IPL 2023: অধরাই থেকে গেলো RCB-র স্বপ্ন, শেষ চারের টিকিট নিশ্চিত মুম্বই ইন্ডিয়ান্সের !! 1

IPL 2023: জমজমাট ক্লাইম্যাক্স দিয়ে শেষ হলো আইপিএলের ষোড়শ মরসুমের লীগ পর্ব। একদম শেষ ম্যাচে এসে জানা গেলো কোন চার দল যাচ্ছে প্লে-অফে। দীর্ঘসময় অবধি দশ দল ছিলো শেষ চারের লড়াইতে। তারপর একে একে বিদায় নিতে থাকে দিল্লী, সানরাইজার্স, পাঞ্জাব, কলকাতার মত ফ্র্যাঞ্চাইজিগুলি। লীগ তালিকার উপরের দিকে থাকার দরুণ এর মধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছিলো গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। শেষ একটি জায়গার জন্য আজ ছিলো লড়াই। মূলত যুযুধান দুই পক্ষ ছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ক্ষীণ সম্ভবনা ছিলো রাজস্থান রয়্যালসেরও। তিন দলই দিনের শুরুতে ছিলো ১৪ পয়েন্টে। তবে যত দিন গড়ালো আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠলো লীগের সম্পূর্ণ সমীকরণ।

দিনের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা ছিলো পাঁচ নম্বরে। সরাসরি জয় ছাড়া উপায় ছিলো না আর। প্রথমে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আজ হায়দ্রাবাদের নয়া ওপেনিং জুটি দাপটের সাথে ব্যাট করলো ওয়াংখেড়েতে। ১৪০ রানের জুটি গড়ে মুম্বইকে রীতিমত ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন বিভ্রান্ত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল। তবে আকাশ মাধওয়ালের ৩৭ রানে ৪ উইকেটের স্পেল মুম্বইকে ম্যাচে ফেরায়। ২০০ রানে থামে সানরাইজার্স। রান তাড়া করতে নেমে শুরুতে ঈশান কিষণকে হারালেও পরে রোহিত শর্মা এবং ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বই। অর্ধশতক করেন রোহিত শর্মা। অধিনায়ক ফিরলেও ঝোড়ো শতরান করে মুম্বইকে জেতান অজি অলরাউন্ডার গ্রিনই। ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে পৌঁছায় তারা। এক পা বাড়ায় প্লে-অফের দিকে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বেঙ্গালুরুর হারে স্বপ্ন পূরণ রোহিত শর্মাদের-

RCB | IPL 2023 | image: twitter
RCb crashes out of IPL 2023 after facing a defeat in their last game against GT

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ছিলো ১৪। কিন্তু ১৬ পয়েন্টের বেঞ্চমার্ক মুম্বই ছুঁয়ে ফেলায় সঞ্জু স্যামসনদের আশার প্রদীপ নিভে গিয়েছিলো বিকেলেই। তবে শেষ চারের দৌড়ের সম্পূর্ণ ফলাফলের জন্য অপেক্ষা করতে হলো আরও বেশ অনেকক্ষণ। বেঙ্গালুরুতে দিনভর বৃষ্টি হচ্ছিলো। আর আশঙ্কার প্রহর গুণছিলেন সমর্থকেরা। বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে কোনো আশায় থাকত না রয়্যাল চ্যালেঞ্জার্সের। পয়েন্ট ভাগাভাগি হলে ১৫ পয়েন্টে পৌঁছাতে পারত তারা। যা যথেষ্ট হত না প্লে-অফের যোগ্যতা অর্জনের জন্য। শেষমেশ প্রকৃতির রোষ এড়িয়ে খেলা শুরু হলো এক ঘন্টা দেরীতে। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকেই ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

শুরুটা আজও বেশ ভালো করেছিলো দু প্লেসি এবং কোহলির জুটি। কিন্তু আজ দু প্লেসি আউট হলেন প্রথমে। করলেন ২৮ রান। ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকরা বিশেষ রান পান নি। প্রথমে ব্রেসওয়েল এবং পরে অনুজ রাওয়াতকে নিয়ে লড়লেন বিরাট কোহলি। গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১০০ করেছিলেন ‘কিং কোহলি’। আজ গুজরাতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচেও করলেন শতরান। সপ্তম শতকের মাইলস্টোন ছুঁয়ে ক্রিস গেইলকে টপকে গেলেন তিনি। মূলত কোহলির দাপটেই ১৯৭ রান তোলে বেঙ্গালুরু। পাওয়ার প্লে’তে ঋদ্ধিমান সাহাকে তুলে নিতে পারলেও বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে টলাতে পারে নি বেঙ্গালুরু। চমৎকার অর্ধশতক করেন বিজয় শঙ্কর। সানরাইজার্সের বিরুদ্ধে আহমেদাবাদের মাঠে শতরান করেছিলেন শুভমান। আজ কোহলির মতই টানা দুই ম্যাচে শতরান করলেন তিনিও। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে গুজরাতকে জেতান তিনি।

আইপিএলের লীগ পর্বের শেষতম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ২০ পয়েন্টে পৌঁছালো গুজরাত। দ্বিতীয় চেন্নাইয়ের পয়েন্ট সংখ্যা ১৭। তিনে থাকা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের পয়েন্ট সংখ্যাও তাই। ওয়াংখেড়েতে দুই পয়েন্ট সংগ্রহ করায় ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট হয়েছিলো মুম্বইয়ের। চতুর্থ দল হিসেবে তারাই জায়গা করে নিলো প্লে-অফে। গত মরসুমে দশম স্থানে শেষ করেছিলেন রোহিত শর্মারা। এই বছর দুর্দান্ত উন্নতি দেখা গিয়েছে তাদের খেলায়। নিজেদের ষষ্ঠ খেতাবের উদ্দেশ্যে অগ্রসর মুম্বই। অন্যদিকে প্লে-অফের যোগ্যতা অর্জনের শেষ ধাপে পৌঁছে পা ফস্কে ছিটকে পড়লো বেঙ্গালুরু। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আটকে রইলো লীগ তালিকার পাঁচ নম্বরেই। শীর্ষে থাকা দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চেন্নাইয়ের মাঠে। প্রথম এলিমিনেটরে মুখোমুখি লক্ষ্ণৌ ও মুম্বই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *