IPL 2023: “ওয়ান ম্যান আর্মি…” মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য শতরান করে নেটমাধ্যমের চর্চায় যশস্বী জয়সওয়াল !! 1

IPL 2023: দেখতে দেখতে ১০০০ ম্যাচ পেরিয়ে এলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিলো আজ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে তা ছুঁলো এক হাজারের মাইলস্টোন। নয়া এক পালক যুক্ত হলো আইপিএলের মুকুটে। ‘ইনক্রেডিবল প্রিমিয়ার লীগ’কে নেটমাধ্যমে শুভেচ্ছায় ভরিয়েছেন ক্রিকেট অনুরাগী জনতা। টি-২০ ক্রিকেটের প্রসারে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথপ্রদর্শন হিসেবে যে অবদান রেখেছে আইপিএল, তাকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই। ১০০০তম ম্যাচে টসে জিতে প্রথমে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

ওয়াংখেড়েতে সচরাচর প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে দেখা যায় না অধিনায়কদের। আজ সঞ্জুর সাহসী সিদ্ধান্তে চমকাতে দেখা গিয়েছিলো নেটনাগরিকদের। তবে গত ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাইকে হারানোয় সেই স্ট্র্যাটেজি থেকে আজও যে সরেন ই সঞ্জু সেই ব্যপারে একমত সোশ্যাল মিডিয়া। বাটলারের সাথে আজও ওপেন করতে মাঠে নামেন যশস্বী জয়সওয়াল। গত মরসুমের ‘অরেঞ্জ ক্যাপ’ বিজেতা জস বাটলার চলতি বছরটাও দারুণভাবে শুরু করেছিলেন। কিন্তু গত কয়েকটি ম্যাচে আচমকাই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না তাঁকে। স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক নয়, বরং বেশ রক্ষণাত্মক লাগছে তাঁকে। আজকেও ১৯ বলে ১৭ রান করলেন ইংল্যান্ড তারকা। “বাটলারের হলো টা কি?” উদ্বিগ্ন প্রশ্ন এক নেটনাগরিকের।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

যশ আজ অর্জন করে নিলেন যশস্বী-

MI vs RR | IPL 2023 | image: twitter
Yashasvi Jaiswal stole the show at Wankhede and scored a phenomenal century against MI

যশস্বী জয়সওয়াল, বয়স মাত্র একুশ। জন্ম, বেড়ে ওঠা মুম্বইতে। ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। তাঁর প্রতিভার সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ আগেই হয়েছিলো ক্রিকেটদুনিয়ার। কিন্তু চলতি আইপিএলে তিনি তাঁর প্রতিভার ইস্পাতে শান দিয়ে যে শানিত ফলাটি পেশ করেছেন বাইশ গজে তাতে ফালা ফালা হয়ে যাচ্ছেন প্রতিপক্ষ বোলাররা। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেছিলেন ৭৭ রান। আর আজ পেরিয়ে গেলেন শতকের গণ্ডী। ওয়াংখেড়েতে ক্রিকেট খেলেই বড় হয়েছেন তিনি। মাঠের প্রতিটি ঘাস তাঁর পরিচিত। চেনা মাঠে আগুনে ইনিংস খেললেন তিনি। আঠারোতম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। সেখানেই থামেন নি বছর একুশের ক্রিকেটার। সেই ওভারের পরের বলটিকেই আবার পাঠান বাউন্ডারির বাইরে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করলেন তিনি। ২১ বছর ১২৩ দিনে পেরোলেন তিন অঙ্কের গণ্ডী। রেকর্ড গড়া নবীন প্রতিভাকে উচ্ছ্বসিত সমাজমাধ্যম। “ভারতীয় দলের ভবিষ্যৎ সুরক্ষিত” লিখেছে আনন্দে উদ্বেল এক নেটনাগরিক। “হাজারতম ম্যাচকে স্মরণীয় করে তোলার জন্য ধন্যবাদ” উক্তি আরেকজনের। সোশ্যাল মিডিয়া, গ্ল্যামারের যুগেও বিশেষ লাইমলাইটে থাকা পছন্দ করেন না যশস্বী। আগের দিন ম্যাচের সেরা হয়ে বলেছিলেন, “আমি নিজের খেলার উন্নতি করতে চাই। শেখার জন্য প্রতিনিয়ত সিনিয়রদের সাথে কথা বলি।” যশস্বীকে ফোকাস ধরে রেখে কেরিয়ারের আগামী পর্বের জন্য এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে নেটজনতা। সাথে জুটেছে অকুন্ঠ ভালোবাসা। ১৫ চার ও ৯ ছক্কার সাহায্যে বাঁ-হাতি ব্যাটার আজ ৬২ বলে করলেন ১২৪ রান। যশস্বীর ইনিংসকে ব্যাখ্যা করতে গিয়ে আজ ভাষা হারিয়েছে সমাজমাধ্যম।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

https://twitter.com/BeingTeJan/status/1652703907632803841?s=20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *