IPL 2023: "রিঙ্কুর লড়াইকে কুর্ণিশ...” ম্যাচ হারলেও নেটজনতার হৃদয় আরও একবার জিতলেন রিঙ্কু সিং !! 1

 

IPL 2023: শেষটা সুখের হলো না কলকাতা নাইট রাইডার্সের। আজ ইডেন গার্ডেন্সে মরসুমের শেষ লীগ ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মুখোমুখি হয়েছিলো কলকাতা। প্লে-অফের লড়াইতে ছিলো দুই দলই। লক্ষ্ণৌর জন্য সমীকরণ ছিলো বেজায় সহজ। কলকাতাকে হারালেই পাওয়া যাবে শেষ চারের ছাড়পত্র। কিন্তু কলকাতার লড়াইটা ছিলো বেশ কঠিন। সুপারজায়ান্টসদের শুধু হারালেই হবে না। জিততে হবে বিশাল ব্যবধানে, পাশাপাশি তাকিয়ে থাকতে অন্যান্য ম্যাচগুলির দিকেও। শেষমেশ আগামীকালের মুম্বই ও বেঙ্গালুরুর ম্যাচের জন্য অপেক্ষা করতে আর হচ্ছে না নাইট শিবিরকে। আজকেই পরিষ্কার হয়ে গিয়েছে তাদের ললাটলিখন। লক্ষ্ণৌ ম্যাচের ফয়সালা হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলো তারা। কাটা ঘায়ে নুনের ছিটের মত আজকের ম্যাচে জয়ের স্বান্তনাটুকুও জুটলো না নীতিশ রানাদের। ১ রানে হারতে হলো নাইট বাহিনীকে।

প্রথমে লক্ষ্ণৌকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক নীতিশ রানা। প্রথম ৫ উইকেট মাত্র ৭৩ রানের মধ্যে ফেলে দিয়ে আশা জাগিয়েছিলেন বৈভব আরোরা, হর্ষিত রানারা। কিন্তু খেলা ঘুরিয়ে দেন নিকোলাস পুরান। ৩০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। কঠিন পরিস্থিতিতে পুরানের ব্যাটিং দেখে মোহিত ক্রিকেট জনতা প্রশংসায় ভরিয়েছিলেন তাঁকে। ‘কলকাতায় ক্যালিপ্সোর ছন্দ’, মন্তব্য করেন জনৈক ক্রিকেটপ্রেমী। সমাজমাধ্যমে পুরানের জয়জয়কারের মাঝে রোষের মুখে পড়তে হয় নাইট অধিনায়ক নীতিশ রানাকে। আচমকা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়শ শর্মাকে এক ওভার বল করিয়ে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ জলাঞ্জলি দেন নীতিশ। ‘এমন অধিনায়ক চাই না’, ‘দলকে ডোবাতে এমন নেতাই যথেষ্ট’, আক্রমণের মুখে পড়ে ট্যুইটারে ক্ষতবিক্ষত হতে হলো নাইট অধিনায়ককে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

রয় ও রিঙ্কু’র লড়াই ব্যর্থ,হারলো কলকাতা-

KKR vs LSG | IPL 2023 | image: twitter
Despite Rinku Singh’s brilliant half-century KKR lost their last game of IPL 2023 against LSG

মরসুম শুরুতে কলকাতা নাইট রাইডার্স স্লোগান তুলেছিলো ‘বাড়ি ফিরছি আবার,’ কিন্তু ঘরের মাঠ অর্থাৎ ইডেনে তাদের পারফর্ম্যান্স মোটেই আশা জাগানিয়া হলো না এই বছর। একটার পর একটা ম্যাচে ব্যর্থতা সঙ্গী হয়েছে নীতিশ রানাদের। হতাশ অধিনায়ক এক সময় বলেই ফেলেছিলেন, “আমি দেখি যে আমরাই একমাত্র দল, যাদের হোম অ্যাডভান্টেজ বলে কিছু নেই,’ খারাপ পারফর্ম্যান্সের পাশাপাশি দলের সমর্থনও যে কমছে তা বিলক্ষণ বুঝেছেন নাইট কর্তারা। এই খারাপ পরিস্থিতি থেকে নাইট রাইডার্সকে তুলতে পারত একটা জয়। কিন্তু ঘরের মাঠে শেষ ম্যাচেও হারতে হলো কলকাতাকে। আজ অষ্টম ওপেনিং জুটি ব্যবহার করলো কলকাতা। রয় ও ভেঙ্কটেশ আইয়ার শুরুটা ভালো করলেও মাঝপথে থমকে যায় কলকাতার গাড়ী। রানা, গুরবাজ, রাসেল ব্যর্থ সকলেই।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

গুজরাতের বিরুদ্ধে এক ওভারে ২৯ দরকার হোক, পাঞ্জাবের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জেতানোর প্রয়োজন হোক-কলকাতার ত্রাতা হয়ে বারবার প্রকট হয়েছন রিঙ্কু সিং। আজকেও ম্যাচ যে এত হাড্ডাহাড্ডি হলো তার কৃতিত্ব রিঙ্কুরই। আরও একবার অসম্ভব একটা লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তিনি। লক্ষ্ণৌর থেকে মাত্র ১ রানে দূরে থামতে হলো তাঁকে। ৩৩ বলে ৬৭ করে অপরাজিত রইলেন তিনি। রিঙ্কু ব্যাটিং দেখে মোহিত নেটজনতার দাবী, “জাতীয় দলে জায়গা দেওয়া হোক রিঙ্কুকে,’ ‘রিঙ্কু জাতীয় দলে সুযোগ না পেলে ক্ষতি রিঙ্কুর নয়, বরং ক্ষতি জাতীয় দলের’ লিখেছেন এক আবেগবিহ্বল অনুরাগী।

দেখে নিন ট্যুইটচিত্র-

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *