরের শেষের দিকে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে ভারত। দেশে মোট ১২টি মাঠে খেলা হবে, জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে। সামনে এসেছে উদ্বোধন এবং ফাইনালের প্রস্তাবিত তারিখও। সম্ভবত ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। চলবে ১৯ নভেম্বর অবধি। ১০ দলের অংশগ্রহণ করার কথা। কিন্তু এখন বেঁকে বসেছে পাকিস্তান। হুমকির সুরে তারা জানিয়েছে ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে পা না দেয়, তাহলে ভারতে এসে বিশ্বকাপ খেলবে না তারা। ভারত অবশ্য প্রতিবেশী দেশের হুমকিকে বিশেষ আমল দিচ্ছে না। বাবর আজমদের হিসেবের মধ্যে রেখেই চলছে প্রস্তুতি। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

গোটা বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পাক বোর্ডের প্রধান নাজম শেঠি। একজন ভারতীয় সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে নিরাপত্তা প্রশ্নে ভারত যে সমস্যার কথা চিহ্নিত করেছে তাকে ভিত্তিহীন বলে দাবী করেছেন তিনি। শেঠি বলেন, “আপনি কি বলতে চান? ভারতের জন্য বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা করতে হবে? কোনো ভিভিআইপি বা রাষ্ট্রপ্রধান যে নিরাপত্তা পান তার থেকে বেশী সুরক্ষা আপনাদের দরকার? যে প্রশ্নটা আপনি আমায় জিজ্ঞাসা করছেন, সেই একই প্রশ্ন আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মত দেশকে জিজ্ঞাসা করেন না কেনো?” দিনকয়েক আগেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড গিয়েছিলো পাকিস্তান সফরে। সেই কথা উল্লেখ করে নাজম শেঠি বলেন, “ওরা সকলেই তো এসে খেলে গেলো। বাংলাদেশও এসেছিলো, জিম্বাবুয়ে এসেছিলো। একমাত্র আপনাদের সুরক্ষাই বিঘ্নিত হবে, এমনটা হওয়া সম্ভব নয়।”

ভারত এশিয়া কাপ খেলতে না এলে পালটা দিতে তাঁরা যে তৈরি, সে কথাও সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন নাজম শেঠি। আগে সম্পূর্ণ বিশ্বকাপ বয়কটের কথা বলেছিলেন তিনি এবং পাকিস্তানের অন্যান্যরা। এখন সেই অবস্থান থেকে খানিক সরেছেন বলে মনে হলো। তবে ভারতে আসতে এখনও নারাজ পাকিস্তান। নিজেদের প্রস্তাবিত হাইব্রিড মডেলের উল্লেখ করতে শোনা গেলো নাজম শেঠিকে। তিনি বলেন, “আমরাও তো বলতে পারি যে আমরা আপনাদের ওখানে খেলতে পারবো না। আপনাদের সুরক্ষা ব্যবস্থাকে আমরা যথেষ্ঠ মনে করি না। আপনাদের সুরেই কথা বলছি। তাহলে যে মডেল আমরা বলেছি সেটাই হোক। আপনাদের আসতে হবে না। আমরাও যাবো না। আপনারা আমাদের বিরুদ্ধে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলুন। আমরাও তাই খেলবো।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *