kohli-to-lead-india-in-t20-world-cup

চলছে আইপিএল (IPL)। ভারতে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মিটলেই বেজে উঠবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দামামা। ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। এবারের টি-২০ বিশ্বকাপে আয়োজিত হচ্ছে নতুন ফর্ম্যাটে। ২০টি দল থাকছে মূল প্রতিযোগিতাতে। তাদের চারটি গ্রুপে ভাগ করে আয়োজিত হচ্ছে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। ভারতের জায়গা হয়েছে গ্রুপ-এ’তে। সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। এগারো বছর কোনো আইসিসি ট্রফি নেই ভারতের ঝুলিতে। এবার তাই টি-২০ বিশ্বকাপই (T20 World Cup) পাখির চোখ দলের।

২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর থেকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে বিস্তর পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছে ভারতীয় দল। সিনিয়রদের বিশ্রাম দিয়ে সুযোগ দিয়ে দেখা হয়েছে একঝাঁক তরুণকে। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের মেলে ধরেছেন আন্তর্জাতিক আঙিনায়। সেই নতুন মুখদের অনেককে টি-২০ বিশ্বকাপের দলে রাখা হতে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক মেলভবন্ধনের সন্ধানেই রয়েছে অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। আশা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই দল ঘোষণা করবে বোর্ড। নেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে কে উঠবেন তা নিয়ে রয়েছে ধাঁধা। হঠাৎ’ই হাওয়ায় ভাসছে বিরাট কোহলির (Virat Kohli) নাম।

Read More: “মাতালের নেশা কেটেছে…” সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ট্রোলের মুখে রবি শাস্ত্রী !!

T20 বিশ্বকাপে রোহিতের বদলে নেতা বিরাট?

Virat Kohli and Rohit Sharma | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

২০২১ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই ভারতীয় দলের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চেয়েছিলেন কেবল ওডিআই ও টেস্টে অধিনায়কত্ব করতে। তৎকালীন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সাদা বলের দুই ফর্ম্যাটে দুই আলাদা অধিনায়ক চান নি। তাই ওডিআই থেকেও কোহলিকে সরিয়ে রোহিতকে (Rohit Sharma) অধিনায়ক ঘোষণা করা হয়। ক্ষুব্ধ বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে লাল বলের ফর্ম্যাটেও নেতার আসন থেকে সরে যান। এরপর তিন ফর্ম্যাটেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রোহিত শর্মা’র নাম। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের আগে কি ফের নেতৃত্ব ফিরে পাচ্ছেন কোহলি? রোহিতকে সরিয়ে দিচ্ছে বোর্ড? হঠাৎ’ই শুরু হয়েছে জল্পনা।

আদতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস (Star Sports) যে প্রোমো ভিডিও প্রকাশ করেছে আসন্ন টুর্নামেন্ট নিয়ে, সেখানে রোহিতের চেয়ে অনেক বেশীক্ষণ দেখা গিয়েছে বিরাট কোহলিকে। তাতেই অনেকের ধারণা জন্মেছে যে ফের হয়ত ভারতীয় দলের নেতৃত্বে ফিরতে চলেছেন বিরাটই। যদিও এই দাবীর কোনোরকম ভিত্তি আপাতত মেলে নি বোর্ড। বরং রোহিত শর্মাই (Rohit Sharma) যে টি-২০ বিশ্বকাপে দলের নেতা থাকছেন তা এক অনুষ্ঠানে স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ (Jay Shah)। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা। তবে ভারতের নেতা হিসেবে টি-২০ বিশ্বকাপ জিততে তিনি যে মুখিয়ে রয়েছেন তা স্পষ্ট করেছেন হিটম্যান’ও।

৫ জুন প্রথম ম্যাচ খেলবে ভারত-

Indian Cricket Team | T20 World Cup | Image: Getty Images
Team India | Image: Getty Images

২০২৪-এর জানুয়ারি মাসেই টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সূচি প্রকাশ করে দিয়েছিলো আয়োজক সংস্থা আইসিসি। প্রতিযোগিতা ১ জুন থেকে শুরু হলেও ভারত প্রথম ম্যাচ খেলতে চলেছে ৫ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারপরেই রয়েছে মহারণ। আমেরিকার নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে সম্মুখসমরে দুই উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বী-ভারত ও পাকিস্তান (IND vs AUS)। এই ম্যাচের জন্যই একটি ঝাঁ চকচকে নতুন স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে বিগ অ্যাপলের উপকন্ঠে। ৩৪০০০ আসনবিশিষ্ট স্টেডিয়ামের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যে কাজের অগ্রগতির ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে আইসিসি।

১২ জুন ভারতের ম্যাচ রয়েছে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ১৫ তারিখ গ্রুপে ভারত শেষ ম্যাচটি খেলবে কানাডার বিপক্ষে। এই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে পরের পর্বে। চারটি গ্রুপ থেকে মোট আট দল দ্বিতীয় পর্বে পৌঁছবে। তাদের ফের চার দলের দুটি গ্রুপে ভাগ করা হবে। লীগ পদ্ধতিতে প্রতিটি দল গ্রুপের বাকি তিন দলের মুখোমুখি হবে। পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা দুই শিবির পৌঁছবে সেমিফাইনালে। শেষ চারের বাধা টপকাতে পারলেন অংশ নেওয়া যাবে খেতাবী দ্বৈরথে। সংবাদমাধ্যম সূত্রে খবর আইপিএলের লীগ পর্ব মিটলেই যে ভারতীয় ক্রিকেটাররা প্লে-অফে খেলবেন না তাঁদের একটি দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সারতে।

Also Read: বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *