পাকিস্তানের কোচ হচ্ছেন রবি শাস্ত্রী, পাচ্ছেন বাবর’দের টি-২০ বিশ্বকাপ জেতানোর দায়িত্ব !! 1

ক্রিকেটদুনিয়ার অন্যতম বর্ণময় চরিত্র রবি শাস্ত্রী (Ravi Shastri)। খেলোয়াড় জীবনে পরিচিত ছিলেন নিজের ফ্ল্যামবয়েন্সের জন্য। ১৯৮৩ সালে ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ (ICC World Cup)। ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের পর ‘ম্যান অফ দ্য সিরিজি’ রবি শাস্ত্রী’র অডি গাড়ি চালিয়ে মাঠ প্রদক্ষিণের ছবি ভোলেন নি ভারতীয় ক্রিকেটজনতা। চোট-আঘাতের কারণে মাত্র ৩০ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে হয় তাঁকে।

দেশের হয়ে রবি শাস্ত্রী খেলেছেন ৮০টি টেস্ট, ১৫০টি একদিনের ম্যাচ। ভারতের অধিনায়ক হিসেবেও মাঠে নেমেছেন তিনি। ৩০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গেলেও বাইশ গজের দুনিয়া থেকে দূরে থাকেন নি শাস্ত্রী (Ravi Shastri)। ধারাভাষ্যকার হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। ভারতের ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক বা ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়-সাফল্যের মুহূর্তে মাইক্রোফোনে শোনা গিয়েছে তাঁরই আওয়াজ। ধারাভাষ্যের সেই অংশগুলি আজও অম্লান হয়ে রয়েছে ভারতীয় সমর্থকদের মনে।

ধারাভাষ্যের মাইকের পাশাপাশি কোচ হিসেবেও দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। সামলেছেন ভারতীয় কোচের দায়িত্ব’ও। তাঁর অধীনেই ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছে টিম ইন্ডিয়া। ২০২০-২১ সালে ভারতের অস্ট্রেলিয়া বিজয়ের সময় প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন তিনিই। ২০২১-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়েও ‘মেন ইন ব্লু’র ডাগ-আউটে ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। চুক্তির মেয়াদ ফুরোনোর পর ফিরে গিয়েছিলেন ধারাভাষ্যের দুনিয়ায়। তবে খবর মিলেছে যে ফের একবার কোচ হিসেবে ফিরতে চলেছেন তিনি।

Read More: IPL 2024: চলতি আইপিএলের দ্রুততম বল করলেন মুম্বাইয়ের জেরাল্ড কোয়েটজি, গতি দেখলে চোখ হবে ছানাবড়া !!

পাকিস্তানের দায়িত্বে শাস্ত্রী? বাড়ছে জল্পনা-

Ravi Shastri | Image: Getty Images
Ravi Shastri | Image: Getty Images

বিশ্বকাপের পর বড়সড় রদবদলের সম্মুখীন পাকিস্তান ক্রিকেট দল। প্রথমে অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সরিয়ে দেওয়া হয়েছিলো। টেস্ট অধিনায়ক করা হয় শান মাসুদকে। টি-২০তে নেতৃত্ব পান শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হতশ্রী পারফর্ম্যান্স অবশ্য রোখা যায় নি নেতা বদলেও। আপাতত শানের অধিনায়কত্ব না গেলেও টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে শাহীনকে সরিয়ে আবার সাদা বলের ক্রিকেটে নেতা করা হয়েছে বাবরকে।

সামনে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে টি-২০ সিরিজ রয়েছে পাকিস্তানের। তার আগে একজন নতুন কোচের সন্ধান করছে পাক ক্রিকেট বোর্ড। শূন্য আসনে নাকি বসার প্রস্তাব দেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে (Ravi Shastri)।এর আগে অস্ট্রেলীয় প্রাক্তনী শেন ওয়াটসনকে (Shane Watson) প্রস্তাব দেওয়া হয়েছিলো কোচের হটসিটে বসার জন্য। রেকর্ড অর্থের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন ওয়াটসন। পাক বোর্ড চেয়ারম্যান মহসীন নকভির দ্বিতীয় পছন্দ নাকি রবি শাস্ত্রী (Ravi Shastri)।

গতকাল এক ট্যুইটবার্তায় শাস্ত্রীর পাকিস্তান কোচ হওয়ার খবর জানিয়েছেন সাংবাদিক ফরিদ খান। নিজের এক্স-হ্যান্ডেলে গতকাল তিনি লেখেন, “ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও ধারাভাষ্যকার পাকিস্তানের নতুন হেড-কোচ হতে চলেছেন। আগামীকাল আইপিএল ছেড়ে তিনি লাহোরে আসবেন। দক্ষিণ এশিয়ার জন্য এক গর্বের মুহূর্ত।” ভারত-পাক ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্ক এখন যে অবস্থানে রয়েছে তাতে এই খবর সত্য হওয়ার সম্ভাবনা যে খুবই ক্ষীণ, তা বুঝেছেন নেটিজেনরা। গতকালের তারিখ স্মরণ করে তাঁরা লিখেছেন, “এপ্রিল ফুল করার খুব ভালো প্রচেষ্টা।”

দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট’টি-

Also Read:IPL 2024: ছিটকে যাওয়ার মুখে KL রাহুল, অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *