IPL 2023: “চেন্নাই ম্যাচ ফিক্সার কিংস…” দিল্লীর বিরুদ্ধে ধোনিদের একপেশে জয়ে গড়াপেটার গন্ধ পাচ্ছে নেটজনতা !! 1

IPL 2023: খেলা শুরুর আগে যুযুধান দুই পক্ষের একটি ছিলো লীগ তালিকার দ্বিতীয় স্থানে। আগামী পর্বে যেতে হলে তাদের জিততেই হত আজকের ম্যাচ। আর অন্য দলও ছিলো দ্বিতীয় স্থানেই। তবে নীচের দিক থেকে। চেন্নাই সুপার কিংসের সামনে যখন সম্ভাবনার বিস্তৃত দিগন্তের হাতছানি ছিলো, ঠিক তখনই দিল্লী ক্যাপিটালসের সামনে চ্যালেঞ্জ ছিলো নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠার। ধর্মশালায় পাঞ্জাব কিংসের প্লে-অফ খেলার স্বপ্ন ধূলিসাৎ করেছিলেন ওয়ার্নাররা। আজ তাঁরা চেন্নাইয়ের পথেও কাঁটা হয়ে দাঁড়াতে পারেন কিনা তা দেখতে উদগ্রীব ছিলো ক্রিকেটজনতা। অরুণ জেটলি স্টেডিয়ামে কুড়ি-বিশের লড়াইতে প্রতিদ্বন্দ্বীতা অবশ্য বিশেষ হলো না। একপেশে ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে সহজেই জিতলো চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ হেরে শেষ চারে জায়গা পাকা করার সুবর্ণ সুযোগ হারিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির দল। আজ দ্বিতীয় প্রচেষ্টায় মোক্ষলাভ হলো তাদের। ৭৭ রানে জিতে গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে চেন্নাই।

চেন্নাইয়ের জয়ে উঠছে গড়াপেটার প্রশ্ন-

DC vs CSK | IPL 2023 | image: Twitter
CSK defeated DC at Arun Jaitley Stadium and qualified for the IPL play-offs

শনিবারের দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো চেন্নাই। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে দুর্দান্ত ওপেনিং জুটি গড়তে দেখা গেলো ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়কে। দলের ১৪১ রানের মাথায় আউট হলেন ঋতুরাজ। করলেন ৭৯। কনওয়ের ব্যাট থেকেও এলো ৮৭। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুললো ২২৩ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের জন্য পার্টনারশিপের প্রয়োজন ছিলো দিল্লীর। কিন্তু তেমন কিছু দেখা গেলো না শনিবারের বিকেলে। পৃথ্বী শ, ফিল সল্ট, রাইলি রুশোআজ ব্যর্থ সকলেই। একা কুম্ভ হয়ে লড়লেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দিল্লী অধিনায়কের ৮৬ রান যথেষ্ট হলো না আজ। ১৪৬ এর বেশী এগোলো না দিল্লীর ইনিংস। হেরে মরসুম শুরু করেছিলো তারা। শেষটাও করলো হার দিয়েই। আর জিতে পঞ্চম খেতাবের দিকে এক পা এগোলো সুপার কিংসরা।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

যে দল ধর্মশালার মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০০’র বেশী রান তুলেছিলো দিনকয়েক আগেই, তারাই আজ মাত্র ১৪৬ রানে থেমে যাওয়ায় অবাক হয়েছে নেটমাধ্যম। কুড়ি-বিশের ক্রিকেট এহেন একপেশে হয় না বলেই জানাচ্ছেন তাঁরা। অনেকেই এর মধ্যে ম্যাচ ফিক্সিং বা গড়াপেটার গন্ধ পেয়েছেন। প্রসঙ্গত এর আগে একবার অনৈতিক কার্যকলাপের জন্য কিছু সময়ের জন্য নির্বাসিত হতে হয়েছিলো চেন্নাইকে। সেই কলঙ্কিত ইতিহাসই এহেন ভাবনার পালে হাওয়া যোগাচ্ছে। আজকের ম্যাচের শেষে জনৈক নেটনাগরিক লিখেছেন, ‘CSK-এর S বর্ণ দ্বারা আসলে স্পট ফিক্সিং বোঝায়’, ম্যাচের ফলাফল সামনে আসার পরেই আরেক নেটনাগরিকের মন্তব্য, ‘এই খেলাগুলোর চিত্রনাট্য আগেই আছে।’

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

দেখে নিন ট্যুইটার চিত্র-

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *