রাতারাতি রদবদল ভারতীয় দলে, রওনা দিচ্ছেন KL রাহুল !! 1

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। টিম ইন্ডিয়া (Team India) এখনও অবধি নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলে ফেলেছে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ। মসৃণ ছন্দে এগিয়েছে ভারতীয় দলের জয়রথ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের (IRE) বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (PAK)। রুদ্ধশ্বাস থ্রিলারে শেষ অবধি সাফল্য এসেছে ৬ রানের ব্যবধানে।

তৃতীয় ম্যাচে আয়োজক দেশ আমেরিকার (USA) বিরুদ্ধেও জিতেছে ভারত। টসজয়ী রোহিত প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মার্কিন দলকে। দারুণ পারফর্ম্যান্স করেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া ১১১ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়েই টপকে যায় ‘মেন ইন ব্লু।’ বোলিং বিভাগের সাফল্যের মাঝে কাঁটার মত বিঁধছে ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) ব্যর্থতা। বিকল্প হিসেবে  কে এল রাহুলকে (KL Rahul) ভেবে দেখার অনুরোধ আসছে ক্রিকেটমহল থেকে।

Read More: ব্রেকিং নিউজ: আমেরিকার বিরুদ্ধে ম্যাচেই দল থেকে ‘ভ্যানিশ’ এই ভারতীয় ক্রিকেটার, জারি হলো নিখোঁজ সংবাদ !!

 T20 বিশ্বকাপে কোহলির বিকল্প কে এল রাহুল?

Virat Kohli | T20 World Cup | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

চলতি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলির  (Virat Kohli) অফ-ফর্ম। তাঁকে নিয়ে প্রত্যাশা অনেক ছিলো অনুরাগীদের। কিন্তু এখনও পর্যন্ত সেই মাণদণ্ডে উত্তীর্ণ হতে পারেন নি তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কোহলি করেন ১ রান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম বলে চার মেরেছিলেন। কিন্তু তারপরেই ছন্দপতন। কাট মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন। ফেরেন ৪ রানেই। এরপর আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খাতাই খুলতে পারেন নি তিনি। সৌরভ নেত্রাভালকারের বলে খোঁচা দিয়ে বসেন উইকেটরক্ষক আন্দ্রিয়াস গাউসের হাতে। টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) কেরিয়ারে প্রথমবার আউট হন শূন্য করে।

বিরাটের ব্যাটে টানা ব্যর্থতার কারণে উঠছে তাঁকে বাদ দেওয়ার দাবী। অনেকেই বলছেন সুপার এইট পর্বে তাঁর আদর্শ বদলি হতে পারতেন কে এল রাহুল। এবারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচগুলিতে কঠিন পিচের মুখোমুখি হতে হচ্ছে ব্যাটারদের। বিশেষজ্ঞদের ধারণা রাহুলের মত ধৈর্য্যশীল, দক্ষ ব্যাটার এইসব বাইশ গজে সাফল্য পেতে পারতেন। ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পর দেশের হয়ে ক্ষুদ্রতম ফর্ম্যাটে আর মাঠে নামা হয় নি রাহুলের (KL Rahul)। কর্ণাটকের ক্রিকেটার এবারের আইপিএলে (IPL) ১৪ ম্যাচে ৫২০ রান করেছেন। উইকেটরক্ষক হিসেবে নিয়েছেন ১৫টি ক্যাচ ও করেছেন ২টি স্টাম্পিং। তবুও টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয় নি তাঁকে। একমাত্র আপৎকালীন পরিস্থিতিতে যদি কোচ বা অধিনায়ক চান রাহুলকে, তাহলে বিরাটের বদলে দলের সাথে যোগ দিতে পারেন তিনি।

বুমরাহকে ‘জাতীয় সম্পদ’ বলছেন রাহুল-

Jasprit Bumrah | T20 World Cup | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বল হাতে জাদু দেখাচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১১৯ রানের পুঁজি রক্ষারও অন্যতম নায়ক তিনিই। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সাজঘরে ফেরান বাবর আজম, মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও ইফতিকার আহমেদকে। ম্যাচের ১৯তম ওভারে ইফতিকারের উইকেট তোলার পাশাপাশি মাত্র ৩ রান খরচ করেন তিনি। যা মোড় ঘুরিয়ে দেয় খেলার। দুটি ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন তিনি। তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছে ক্রিকেটজনতা।

একই পথে হাঁটলেন জাতীয় দলে বুমরাহ’র সতীর্থ কে এল রাহুল (KL Rahul)। সম্প্রতি একটি পানীয় সংস্থার একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে টাইমস নাও’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বুমরাহ বিক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, “ও একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। যবে থেকে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট ও খেলছে, ঠিক তবে থেকেই নিজেকে প্রমাণ করে চলেছে। নির্দ্বিধায় ওকে জাতীয় সম্পদ বলা যেতে পারে। দলের জন্য ও যা করে, তেমনটা দীর্ঘ সময় ধরে অন্য কেউ করে দেখাতে পারে নি। আমি জানি ও নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে মুখিয়ে আছে।” টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) টিম ইন্ডিয়ার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন রাহুল।

Also Read: “বাপ কা…দাদা কা…” দেশের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাবে পাকিস্তান, ICC-র সাথে মিলে ছক সাজাচ্ছে PCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *