LLC 2023: কাতারে চলছে লেজেন্ডস লীগ ক্রিকেট। বিশ্ব ক্রিকেটের বিগত বছরের কিংবদন্তীরা ফের একবার ফিরেছেন ক্রিকেটের ময়দানে। প্রিয় তারকাদের ব্যাট-বলের লড়াইতে মাততে দেখে মাতোয়ারা ফ্যানেরাও। ভরে উঠছে দোহার গ্যালারি। টুর্নামেন্টে অংশ নিয়েছে তিনটি দল। ভারতীয় প্রাক্তনীদের নিয়ে গঠিত ইন্ডিয়া মহারাজাস। উপমহাদেশের বাকি ক্রিকেট খেলিয়ে দেশের কিংবদন্তীদের নিয়ে গড়া এশিয়া লায়ন্স এবং এশিয়ার বাইরে যেসব ক্রিকেটখেলিয়ে দেশ রয়েছে, তাদের কিংবদন্তীদের নিয়ে গড়া ওয়ার্ল্ড জায়ান্টস।
তারকার ভীড় রয়েছে প্রতিটি দলেই। ইন্ডিয়া মহারাজাসের জার্সিতে মাঠে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর, ইরফান পাঠান, সুরেশ রায়না (Suresh Raina), হরভজন সিংদের (Harbhajan Singh)। এশিয়া লায়ন্সের হয়ে খেলছে পাকিস্তানের শাহীদ আফ্রিদি (Shahid Afridi), শোয়েব আখতার, মিসবা উল হক (Misbah Ul Haq)। রয়েছে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানও। ওয়ার্ল্ড জায়ান্টস-এর স্কোয়াডে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, ব্রেট লি’র মত তারকা। রয়েছেন ইউনিভার্স বস ক্রিস গেইল’ও (Chris Gayle)। সবমিলিয়ে এই টুর্নামেন্টকে চাঁচের হাট বললে বিন্দুমাত্র অত্যুক্তি করা হয় না। ক্রিকেটপ্রেমীদের বিনোদনের চাহিদা সুদে-আসলে মেটাচ্ছেন ক্রিকেট কিংবদন্তীরা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
টুর্নামেন্টে শুরুটা বিশেষ ভালো করতে পারেনি ইন্ডিয়া মহারাজাস। প্রথম দুই ম্যাচে যথাক্রমে এশিয়া লায়ন্স এবং ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে ৯ রান এবং ২ রানে ম্যাচ হারেন গম্ভীড়, রায়না’রা। খেতাবের লড়াইতে ফিরতে গেলে তৃতীয় ম্যাচে জিততেই হত তাদের। এশিয়া লায়ন্সকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে প্রত্যাবর্তনের লড়াই শুরু করলো তারা। ব্যাট হাতে তফাত গড়ে দিলেন গম্ভীর এবং উথাপ্পার জুটি। বোলিং এবং ফিল্ডিং-এ চনমনে দেখালো ভারতীয় তারকাদের। দুর্দান্ত ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দী করে বাহবা কুড়িয়ে নিলেন ইরফান পাঠান।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বাজপাখির ক্ষিপ্রতায় ক্যাচ ধরলেন ইরফান পাঠান-

লেজেন্ডস লীগ ক্রিকেটে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো ইন্ডিয়া মহারাজাস (IMR)। টিকে থাকতে গেলে এশিয়া লায়ন্সকে (AL) হারাতেই হত ইন্ডিয়া মহারাজাসকে। দুই ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং রবিন উথাপ্পার (Robin Uthappa) ব্যাটে লড়াইটা অনেক সহজ হয়ে গেলো তাদের পক্ষে। সোহেল তনবীর (Sohail Tanvir), আবদুর রাজ্জাক (Abdur Razzaq), শোয়েব আখতার (Shoaib Akhtar), মহম্মদ আমির-একের পর এক বড় নাম ছিলো এশিয়া লায়ন্সের বোলিং আক্রমণে। তাঁদের দোহার মাঠে ভয়ঙ্কর হয়ে ওঠার কোনো সুযোগ দিলেন না গম্ভীর ও উথাপ্পা।
প্রথম দুই ম্যাচে অর্ধশতক করেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু দলকে জেতাতে পারেন নি। তৃতীয় ম্যাচেও পঞ্চাশের গণ্ডী পেরোলেন তিনি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েল অধিনায়ক। ৬১ রানের চমকপ্রদ ইনিংস খেললেন তিনি। অপরপ্রান্তে ঝড় তূলতে দেখা গেলো রবিন উথাপ্পাকেও। ৩৯ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন উথাপ্পা। একসময় কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি গায়ে গম্ভীর ও উথাপ্পা (Robin Uthappa) জুটি বহু ম্যাচ জিতিয়েছেন। ইন্ডিয়া মহারাজাসের হয়ে গতকাল সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা। মাত্র ১২.৩ ওভারেই জয়সূচক রান তুলে ফেলেন তাঁরা।
দুই ওপেনিং ব্যাটারের পাশাপাশি কাল বোলাররাও ভালো প্রদর্শন করেন এশিয়া লায়ন্সের (AL) বিরুদ্ধে। ২ উইকেট নেন সুরেশ রায়না। উইকেট পান প্রবীন তাম্বে, হরভজন সিং’ও। উইকেটের ঝুলি না ভরলেও ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে প্রতিপক্ষকে বেঁধে রাখলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তবে বোলিং নয়, গতকালের পর ফিল্ডিং-এর জন্যই ইরফান (Irfan Pathan) রয়েছেন সমাজ মাধ্যমের চর্চায়। তখন বোলিং করছিলেন স্টুয়ার্ট বিনি। উপুল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশানের (Tilakaratne Dilshan) ওপেনিং জুটি ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলো এশিয়া লায়ন্সের (AL) ইনিংস। বিনির বলে কাট মারেন দিলশান। পয়েন্টে দাঁড়ানো পাঠান ডানদিকে ঝাঁপিয়ে বল তালুবন্দী করেন। ক্যাচ লুফে আধশোয়া হয়ে যে ভঙ্গীতে সেলিব্রেশন করলেন তা করতে দেখা যায় ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। খেলা ছাড়ার পরেও পাঠানের ফিটনেসের তারিফ করেছেন নেটিজেনরা।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
দেখে নিন ভিডিও-
Pathan Show 😍@VisitQatar @IrfanPathan @IndMaharajasLLC #LegendsLeagueCricket #SkyexchnetLLCMasters #LLCT20 #YahanSabBossHain #ALvsIM pic.twitter.com/RR5FMk3FAq
— Legends League Cricket (@llct20) March 14, 2023