ipl-rohit-sharma-hugs-pitch-invader

IPL 2024: চলতি আইপিএলে (IPL) চর্চার কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। মরসুম শুরুর আগে থেকেই তাদের নেতৃত্বে পরিবর্তন নিয়ে সরগরম ক্রিকেটদুনিয়া। রোহিত শর্মাকে  (Rohit Sharma) সরিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না এক শ্রেণির সমর্থকেরা। তাঁদের রোষের ঢেউ আছড়ে পড়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি ও নবনিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উপর। সোশ্যাল মিডিয়া থেকে মাঠের গ্যালারি-সর্বত্র চলছে বিক্ষোভ প্রদর্শন। উড়ে আসছে কটাক্ষ, গালিগালাজ।

এই ক্ষোভের আবহের মধ্যেই মুম্বই দলের পারফর্ম্যান্স’ও হতাশার আগুনে ঘি ঢেলেছে আইপিএলের সপ্তদশতম মরসুমে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সকে। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে উপ্পলের মাঠেও মেলে নি সাফল্য। বোলিং বিভাগের কঙ্কালসার অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলো ‘অরেঞ্জ আর্মি’র ব্যাটার’রা। ঘরের মাঠ ওয়াংখেড়েতেও বদলালো না ব্যর্থতার চিত্রটা। গতকাল রাজস্থানের (RR) কাছে নাস্তানাবুদ হলো পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অন্ধকারময় একটি দিনে সামান্য আলোর রেখা হিসেবে দেখা দিলো রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর এক ভক্তের কয়েক মুহূর্তের আলাপচারিতা।

Read More: IPL 2024: আইপিএলের মাঝেই মুম্বাই দলে বড় পরিবর্তন, হার্দিককে সরিয়ে ফের অধিনায়ক রোহিত শর্মা !!

ভক্তের আলিঙ্গন রোহিতকে, হাত মেলালেন ঈশান’ও-

Rohit Sharma and Pitch Invader | IPL 2024 | Image: Twitter
Rohit Sharma and Pitch Invader | IPL 2024 | Image: Twitter

হোম টিম মুম্বই ইন্ডিয়ান্স (MI) প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারে নি গতকাল। ২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson), রিয়ান পরাগ’রা। এরপরেই একটি বিশেষ মুহূর্ত হারের ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে মুম্বই সমর্থকদের। ঘটনার কেন্দ্রে ক্রিকেট মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর এক ভক্ত। তখন ফিল্ডিং করছে মুম্বই। ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে রোহিত। হঠাৎ’ই মাঠের বেড়া টপকে সটান হিটম্যানের সামনে হাজির হন এক দর্শক।,উল্টোদিকে তাকিয়ে ছিলেন রোহিত। আকস্মিক এই ঘটনায় খানিক চমকে পিছনের দিকে সরে যান তিনি।

সেই হিটম্যান ভক্ত অবশ্য ততক্ষণে প্রিয় তারকাকে আলিঙ্গনের জন্য হাত বাড়িয়েছেন। ভক্তের প্রত্যাশাপূরণ করেছেন রোহিত (Rohit Sharma)। বুকে টেনে নিয়েছেন সেই অনুরাগীকে। কয়েক সেকেন্ডের জন্য কুশল বিনিময়’ও হয়। পাশেই দাঁড়িয়েছিলেন উইকেটরক্ষক ঈশান কিষণ (Ishan Kishan)। মাঠ ছাড়ার আগে তাঁর সাথেও হাত মেলান সেই ক্রিকেট অনুরাগী। জড়িয়ে ধরেন তাঁকেও। যতটা সহজে মাঠে প্রবেশ করেছিলেন, বেরোনোর অভিজ্ঞতা অতটা সহজ অবশ্য হয় নি তাঁর। রীতিমত তাড়া করেছিলেন নিরাপত্তারক্ষী’রা। তাঁরা ধরে ফেলেন সাদা শার্ট ও নীল জিনস্‌ পরিহিত সেই তরুণকে।

দেখে নিন সেই ঘটনার ভিডিও-

Also Read: পাকিস্তানের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী, পাচ্ছেন বাবর’দের টি-২০ বিশ্বকাপ জেতানোর দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *