IPL 2023: ষোড়শ আইপিএলের লীগ পর্বের খেলা এসে পৌঁছেছে একদম শেষের দিকে। এখন প্লে-অফে চোখ দলগুলির। আজ ৬০তম ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা কয়েকটি ম্যাচে হারের পর ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে গুঁড়িয়ে দিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিলো রাজস্থান। কিন্তু সেই ফর্ম দীর্ঘস্থায়ী হলো না তাদের। আজ ঘরের মাঠে বেঙ্গালুরুর সামনে খড়কুটোর মতই উড়ে গেলো তারা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক দু প্লেসি। আজ বিরাট কোহলি রান না পেলেও জোড়া অর্ধশতক করেন দু প্লেসি এবং ম্যাক্সওয়েল। ডেথ ওভারে অনুজ রাওয়াতের আগুনে ব্যাটিং বেঙ্গালুরুকে পৌঁছে দেয় ১৭২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না রাজস্থানের ব্যাটাররা। তারকা ওপেনিং জুটির সম্মিলিত স্কোর দাঁড়ালো শূন্য। রান পান নি সঞ্জু স্যামসনও। আইপিএলে নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখতে পারলেন না জো রুট। ১৪ বলে ১০ রান করে আউট হন তিনি। প্রত্যাঘাতের প্রচেষ্টা একমাত্র দেখা গেলো শিমরণ হেটমায়ারের মধ্যে। ১৯ বলে ৩৫ রান করেন তিনি। ওয়েন পার্নেল, কর্ণ শর্মাদের দাপটে হাসতে হাসতে ম্যাচ জিতে নিলো বেঙ্গালুরু। পাওয়ার প্লে’তে ২৯ রানে ৫ উইকেট ছিলো তাদের। সেখান থেকে মাত্র ৫৯ রানে গুটিয়ে গিয়ে লজ্জার মুখে পড়তে হলো রাজস্থানকে। বিতর্কশূন্য অবশ্য হলো না রবিবারের ম্যাচ। যেভাবে দেবদত্ত পাডিক্কালকে আউট করলো রয়্যাল চ্যালেঞ্জার্স, সেই ক্যাচটি নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটদুনিয়া।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উঠছে বিতর্ক-

আজকের ম্যাচে দুটি ক্যাচ তালুবন্দী করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে জস বাটলারকে তালুবন্দী করেন তিনি। ২ বলে খেলে ০ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ইংল্যান্ডের তারকা গত মরসুমে ৪টি শতরান করেছিলেন, এই মরসুমে এরই মধ্যে চারটি শূন্য করে বসলেন তিনি। সিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় দেবদত্ত পাডিক্কালকেও। এই দ্বিতীয় ক্যাচটি নিয়েই যাবতীয় শোরগোল। পঞ্চম ওভারে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি বল তুলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের হাতে। আজ দীর্ঘদিন বাদে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। ব্যাট হাতে বিশেষ সফল না হলেও, বল হাতে উইকেট তুলে দিলেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ওভারের দ্বিতীয় বলটিতে দেবদত্ত পাডিক্কাল ফ্লিক মারতে চেয়েছিলেন মিড উইকেটের দিকে। মাটি ঘেঁষা বল ধেয়ে যায় মহম্মদ সিরাজের দিকে। তাকে তালুবন্দী করতে ভুল করেন নি সিরাজ। মাটি থেকে মাত্র ইঞ্চি খানেক উঁচুতেই ক্যাচ ধরেন তিনি। তবে বল সিরাজের তালুবন্দী হওয়ার আগে মাটি ছুঁয়েছিলো কিনা সেই নিয়ে চলছে বিতর্ক। ভিডিও ফুটেজ দেখে ক্রিকেট অনুরাগীদের একাংশের মন্তব্য বল পুরোপুরি সিরাজের হাতে প্রবেশের আগেই মাটি স্পর্শ করেছিলো। ধরার সময় সিরাজের আঙুলও পুরোপুরি বলের তলায় ছিলো না। কোনো অবস্থাতেই একে আউট দেওয়া যায় না। তবে তাঁদের মতামতের সাথে একমত হন নি তৃতীয় আম্পায়ার রড টাকার। তিনি আউটের সিদ্ধান্তই জানিয়ে দেন। ২০ রানের মাথায় চতুর্থ উইকেট হিসেবে দেবদত্তকে হারায় রাজস্থান। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের সাথে একমত হতে না পেরে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন বহু নেটনাগরিক।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন সিরাজের সেই ক্যাচ-
— Cricbaaz (@cricbaaz21) May 14, 2023