বিশ্বকাপের আগেই এই খেলোয়াড়কে ব্যান করলো ICC, উঠলো ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। ওয়েস্ট ইন্ডিজ ও USA’তে যৌথ ভাবে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হতে না হতেই উঠলো আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ। ক্রিকেটকে এককথায় ‘ভদ্রলোকের খেলা’ বলা হয়, যে কারণে ক্রিকেটে একাধিক নিয়মকানুন রয়েছে। আইসিসির দ্বারা বানানো সেই সমস্ত নিয়ম ভঙ্গ করলে পেতে হয় কঠিন শাস্তি।

ব্যান হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা প্লেয়ার

West Indies, t20 world cup 2024
West Indies Team | Image: Getty Images

এবার আইসিসির কঠিন শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেভন থমাস (Devon Thomas)। নিয়ম ভঙ্গের জন্য সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এমিরেটস ক্রিকেট বোর্ড (ECB), শ্রীলঙ্কা ক্রিকেট (SLC), এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL) এর অ্যান্টি করাপশন কোডের সাতটি ধারা ভঙ্গ করার অভিযোগ উঠেছে ৩৪ বছর বয়সী থমাসের উপর।

Read More: টি-২০ বিশ্বকাপ স্কোয়াডের এই তিন তারকার বদলে সুযোগ প্রাপ্য ছিলো রিঙ্কু সিং-এর !!

২০০৯ সালে উইন্ডিজ দলের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারিয়ার শুরু করেন থমাস। ক্যারিয়ারে ১টি টেস্ট, ২১টি ওডিআই ম্যাচ ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে তিনি ভারতের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছিলেন। ফ্রাঞ্চাইজি লিগে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার উপর এবং আইসিসির অ্যান্টি করাপশনের ট্রাইবুনালের শুনানিতে সকল অভিযোগ মেনে নিয়েছেন তিনি।

৫ বছরের জন্য ব্যান হলেন থমাস

 

Devon Thomas, t20 world cup 2024
Devon Thomas | Image: Getty Images

তবে, শ্রীলঙ্কা ভিত্তিক ফ্রাঞ্চাইজ ক্রিকেট লঙ্কান প্রিমিয়ার লিগ (LPL), আবুধাবি T10 লীগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিযোগ উঠেছে তার উপর। তবে, তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি অ্যান্টি করাপশন ইউনিটকে সাহায্য করেননি। সর্বমোট সাতটি ধারা (২.১.১, ২.৪.৪, ২.৪.৬, ২.৪.৭, ২.৪.৪, ২.৪.৪, ২.৪.২) ভঙ্গ করতেই আইসিসির দ্বারা ৫ বছরের জন্য ব্যান করা হলো থমাসকে। আন্তর্জাতিক ক্রিকেটে ১টি টেস্টে তিনি ৩১ রান বানিয়েছেন। ১৯ ইনিংসে ২৩৮ রান বানিয়েছেন থমাস এবং ১২ T20 ম্যাচে ৫১ রকম বানিয়েছেন তিনি।

Read More: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *