IPL 2023: “ভরসা রাখলে সাফল্য আসবেই…” ইডেনে ম্যাচের সেরা হয়ে বললেন যশস্বী জয়সওয়াল !! 1

IPL 2023: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। পয়েন্টের নিরিখে একই বিন্দুতে ছিলো দুই দল। কেবল রান রেটের হিসেবে এক ধাপ উপরে জায়গা ধরে রেখেছিলো রাজস্থান। তবে সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে নাইট শিবিরকেই ম্যাচে ফেভারিট তকমা দিচ্ছলেন বিশেষজ্ঞরা। তবে ক্রিকেটে পরিসংখ্যান যে সম্পূর্ণ চিত্র তুলে ধরে না তা আজও দেখা গেলো ইডেনে। রাজস্থানের সামনে খড়কুটোর মত স্রেফ উড়ে গেলো নীতিশ রানার দল। ৪১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিলো রাজস্থান। ১২ পয়েন্টে পৌঁছে লীগতালিকার তৃতীয় স্থানে উঠে এলেন সঞ্জু স্যামসন’রা। অন্যদিকে কলকাতার প্লে-অফ ভবিষ্যতের সামনে দেখা দিলো প্রশ্নচিহ্ন।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কলকাতার ওপেনিং জুটিকে দ্রুত ফিরিয়ে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ আউট হওয়ার পর নীতিশ রানার সাথে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্রতী হন ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক রানা ২২ রানের মাথায় আউট হলেও লড়লেন আইয়ার। তাঁর ব্যাট থেকে এলো ৫৭ রানের ইনিংস। লোয়ার অর্ডারে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং রানের মুখ না দেখায় কলকাতার বড় রানের স্বপ্ন আর পূরণ হয় নি আজ।  ২০ ওভারে ১৪৯ রানের বেশী এগোতে পারে নি তারা। বোল্টের জোড়া উইকেটের পাশাপাশি ৪ উইকেট নিয়ে নাইটদের ব্যাকফুটে পাঠান যুজবেন্দ্র চাহাল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রান তাড়া করতে নেমে দ্রুতগতিতে গাড়ি ছোটালো রাজস্থান। প্রথম বলেই ছক্কা হাঁকান যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় বলটিও উড়ে যায় বাউন্ডারির বাইরে। আজ যে ব্যাট হাতে তাণ্ডব করতেই নেমেছেন সেই আভাস শুরুতেই দিয়েছিলেন যশস্বী। জস বাটলার রান আউট হলেও বিন্দুমাত্র অভাব পড়ে নি খেলায়। সঞ্জু স্যামসনের সাথে জুটি বেঁধে রাজস্থানকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে চলেন বছর একুশের তরুণ। শেষমেশ ৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন যশস্বী। অপর প্রান্তে সঞ্জু সংগ্রহ ৪৮* রান। অনবদ্য ইনিংসের জন্য আজকের ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হলো যশস্বী জয়সওয়ালকেই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘IPL’কে ধন্যবাদ…’ ম্যাচ শেষে বলছেন বিহ্বল যশস্বী-

KKR vs RR | IPL 2023 | image: twitter
Youngster Yashasvi Jaiswal played a phenomenal knock to guide RR to a victory against KKR

দিল্লীর বিরুদ্ধে ৭৭, মুম্বইয়ের বিরুদ্ধে ১২৪। প্রশ্ংসা অর্জনের জন্য যথেষ্ট ছিলো এই দুই ইনিংসই। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রাচীনতম মাঠকেও আজ নিজেদের ক্রিকেট লেগ্যাসির অংশ করে নিলেন যশস্বী। নাইট বোলারদের যথেচ্ছ পিটিয়ে গড়ে ফেললেন নতুন রেকর্ড। ৬,৬,৪,৪,২,৪- মোট ২৬ রান এলো নীতিশ রানার প্রথম ওভার থেকে। এর পরের সাত বলে যশস্বীর ব্যাট থেকে এলো যথাক্রমে ১,৪,৬,৪,৪,৪ এবং ১। মাত্র ১৩ বলে অর্ধশতক করে আউপিএলে দ্রুততম অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে নিলেন তরুণ ব্যাটার। দ্বিতীয় শতরান থেকে মাত্র দুই রান দূরে থামলেও অনবদ্য ইনিংসের কৃতিত্ব বিন্দুমাত্র খাটো হচ্ছে না তাতে। ম্যাচ জিতিয়ে যশস্বীর মন্তব্য, “মাঠে গিয়ে ভালো খেলতে হবে, এটাই চলে সবসময় আমার মাথায়।”

ব্যাট হাতে গোটা বিশ্বকে নিজের ফ্যান বানিয়েছেন তিনি। আজকের ইনিংসের পর ভারতের ভবিষ্যত বলা হচ্ছে তাঁকে। আর যশস্বী নিজে বলছেন, “আজ অনুভূতিটা বেশ ভালো ছিলো। যা চাইবো সেটাই হবে এমনটা তো আর সম্ভব নয়। আমি ভালো করে প্রস্তুতি সারি এবং নিজের ওপর আস্থা রাখি। আমি জানি সাফল্য আসবেই।” উইনিং স্ট্রোক যশস্বীকেই মারার সুযোগ দেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৯৪তে দাঁড়িয়ে থাকা যশস্বীকে বলেন ছক্কা মেরে শতরানের প্রচেষ্টা করতে। বিষয়টি সম্পর্কে তরুণ ক্রিকেটারের বক্তব্য, “উইনিং শট মারাটা একটা অসাধারণ অনুভূতি। আমি চেয়েছিলাম ম্যাচটা শেষ করে আসতে। জেতাই একমাত্র লক্ষ্য ছিলো। আমি কৃতজ্ঞ।” শতরান থেকে দুই রান দূরে থেমে যাওয়ার আক্ষেপ রয়েছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করছি।”

আজকের ম্যাচে ১৩.১ ওভারে জয় হাসিল করে নিয়েছে রাজস্থান। ঝড়ের বেগে খেলা শেষ করার কারণ জানালেন যশস্বী। তিনি বলেন, “আজ আমাদের ভাবনায় ছিলো কেবল রান রেট বাড়ানোর বিষয়টি। আমি আর সঞ্জু কেবল দ্রুত ম্যাচ শেষ করার কথাই আলোচনা করছিলাম।” যশস্বীর সাথে ভুলবোঝাবুঝিতেই রান আউট হন জস বাটলার। সেই বিষয়ে তরুণ ক্রিকেটার জানান, “আমি মনে করি এগুলো খেলার অঙ্গ। তবে এইসব ঘটনা আমাকে আরও দায়িত্বশীল বানায়। বাধ্য করে আগামীতে আরও ভালো করার।” ইনিংসে প্রতিপদে পাশে পেয়েছেন অধিনায়ককে। স্বীকার করে নিয়েছেন যশস্বী। বলেন্, “সঞ্জুভাই এসে আমায় বলেছিলো নিজের ছন্দে খেলতে। রান আউটের কথা না ভাবতে।” আইপিএলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। “আইপিএলের কাছেও আমি কৃতজ্ঞ, এখানে আমার মত তরুণরা এসে পারফর্ম করতে পারে। আমাদের মত খেলোয়াড়দের স্বপ্নপূরণের একটা মঞ্চ দেয় আইপিএল।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *