নীতিশ-ক্লাসেনের তান্ডবে রানের পাহাড় গড়লো SRH, প্লে-অফের টিকিট কনফার্ম করতে রাজস্থানের প্রয়োজন ২০২ !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সপ্তদশ সিজিন (IPL 2024), আজকের ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে টস জেতেন প্যাট কামিন্স (Pat Cummins), তবে গতবারের মতন একই ভুল আর করলেন না তিনি। আজ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স দলের অধিনায়ক। দলের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসেন ওপেনার ট্রেভিস হেড (Travis Head) এবং অভিষেক শর্মা। গত ২ ম্যাচে দ্বিতীয় ব্যাটিং করে জয় আসেনি হায়দ্রাবাদ দলের, এমনকি গত দুই ম্যাচেই দলের দুই ওপেনার বেশি রান বানাতে ব্যার্থ হয়েছিলেন।

রাজস্থানের বিরুদ্ধে ২০১ রান বানালো সানরাইজার্স

ipl 2024
Nitish Reddy | Image: Getty Images

তবে আজকের ম্যাচেও ঘটলো না কোনোই ভিন্ন ঘটনা, কেবলমাত্র একটি ছক্কার বিনিময়ে ১০ বলে ১২ রান বানিয়ে আবেশ খানের (Avesh Khan) শিকার হলেন ব্যাটসম্যান অভিষেক শর্মা। পাশাপাশি তিন নম্বরে ব্যাটিং করতে আসা আনমোলপ্রীত সিং আবার একবার ফ্লপ হয়েছেন। সন্দীপ শর্মার (Sandeep Sharma) বলে প্যাভেলিয়ানে ফেরেন তিনি, ৫ বলে ৫ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি। দ্রুত দুই উইকেট হারাতেই আজকে মিডিল অর্ডারে উপরেই ব্যাটিং করতে আসেন নীতিশ রেড্ডি (Nitish Reddy) , চলতি সিজনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন দলের হয়ে।

আজকে তিনি বুঝিয়ে দিলেন কেন দল তাকে এতটা ভরসা দেখিয়ে এসেছে। আজকের ম্যাচেই তার ব্যাট থেকেই এসেছে সর্বাধিক রান, ৪২ বলে ৩টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ৭৬ রান বানিয়েছিলেন রেড্ডি এবং বিধ্বংসী ব্যাটিং চালালেন হেনরিখ ক্লাসেন (Henrich Klassen)। ১৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪২ রান বানিয়েছেন তিনি এবং দলকে পৌঁছে দিয়েছেন ২০১ রানে।

Read More: IPL 2024: “এতটা অসংবেদনশীন হবেন না…” সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার দীপক চাহার, ফুঁসে উঠলেন বোন মালতী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *