IPL 2023: “এটাই আইপিএলের মাহাত্ম্য…” নো-বলের ধাক্কায় ম্যাচ খুইয়ে হতাশ সঞ্জু স্যামসন !! 1

IPL 2023: প্রথম পাঁচ ম্যাচে জয় চারটিতে। লীগ তালিকার শীর্ষস্থানকে পাকাপাকিভাবে নিজেদের জায়গা করে নিয়েছিলো রাজস্থান রয়্যালস। তারপর থেকেই একের পর এক হারের ধাক্কায় জেরবার তারা। আজকের আগে শেষ পাঁচ ম্যাচে হারের সংখ্যা ছিলো চার। আর আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অবিশ্বাস্য ভাবে ম্যাচ খুইয়ে ১১ ম্যাচের মধ্যে ষষ্ঠ হারের সম্মুখীন হতে হলো রাজস্থান রয়্যালসকে। জিতেও আজ জেতা হলো না সঞ্জু স্যামসনদের। একের পর এক হারের ফলে নামতে নামতে চতুর্থ স্থানে এসে ঠাঁই হয়েছিলো তাদের। আজকের হারের পর প্রথম চার থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে গতবারের রানার্স আপ দলের। গোলাপি-নীল শিবিরে যখন শ্মশানের নিস্তব্ধতা, তখন হর্ষোল্লাসে মেতেছে ‘অরেঞ্জ আর্মি।’ নো বলের দাক্ষিণ্যে ম্যাচ জিতে ফের নবম স্থানে উঠে এলেন এইডেন মার্করামরা।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের জুটি আজও দ্রুতলয়েই এগিয়ে নিয়ে চললেন রাজস্থানের ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করা যশস্বী আজ থামলেন ৩৫ রান করে। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনকে সাথে নিয়ে রাজস্থান ইনিংসকে টানলেন জস বাটলার। গত কয়েকটি ম্যাচে চেনা ছন্দে দেখা যাচ্ছিলো না বাটলারকে। আজ সানরাইজার্সের বিরুদ্ধে চেনা বাটলারকেই দেখা গেলো জয়পুরের বাইশ গজে। ৫৯ বলে ৯৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। রান পেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ১৮ বলে ৩৫ রান। চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৭ করে অপরাজিত থাকেন শিমরণ হেটমায়ার। ২০ ওভারে রাজস্থান তোলে ২ উইকেটের বিনিময়ে ২১৪ রান।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

তাড়া করতে নেমে আনমোলপ্রীত সিং এবং অভিষেক শর্মা শুরুটা ভালোই করেছিলেন। ইমপ্যাক্ট প্লেয়ার আনমোলপ্রীত ৩৩ রান করেন। অভিষেক শর্মা করেন ৫৫। তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠীর ব্যাট থেকে এলো ৪৭ রান। মাঝের ওভারগুলোর যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে পরপর উইকেট খুইয়ে ম্যাচ থেকে অনেকখানি দূরে সরে গিয়েছিলো সানরাইজার্স। উনিশতম ওভারে কুলদীপ যাদবের বলে গ্লেন ফিলিপস-এর আক্রমণ ম্যাচে ফেরায় অরেঞ্জ আর্মিকে। শেষ অভারে বাকি ছিলো ১৭ রান। সন্দীপ শর্মার হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন। ডেথ ওভারে নিয়ন্ত্রণ বজায় রেখে রাজস্থানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন সন্দীপ। কিন্তু শেষ বলটি নো-বল করে বসায় জীবন ফিরে পায় সানরাইজার্স। অতিরিক্ত ডেলিভারিতে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন আব্দুল সামাদ। অবিশ্বাস্য হারের কারণ ব্যাখ্যা করতে পারছেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘নো-বল সব বরবাদ করে দিলো…’ হতাশ সঞ্জু-

IPL 2023 | Abdul Samad | image: twitter
Abdul Samad’s last ball six took the game away from the grip of Rajasthan Royals

জিতেও আজ আর জেতা হলো না রাজস্থান রয়্যালসের। ‘ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’, প্রবাদবাক্যটি আজ হুবহু মিলে যেতে দেখা গেলো জয়পুরে। শেষ বলে সানরাইজার্সের জয়ের জন্য বাকি ছিলো ৫ রান। সন্দীপ শর্মার বলে সরাসরি লং অফে দাঁড়ানো জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন আব্দুল সামাদ। দুই পয়েন্ট ঝুলিতে এসে গিয়েছে ধরে নিয়ে স্বস্তির নিঃশ্বাসও ফেলতে দেখা গিয়েছিলো সঞ্জু স্যামসন, সন্দীপ শর্মাদের। কিন্তু সে গুড়ে বালি। সকলকে চমকে দিয়ে নো-বলের সিদ্ধান্ত জানান আম্পায়ার। অগত্যা ফের একবার বল হাতে দেখা যায় তাঁকে। প্রয়োজনীয় রান কমে দাঁড়ায় ৪-এ। এবার আর কোনো ভুল করেন নি সামাদ। সটান ছক্কা হাঁকিয়ে জয় এনে দেন দলকে। ম্যাচ হেরে সঞ্জু জানালেন, “এটাই আইপিএল। এই ম্যাচগুলোর জন্যই আইপিএল স্পেশ্যাল।”

“এখানে কোনো মুহূর্তেই জিতে গিয়েছি এমনটা ধরে নেওয়ার কোনো জায়গা নেই। আমি জানতাম যে কেউ এই ম্যাচ জিততে পারে। ওরা (সানরাইজার্স) বেশ ভালো ব্যাট করছিলো।” শেষ ওভারে সন্দীপ শর্মার হাতে বল তুলে দেওয়া নিয়ে সঞ্জু জানান, “আমি সন্দীপকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম কারণ ও আগেও চেন্নাইয়ের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে আমাদের ম্যাচ জিতিয়েছে। আজকেও ও জিতিয়েই দিয়েছিলো, কিন্তু নো-বল আমাদের কাছ থেকে জয় কেড়ে নিয়ে গেলো।” হারলেও দলের পারফর্ম্যান্সের প্রশংসাই করেন সঞ্জু। বলেন, “আমরা আজ ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছি। সেই কারণেই বড় স্কোর খাড়া করতে পেরেছিলাম এই পিচে। কিন্তু আমি মনে করি সানরাইজার্স বেশ পরিকল্পনামাফিক ব্যাট করেছে আজ। ওদের কৃতিত্ব দিতেই হবে।”

শেষ বলটি নো-বল ঘোষণা হওয়ার পর কি চলছিলো তাঁর মাথায়? উত্তরে তিনি বলেন, “ বিশেষ কিছুই ভাবি নি। জানতাম ওটা একটা নো-বল। এর বেশী কিছু নয়। আবার বল করতে হবে, সেইটুকুই ভেবেছিলাম। সন্দীপ জানে ঐ সময় কি করতে হয়। তবে একবার জিতে গেছি ভেবে নেওয়ার ফলে হয়ত মানসিকতার সামান্য কিছু পরিবর্তন হয়েছিলো। সবাই তো জয় উদযাপন করতে শুরু করে দিয়েছিলো। এগুলো খেলার অঙ্গ। তবে আমি মনে করি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লাইনের বাইরে পা ফেলা উচিৎ নয়।” হারলেও ভেঙে পড়তে নারাজ সঞ্জু। “আগামীতে ফের একইরকম ভাবে চেষ্টা চালিয়ে যাবো আমরা”, সাক্ষাৎকারের শেষে জানালেন রাজস্থান অধিনায়ক।

 

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *