IPL 2023: অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। ৬৭তম লীগ ম্যাচের মাহাত্ম্য দুই দলের কাছে সম্পূর্ণ আলাদা। ইতিমধ্যেই টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছে দিল্লী। ঘরের মাঠে শেষ ম্যাচে জয় চাইছে তারা। অন্যদিকে চেন্নাইয়ের কাছে এই ম্যাচ মরণবাঁচন। চিপকে নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতলে সুযোগ ছিলো প্লে-অফে পৌঁছে যাওয়ার। সেদিন সেই সুযোগ মাঠেই ফেলে এসেছেন ধোনি ও তাঁর সতীর্থরা। আজ দিল্লীকে হারালে তাদের সামনে খুলবে শেষ চারের দরজা। হারলে অপেক্ষা করে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে। নিজেদের ভাগ্য অন্যের হাতে তুলে দিতে চান না ধোনিরা। ফলে জয়ই আজ একমাত্র লক্ষ্য তাঁদের।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক ধোনির সিদ্ধান্তের মর্যাদা দিয়েছেন তাঁর দলের ব্যাটাররা। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড় ১৪১ রানের জুটি গড়েন। ঋতুরাজ করেন ৫০ বলে ৭২ রান। কনওয়ের ব্যাট থেকে এলো ৮৭ রানের ইনিংস। তিন নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবেও। ৯ বলে করেন ২২ রান। শেষে রবীন্দ্র জাদেজার ৭ বলে ২০* ক্যামিও চেন্নাইকে আজ পৌঁছে দেয় ২২৩ রানে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লী। পৃথ্বী শ ফেরার পর অধিনায়ক ওয়ার্নারের ব্যাটে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে দিল্লী ক্যাপিটালস। হাড্ডাহাড্ডি ম্যাচের টেনশনের মধ্যেই পরিস্থিতিকে হাল্কা করলো একটি মজার মুহূর্ত। স্নায়ুর যুদ্ধে জড়িয়ে দর্শকদের বিনোদনের খোরাক যোগালেন ডেভিড ওয়ার্নার এবং রবীন্দ্র জাদেজা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দিল্লীতে জাদেজাকে নকল করলেন ওয়ার্নার-

২২৪ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমেছে দিল্লী ক্যাপিটালস। এই মরসুমে এত রান কখনও করে নি দিল্লী। বরং তাদের ব্যাটিং’ই বারবার তাদের দুর্বলতা হয়ে ধরা দিয়েছে। দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের বিরুদ্ধে শুরুটাও ভালো করতে পারে নি ক্যাপিটালস শিবির। ৬ ম্যাচ বাইরে থাকার পর দলে ফিরে পাঞ্জাবের বিরুদ্ধে অনবদ্য অর্ধশতরান করেছিলেন পৃথ্বী শ। আজ ফের অফ ফর্মের অন্ধকারে ডুবলেন তিনি। ফিরলেন মাত্র ৫ রান করেই। ফিল সল্টকে সাথে নিয়ে ইনিংস গড়ার প্রচেষ্টায় ছিলেন ওয়ার্নার। কিন্তু আজ পারলেন না সল্টও। এমনকি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ধর্মশালায় বড় ইনিংস খেলে ম্যাচের সেরার পুরষ্কার জেতা রাইলি রুশোর ব্যাট থেকে আজ এলো ১ বলে ০ রান। সব মিলিয়ে বলা চলে ম্যাচে অ্যাডভান্টেজ চেন্নাই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
১২০ বলের টানটান লড়াইয়ের উত্তেজনা খানিক লঘু হলো ডেভিড ওয়ার্নার এবং রবীন্দ্র জাদেজার সৌজন্যে। তখন পঞ্চম ওভার চলছে। দীপক চাহারের তৃতীয় বলে রান নেওয়ার উদ্দেশ্যে দৌড়ান ডেভিড ওয়ার্নার। বল ধরে দ্রুত থ্রো করেন জাদেজা। মরিয়া হয়ে ডাইভ দিয়েছিলেন দিল্লী অধিনায়ক। বল উইকেটে লাগে নি, তবে লাগলে তিনি যে আউট ছিলেন তা ভালোই বুঝেছিলেন ওয়ার্নার। ওভারথ্রোয়ের রান নেওয়ার প্রচেষ্টায় ছিলেন তিনি। তখন বল সংগ্রহ করে ফের একবার উইকেটে ছুঁড়ে মারেন রাহানে। আবার উইকেট ফস্কায় বল। আবার জমা পড়ে জাদেজারই হাতে। ওয়ার্নার তখন ক্রিজ থেকে খানিক বেরিয়ে এসে রান নেওয়ার ভঙ্গি করেন। পালটা বল ছোঁড়ার ভঙ্গিতে দেখা যায় জাদেজাকেও। ছায়াযুদ্ধে পালটা দেন ওয়ার্নার। অর্ধশতক বা শতরান করলে ভারতীয় অলরাউন্ডার যেভাবে তলোয়ারের ভঙ্গিতে ব্যাট ঘোরান, সেভাবেই উদযাপনে মাতেন তিনি। ‘ইমিটেশন’ নাকি ‘গ্রেটেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি’, ওয়ার্নারের কাণ্ড দেখে হেসে ফেলেন স্বয়ং জাদেজাই।
দেখুন ঘটনার ভিডিও-
The mind-games have hit a new high here in Delhi 😃#TATAIPL | #DCvCSK | @imjadeja | @davidwarner31
Watch the Warner 🆚 Jadeja battle here 🎥🔽 pic.twitter.com/o5UF6U2sAY
— IndianPremierLeague (@IPL) May 20, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023