IPL 2023: “মান বাঁচালেন অনুজ…” রাজস্থানের বিরুদ্ধে বেঙ্গালুরুর মিডল অর্ডার নিয়ে সমালোচনার ঝড় সমাজমাধ্যমে !! 1

IPL 2023: সোয়াই মান সিং স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতার নিরিখে দুই রয়্যাল দলের লড়াই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থান এবং বেঙ্গালুরু, দুই দলই রয়েছে শেষ চারের দৌড়ে। আজ একটা জয় তাদের অনেকখানি এগিয়ে দিতে পারে লক্ষ্যের দিকে। পরপর কিছু ম্যাচে হারের পর কলকাতাকে ইডেন গার্ডেন্সে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে রাজস্থান। ৯ উইকেটে সেই জইয়ের পরে লীগ তালিকায় চার নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে খানিক ব্যাকফুটে বেঙ্গালুরু। আজ জিতে লীগ তালিকায় ওপরের দিকে ওঠার চেষ্টায় তারা।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। চলতি মরসুমে বারবার বেঙ্গালুরু দলের ত্রাতা হয়ে উঠেছেন দু প্লেসি এবং বিরাট কোহলি। তাঁদের ওপেনিং জুটি আজ ভাঙলো ৫০ রানের মাথায়। ফের একবার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ হলেন কোহলি। ১৯ বলে ১৮ রান করেন তিনি। কটাক্ষ করে এক নেটনাগরিক বলেছেন, “কোহলিকে বরং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেবল ফিল্ডিং করানো হোক।” চলতি মরসুমে মাঠে বারবার আগ্রাসী ভঙ্গীতে দেখা গিয়েছে কোহলিকে। বিরাটের সমালোচনা করে একজন লেখেন, “আগ্রাসনটা ব্যাটিং-এর সময় দেখালেন চালো হত।”

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

ডেথ ওভারে ঝড় তুলে নায়ক অনুজ-

RR vs RCB | IPL 2023| image: twitter
Virat Kohli failed once again against RR at Sawai Mansingh Stadium

কোহলি দ্রুত আউট হওয়ার পর বেঙ্গালুরুর ইনিংসকে আজ টানলেন ফাফ দু প্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেই অর্ধশতরান করলেন আজ। আগের দিন মুম্বইয়ের বিরুদ্ধেও জোড়া অর্ধশতক ছিলো দুজনের। ম্যাক্সওয়েলের নানাবিধ শটের প্রদর্শনী দেখে এক মুগ্ধ ক্রিকেট অনুরাগী ট্যুইটারের দেওয়ালে লিখেছেন, “অজি অলরাউন্ডারের ব্যাটিং দেখে মন ভরে যায়।” আরেক নেটনাগরিকের বক্তব্য, “বিনোদন কি করে দিতে হয়, তা জানেন ম্যাক্সওয়েল।” অর্ধশতরান করে শুভেচ্ছা কুড়িয়েছেন দু প্লেসিও। আজ আইপিএল কেরিয়ারের ১৬তম শূন্য করে লজ্জার রেকর্ড গড়লেন দীনেশ কার্তিক। প্রতিযোগিতার সর্বোচ্চ শূন্য রানের যুগ্ম মালিক এখন তিনি। শ্লেষাত্মক নানা কথাবার্তা ভেসে এসেছে তাঁর উদ্দেশ্যেও।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

মিডল অর্ডার নিয়ে চলতি মরসুমে বারবার কটাক্ষ শুনতে হয়েছে বেঙ্গালুরুকে। ব্যতিক্রম হলো না আজও। মহীপাল লোমরোর করলেন ১। কার্তিক আউট হলেন ০ রান করে, মাইকেল ব্রেসওয়েল করেন ৯ বলে ৯ রান। মরুভূমির মধ্যে মরুদ্যানের মত জেগে রইলো অনুজ রাওয়াতের ইনিংসটি। ১১ বলে ২৯ রান করে তিনি দলকে ১৭২ রানে পৌঁছে দিলেন। ডেথ ওভারে রাওয়াতের আগুনে ইনিংসটি দেখে মোহিত নেটজনতা। ‘মান বাঁচালেন অনুজ’ লিখেছেন একজন। ‘অবশেষে বেঙ্গালুরুর কেউ মিডল অর্ডারে রান পেলেন’, লিখেছেন আরেক আরসিবি ভক্ত।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

https://twitter.com/Sportscasmm/status/1657711208328462338?s=20

https://twitter.com/Sportscasmm/status/1657711586377883648?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *