IPL 2024 KL Rahul Injury

IPL 2024: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। এখনও অবধি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) দল। প্রথম ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে জয়পুরে হেরেছে। তবে সেই পরাজয়ের ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচেই।

ঘরের মাঠ শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ব্যাট হাতে ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন উইকেটরক্ষক ক্যুইন্টন ডি কক (Quinton de Kock)। রান পেয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya), নিকোলাস পুরান’ও (Nicholas Pooran)।

পাঞ্জাবের (PBKS) বিরুদ্ধে লক্ষ্ণৌ জার্সিতে উদয় হয়েছে এক নতুন বোলিং তারকা’র। তিনি মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশী গতিতে নিয়মিত বোলিং করে নজর কেড়েছেন বছরের ২১-এর তারকা। অভিষেক ম্যাচেই তিন উইকেট নিয়েছেন তিনি।

বাম হাতি পেসার মহসীন খান’ও (Mohsin Khan) ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন। সবমিলিয়ে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে মাঠে নামার আগে ফুল গুড পরিস্থিতিই থাকার কথা লক্ষ্ণৌ (LSG) শিবিরে। কিন্তু বাস্তব চিত্র খানিকটা আলাদা। তাদের কাছে কাঁটার মত বিঁধছে অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) না খেলার আশঙ্কা।

Read More: IPL-এ দাপুটে পারফর্ম্যান্সের পুরষ্কার পাচ্ছেন মায়াঙ্ক যাদব, শীঘ্রই দেখা যাবে জাতীয় দলের জার্সিতে !!

চোট-আঘাতে ভুগছেন কে এল রাহুল-

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

গত বছরের আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। হিপ ফ্লেক্সর পেশীতে আঘাত লাগার সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। খেলা হয় নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল’ও।

লন্ডনে অস্ত্রোপচারও করাতে হয়েছিলো ভারতীয় তারকা ক্রিকেটারকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে সেপ্টেম্বরের এশিয়া কাপে মাঠে ফেরেন তিনি। এশিয়া কাপের পর বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফরেও ভালো পারফর্ম করেছিলেন। নতুন বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডেও ছিলেন তিনি। হায়দ্রাবাদে প্রথম ম্যাচ চলাকালীন ফের চোট পান কোয়াড্রিসেপস পেশীতে। তার পর থেকেই সমস্যায় ভুগছেন রাহুল।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারটি টেস্ট খেলা হয়নি রাহুলের (KL Rahul)। আবারও রিহ্যাব চলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)। আইপিএলকে পাখির চোখ করেই চালিয়েছিলেন প্রস্তুতি। প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তিনি মাঠে নামায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। আইপিএলের (IPL) প্রথম ম্যাচে অর্ধশতক’ও করেন তিনি। করেন উইকেটকিপিং-ও। কিন্তু এরপরেই বাঁধে বিপত্তি।

দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লক্ষ্ণৌ অধিনায়ক হিসেবে টস করতে দেখা যায় নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। প্রশ্নের জবাবে পুরান জানান যেহেতু চোট সারিয়ে মাঠে ফিরছেন রাহুল, সেহেতু তাঁকে সময় দেওয়া হচ্ছে মানিয়ে নেওয়ার জন্য। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধু ব্যাটিং করেছিলেন দ্বিতীয় ম্যাচে।

সংশয় বেঙ্গালুরুর বিরুদ্ধে রাহুলের খেলা নিয়ে-

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু ম্যাচের আগে সংবাদমাধ্যম সূত্রে খবর যে মাঠে নাও নামতে পারেন লক্ষ্ণৌ অধিনায়ক। জানা গিয়েছে যে উইকেটকিপিং অনুশীলন থেকে সম্পূর্ণ দুরেই ছিলেন রাহুল (KL Rahul)। একই সাথে জোর দিয়েছেন নিজের ফিটনেস বৃদ্ধির দিকে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) তত্ত্বাবধানে তিনি কেবল স্প্রিন্টিং, থ্রো-ডাউন অনুশীলন করেছেন।

খবর মিলেছে যে খানিক সময় ব্যাটিং অনুশীলন করলেও বাম পায়ের হ্যামস্ট্রিং-এ যন্ত্রণা অনুভূত হওয়ায় দ্রুত মাঠ ছাড়েন রাহুল। প্রায় ১ ঘন্টা ডাগ-আউটেই বসেছলেন তিনি। এরপর অনুশীলনের একদম শেষ পর্যায়ে ১৫ মিনিটের একটি ব্যাটিং সেশনে দেখা যায় তাঁকে। ফিটনেস যে চিন্তা বাড়াচ্ছে তা স্পষ্ট।

গত ম্যাচের মত আজও কেবল ব্যাটার হিসেবে খেলতে পারেন রাহুল (KL Rahul)। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে আরও একবার দেখা যাবে নিকোলাস পুরান’কে (Nicholas Pooran)। হোম ম্যাচে পুরানের অধিনায়কত্বে জয় পেয়েছে লক্ষ্ণৌ (LSG), অ্যাওয়ে ম্যাচে ফলাফল কি হয়, নজর থাকবে সেই দিকে। যদি একান্তই মাঠে নামতে না পারেন রাহুল, তাহলে ব্যাটিং বিভাগেও রদবদল চোখে পড়তে পারে সুপারজায়ান্টস শিবিরে।

ওপেনিং-এ রাহুলের বদলি হিসেবে ক্যুইন্টন ডি ককের (Quinton de Kock) সঙ্গী হতে পারেন দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। নিজের ঘরের মাঠে বড় রান করার চ্যালেঞ্জ থাকবে তাঁর কাছে। ব্যাটিং অর্ডারে পাডিক্কাল এক ধাপ এগোলে তিন নম্বরে তাঁর শূন্যস্থান পূরণ করতে পারেন দীপক হুডা (Deepak Hooda)।

Also Read: পছন্দের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে কোহলিকে রাখলেন ইরফান পাঠান, সুযোগ পেলেন এই IPL তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *