IPL 2023: ইডেনে ক্রিকেটজনতার মন জিতলেন সঞ্জু স্যামসন, ফেরালেন মহেন্দ্র সিং ধোনির স্মৃতি !! 1

IPL 2023: বৃহস্পতিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন করতেই ভীড় করেছিলেন মাঠের নব্বই শতাংশ দর্শক। কিন্তু খেলার শেষে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে কুর্ণিশ জানাবেন না এমন একজন নাইট ভক্তকেও মনে হয় পাওয়া যাবে না। মাঠের লড়াইতে কলকাতাকে পর্যুদস্ত করে জিতলো রাজস্থান। দুই পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকার তিন নম্বরে উঠে এলো তারা। আর ঘরের মাঠে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ খুইয়ে কলকাতার প্লে-অফ ভবিষ্যতের সামনে দেখা দিলো বিরাট বড় প্রশ্নচিহ্ন।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কলকাতার ওপেনিং জুটিকে দ্রুত ফিরিয়ে প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ আউট হওয়ার পর নীতিশ রানার সাথে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্রতী হন ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক রানা ২২ রানের মাথায় আউট হলেও লড়লেন আইয়ার। তাঁর ব্যাট থেকে এলো ৫৭ রানের ইনিংস। লোয়ার অর্ডারে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং রানের মুখ না দেখায় কলকাতার বড় রানের স্বপ্ন আর পূরণ হয় নি আজ।  ২০ ওভারে ১৪৯ রানের বেশী এগোতে পারে নি তারা। বোল্টের জোড়া উইকেটের পাশাপাশি ৪ উইকেট নিয়ে নাইটদের ব্যাকফুটে পাঠান যুজবেন্দ্র চাহাল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রান তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বল থেকেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল। কোনো রান না করেই জস বাটলার আউট হলেও থামানো যায় নি যশস্বীকে। সঞ্জু স্যামসনের সাথে জুটি গড়ে ঝড়ের গতিতে রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। দিল্লী, মুম্বইয়ের বিরুদ্ধে যে যশস্বীকে পাওয়া গিয়েছিলো, সেই যশস্বীকেই আজ চাক্ষুস দেখলো ইডেন গার্ডেন্স। ম্যাচ জেতানো ইনিংস খেলে শুভেচ্ছায় জোয়ারে ভাসছেন বছর একুশের বাঁ-হাতি ওপেনার। তরুণ সতীর্থের শতরানের জন্য নিজের মাইলস্টোনের তোয়াক্কা না করে ইডেনের দর্শক এবং নেটজনতার কুর্ণিশ আদায় করে নিলেন আজ সঞ্জু স্যামসন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

প্রকৃত অধিনায়কের পরিচয় দিলেন সঞ্জু স্যামসন-

KKR vs RR | IPL 2023 | image: Twitter
Sanju Samson defended the last ball of Suyash Sharma’s over to give Jaiswal a chance to complete his hundred

 

বাটলার যখন আউট হন তখন ম্যাচের দ্বিতীয় ইনিংস বেশীদূর গড়ায় নি। যশস্বীর সাথে জুটি গড়ে রাজস্থান রয়্যালসকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন’ই। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৬৬ রান করেছিলেন। আজকেও সুযোগ ছিলো অর্ধশতরান করার। ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন রাজস্থান অধিনায়ক। অর্ধশতক করলে নিশ্চয়ই ‘স্পেশ্যাল’ তকমা পেত সেটি। ম্যাচ জিততে তখন বাকি আর ৩ রান। কিন্তু ক্রিজের অপর প্রান্তে যশস্বী তখন দাঁড়িয়ে ৯৪ রানে। সুয়শ শর্মার ওভারের শেষ বলটিকে সঞ্জু চাইলেন পাঠাতে পারতেন হয়ত বাউন্ডারির বাইরে। কিন্তু তরুণ সতীর্থের জন্য নিজের অর্ধশতকের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে বিন্দুমাত্র ভাবতে হলো না তাঁকে। টেস্ট ম্যাচের ভঙ্গিতে বল ডিফেন্ড করেন তিনি। আটকেই থাকলেন ২৯ বলে ৪৮* করে।

সঞ্জুর এই মহানুভবতা ক্রিকেটদুনিয়াকে মনে করাচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলি অনবদ্য ইনিংস খেলে ভারতকে জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির কাছে সুযোগ ছিলো উইনিং স্ট্রোক মারার। কিন্তু তিনি মনে করেছিলেন যে তরুণ বিরাটই আজ জয়সূচক শট মারার যোগ্য দাবীদার। সেই কারণেই ওভারের শেষ বলটিকে স্রেফ রুখে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক। বিরাটই সেদিন জয় এনে দেন। আজ যশস্বীর জন্যও প্রায় একই কাজ করলেন সঞ্জু। ছক্কা মেরে শতরান অবশ্য করতে পারেন নি যশস্বী। চার মারেন তিনি। ৪৭ বলে ৯৮ রান করেই অপরাজিত থাকতে হয় তাঁকে।

দেখে নিন ভিডিও-

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *