IPL 2023: আগেই আইপিএলের শেষ চারে জায়গা করে নিয়েছিলো গুজরাত টাইটান্স। গত শনিবার দিল্লীকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছিলো চেন্নাই সুপার কিংস। সেদিনই সন্ধ্যের ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিলো লক্ষ্ণৌও। বাকি ছিলো মাত্র একটি জায়গা। সেই একটি জায়গার জন্যই গতকাল লড়াইতে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বইয়ের ম্যাচ ছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিলো গুজরাত টাইটান্স। মুম্বই এবং বেঙ্গালুরু, উভয় দলেরই পয়েন্ট ছিলো ১৪। জিতলে দুজনেই পৌঁছাত ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে নেট রান-রেটে এগিয়ে থাকার দরুণ সুবিধাজনক অবস্থানে ছিলেন বিরাট কোহলিরা।
প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে কোহলিদের ওপর চাপ বাড়িয়ে দিয়েছিলো মুম্বই। বেঙ্গালুরুতে বৃষ্টির বিঘ্নের কারণে ম্যাচ শুরু হতে দেরী হয় এক ঘন্টা। টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামের ইতিহাস বলছে রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। সুতরাং প্রথম থেকেই ব্যাকফুটে চলে যেতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। তবুও লড়াই চালিয়ে গেলো তারা। ফাফ দু প্লেসি মাত্র ২৮ রান করেই সাজঘরে ফেরেন গতকাল। একা কুম্ভ হয়ে বেঙ্গালুরু ব্যাটিং’কে এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি। সানরাইজার্স ম্যাচে ৬৩ বলে ১০০ করেছিলেন। গতকাল গুজরাতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এলো ৬১ বলে ১০১* রান। মূলত বিরাটের ব্যাটিং বিক্রমেই ১৯৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স । অনবদ্য শতরানে ক্রিকেটজনতার শুভেচ্ছা আদায় করে নেন বিরাট।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমান গিলের দিদিকে আক্রমন কোহলিভক্তদের-

১৯৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাত। তবে বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে টলাতে পারে নি বেঙ্গালুরু। চমৎকার অর্ধশতক করেন বিজয় শঙ্কর। আর অনবদ্য ৫২ বলে ১০৪* রানের ইনিংস খেলে বেঙ্গালুরুর আইপিএল স্বপ্ন চুরমার করলেন শুভমান। এর আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধেও পেরোলেন তিন অঙ্কের মাইলস্টোন। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে গুজরাতকে জেতান শুভমান। কমলা টুপির দৌড়ে বর্তমানে দ্বিতীয় স্থানে তিনি। ২৩ বর্ষীয় ব্যাটার ১৪ ম্যাচে করেছেন ৬৮০ রান। শীর্ষে থাকা ফাফ দু প্লেসির সংগ্রহ ১৪ ম্যাচে ৭৩০। প্লে-অফে দু প্লেসিকে টপকে যাওয়াই লক্ষ্য থাকবে শুভমানের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
অনবদ্য শতরান করার জন্য নেটমাধ্যমের শুভেচ্ছা কুড়োচ্ছেন শুভমান। অনেকেই তাঁকে ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ’ বলে অভিহিত করেছেন। অনেকে ‘নতুন প্রজন্মের কোহলি’ আখ্যা দিয়েছেন তাঁকে। ‘আগামী দশকটা শুভমানের হতে চলেছে’, স্নেহাশীষ বর্ষিত হয়েছে তাঁর ওপরে। তবে ফুলের সাথে সাথে জুটেছে কাঁটাও। শুভমানের শতরানে RCB প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে, এই সত্যটা মেনে নিতে পারছেন না এক শ্রেণির সমর্থক। তাঁরা কদর্য আক্রমণ শানিয়েছেন তরুণ ওপেনারের দিকে। ‘পন্থ নয় গাড়ি দুর্ঘটনায় পড়া উচিৎ ছিলো শুভমানের’ লিখেছেন এক নেটিজেন। এমনকি নিস্তার পান নি শুভমানের দিদিও। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে অশ্লীল মন্তব্যের ঝড় বইয়ে দেন বিক্ষুব্ধ বেঙ্গালুরু সমর্থকেরা।
গোটা ঘটনায় যথেষ্ট বিরক্ত শুভবুদ্ধিসম্পন্ন ক্রিকেট অনুরাগীরা। ‘এহেন আচরন জেন্টলম্যানস গেমকে কলুষিত করে’ বলেছেন অনেকেই। এই জাতীয় কমেন্ট করা ব্যক্তিদের কড়া সাজা দেওয়ার দাবী উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ‘প্রকৃত কোহলি ভক্ত কখনও এমন আচরণ করতে পারে না’ বলেছেন জনৈক নেটনাগরিক। যাঁরা শুভমান ও তাঁর দিদির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অশ্রাব্য কথাবার্তা লিখছেন তাঁদের ‘টক্সিক’ বা ‘বিষাক্ত’ আখ্যা দিয়েছে সোশ্যাল মিডিয়া।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখুন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের টুকরো চিত্র-
Some of the sick kohli fans abusing Gill & his family(especially his sister)
This toxicity and the negative energy creates by these sk called fans is also one reason for the king to not see the light🏃
GILL is the Future superstar of Indian cricket❤
Agree or CRY forever sickos pic.twitter.com/8TYLG2LwTI— Karthick Shivaraman (Imagine NO Blue tick Here) (@iskarthi_) May 21, 2023
Look at the tweets today for Shubhman Gill and his sister. Man this is why I hated when Kohli – Anushka pardoned that "IIT graduate" who gave rape threat to vamika. Some of these guys need to be behind bars and careers ruined. He should have been made an example to stop all this.
— ∆nkit🏏 (@CaughtAtGully) May 21, 2023