IPL 2023: “একটি তারার জন্ম…” দিল্লীর বিরুদ্ধে শতরান করে নেটমাধ্যমের শুভেচ্ছা কুড়োচ্ছেন প্রভসিমরণ সিং !! 1

IPL 2023: অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। ১১ ম্যাচের মধ্যে ৭টিতে ইতিমধ্যেই হেরেছে দিল্লী। প্লে-অফের যোগ্যতা অর্জনের স্বপ্ন এখন মরীচিকার মত তাদের কাছে। চেন্নাইয়ের বিরুদ্ধে আগের ম্যাচে হারতে হয়েছে ডেভিড ওয়ার্নারদের। আজ পাঞ্জাবের বিরুদ্ধে জিতে মানরক্ষার প্রচেষ্টায় তারা। অন্যদিকে পাঞ্জাবের ফর্মের গ্রাফ ক্রমাগত ওঠানামা করছে গোটা টুর্নামেন্ট জুড়েই। শুরুটা ভালোই করেছিলো তারা। এরপর কখনও জয় আবার কখনও হার। ১১ ম্যাচে পাঁচ জয় নিয়ে বর্তমানে আট নম্বরে রয়েছে তারা। যদিও আজ জিতলে পাঞ্জাবের সামনে সুযোগ আছে ফের একবার প্লে-অফের দৌড়ে সামিল হওয়ার। আজকের ম্যাচে তাই সর্বস্ব দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছে শিখর ধাওয়ানের দল।

টসে জিতে প্রথমে প্রতিপক্ষকেই ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন দিল্লী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। চোট সারিয়ে ফেরার পর থেকে শিখর ধাওয়ানের ফর্ম বেশ নড়বড়ে। আজকেও ব্যাট হাতে সুবিধা করে উঠতে পারলেন না তিনি। ৭ রানেই ফিরে যান সাজঘরে। লিভিংস্টোন, জিতেশ শর্মা, স্যাম কারান-ব্যর্থতার তালিকায় আজ অনেকগুলো নাম। ঈশান্ত, অক্ষর, প্রবীন দুবেদের বোলিং-এর সামনে একটা সময় রীতিমত হিমশিম খাচ্ছিলো পাঞ্জাব ব্যাটিং। কিন্তু কোটলার বাইশ গজে সিংহ বিক্রমে ব্যাট করলেন এক তরুণ। ওপেনার প্রভসিমরণ সিং গোটা টুর্নামেন্টেই বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন। কিন্তু আজ পূর্বের সব পারফর্ম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। অনবদ্য শতরান করে নেটদুনিয়ার কুর্ণিশ আদায় করে নিলেন তরুণ তারকা। সমাজমাধ্যম প্রভসিমরণের ব্যাটিং দেখে বলছে, “আ স্টার ইজ বর্ন।”

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রভসিমরণ-

Prabhsimran Singh | IPL 2023 | image: twitter
Prabhsimran Singh won the Internet with his brilliant century against DC

দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্যাম কারানের। ২৪ বলে ২০ রান করে আউট হয়েছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার। সিকান্দার রাজা (৭ বলে ১১*) ছাড়া বাকিদের কারও রান সংখ্যা দুই অঙ্কের ঘরে পৌঁছায় নি। আজ দিল্লীর বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে এমন হতদ্যম দশাই হতে পারত পাঞ্জাব কিংসের। পড়তে হত লজ্জার সামনে। কিন্তু ২০ ওভারের শেষে তাদের স্কোর পৌঁছালো ১৬৭/৭। লড়াই করার জন্য যা যথেষ্ট। যাঁর চওড়া ব্যাটে মুখরক্ষা হলো পাঞ্জাবের, তিনি বাইশ বর্ষীয় প্রভসিমরণ সিং। ওপেন করতে নেমেছিলেন আজ, একার কাঁধে দলকে টেনে নিয়ে গেলেন শেষ অবধি। ৬৫ বলে ১০৩ রান করে যখন সাজঘরে ফিরছেন তখন মাঠ উপস্থিত দর্শকেরা সকলেই করতালিতে বরণ করে নিলেন আইপিএলের নতুন নায়ককে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দিল্লীর বিরুদ্ধে শতরান করে তারকার মর্যাদা পাচ্ছেন প্রভসিমরণ সিং। ‘আজ প্রভসিমরণ যা ব্যাটিং করলো তা বিখ্যাত ব্যাটাররাও হয়ত করতে পারবেন না’ সমাজমাধ্যমের দেওয়ালে লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। ‘এমন অসাধারণ ব্যাটিং ভাবাও যায় না’, মন্তব্য আরেকজনের। ‘ভারতীয় দলের উজ্জ্বল ভবিষ্যত’, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মার পর ভবিষ্যতের আরেক তারকাকে খুঁজে পেয়েছে সমাজমাধ্যম। দিল্লীর বোলিং’ও আজ কুর্ণিশ আদায় করে নিয়েছে। অভিজ্ঞ ঈশান্ত শর্মার বোলিং মাহাত্ম্য দেখে শুভেচ্ছায় ভরিয়েছেন নেটজনতা।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইট চিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *