IPL 2023: ২০১৮ সালের আইপিএল নিলামে নীতিশ রানাকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। ভালো প্রদর্শন করায় এরপর থেকে তাঁকে রিটেন করার পথে গিয়েছে শাহরুখ খানের দল। আইপিএলের ষোলোতম মরসুম শুরুর আগে পিঠের চোটে অধিনায়ক শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় নয়া অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রানাকে। দিল্লীর হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রানা’র। শ্রেয়সের অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁকেই যোগ্যতম বলে মনে করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
আগ্রাসী অধিনায়ক হিসেবে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। বিশেষ করে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ডিং-এর সময় প্রতিপক্ষের ওপর নিরন্তর চাপ বজায় রাখা, সঠিক সময়ে সঠিক বোলিং পরিবর্তন করা বিশেষজ্ঞদের চোখে রানাকে অধিনায়ক হিসেবে আলাদা মর্যাদা এনে দিয়েছিলো। ছবিটা পালটে যেতে অবশ্য বেশী সময় লাগলো না। মরসুমের পঞ্চম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নেমেছিলো কলকাতা। মুম্বইয়ের হৃত্বিক শোকিনের সাথে মাঠেই বাকবিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিলো কলকাতা অধিনায়ককে। নীতিশের আগ্রাসনের ভক্ত হলেও এই অতি আগ্রাসন পছন্দ করছে না কলকাতা নাইট রাইডার্স শিবির। দলের পক্ষে থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ম্যাচ হেরে বোলারদের দুষছেন নীতিশ রানা-

গতকাল ওয়াংখেড়েতে ১০ সাক্ষাতে নবমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলো কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ারের শতরানের দৌলতে ২০ ওভারে ১৮৫ রান তোলে নাইট রাইডার্স। চোদ্দবল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মুম্বই। হারের ব্যাখ্যা দিতে গিয়ে রানা জানিয়েছিলেন, “অন্তত ১৫ থেকে ২০ রান কম করেছি আমরা। খারাপ লাগছে ভেঙ্কির (ভেঙ্কটেশ আইয়ার) জন্য, ও শতরান করলো, এত ভালো খেললো, কিন্তু দিনের শেষে পরাজিতের দলে।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
হারের পিছনে বোলিং বিভাগেরও ব্যর্থতা দেখছেন নীতিশ রানা। তিনি জানান, “ওরা (মুম্বই ইন্ডিয়ান্স) আমাদের সেরা বোলারদের নিশানা করেছিলো। আজ সেই চালটা কাজ করেছে। আমরা পাওয়ার প্লে’তে আরও ভালো করতে পারতাম। আমি চাই আমার বোলাররা আরও ভালো পারফর্ম করুক। একটা বা দুটো খারাপ ম্যাচ আসতেই পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা বারবার হচ্ছে। আমরা সাজঘরে ফিরে এই নিয়ে আলোচনায় বসবো।”
নেতৃত্ব খোয়াতে পারেন রানা-

এই মরসুমেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি। শ্রেয়স আইয়ারের অবর্তমানে অধিনায়কত্ব করবেন নীতিশ রানা, এমনটাই জানানো হয়েছে নাইট রাইডার্সের তরফে। কিন্তু মরসুম শেষ হওয়ার আগেই পদ হারানোর আশঙ্কা দেখা গিয়েছে তাঁর। গতকাল ওয়াংখেড়েতে প্রতিপক্ষের হৃত্বিক শোকিনের সাথে ঝামেলায় জড়ান রানা। দুজনেই দিল্লী দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সেখানেও নাকি মুখ দেখাদেখি নেই নীতশ-হৃত্বিকের। সেই ঝামেলার প্রতিফলন গতকাল দেখলো ওয়াংখেড়ের বাইশ গজ। মাত্র ৫ রান করে হৃত্বিকের বলে আউট হয়ে সাজঘরে ফিরছিলেন নীতিশ। তখন তাঁকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন হৃত্বিক। বিষয়টি ভালোভাবে গ্রহণ করেন নি রানা। ব্যাট উঁচিয়ে তেড়ে যান তাঁর দিকে।
দুই দলের দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একে অপরের উদ্দেশ্যে কটুক্তিও করেন দুজনে। বিষয়টি হাতাহাতির দিকে গড়ানোর আগেই হস্তক্ষেপ করেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবকে দেখা যায় নীতিশকে জড়িয়ে ধরে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে। এই আচরণের ব্যাপারে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে বোর্ড। নীতিশের ২৫ শতাংশ এবং হৃত্বিকের ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা বাবদ কেটে নেওয়া হয়েছে। এছাড়া স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে নাইট রাইডার্সকে। সবমিলিয়ে ঘোর চাপে পড়েছেন রানা। এর আগে আচরণজনিত কারণে দিল্লী দল থেকে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। আইপিএলেও যদি এমনটা চলতে থাকে তাহলে বাধ্য হয়েই অধিনায়কত্ব থেকে নীতিশকে সরানো ছাড়া উপায় থাকবে না নাইট রাইডার্সের কাছে।
IPL পয়েন্ট তালিকায় পাঁচে কলকাতা-

দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এই মরসুমে অভিযান শুরু করেছিলো হার দিয়ে। অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে ৭ রানে হেরেছিলো তারা। ঘুরে দাঁড়িয়েছিলো দ্বিতীয় ম্যাচে। ইডেনে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরকে হারাতে বড় ভূমিকা নিয়েছিলেন শার্দূল ঠাকুর এবং তিন স্পিনার- সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী এবং সুয়শ শর্মা। ষোড়শ আইপিএলের সেরা রান চেজে গুজরাতের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনে কলকাতা। শেষ ওভারে বাকি ছিলো ২৯ রান। যশ দয়ালের বলে পরপর পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রিঙ্কু সিং।
টানা দুই জয় পাওয়ার পরের অভিজ্ঞতা অবশ্য সুখের হয় নি কলকাতার। ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। ২২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০৭ রানের বেশী তূলতে পারে নি তারা। আর পঞ্চম ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স গতকাল নাইট রাইডার্সকে হারালো ৫ উইকেটে। পাঁচ ম্যাচ খেলে ২ জয় এবং ৩ হার নিয়ে কলকাতা বর্তমানে লীগ তালিকায় রয়েছে পাঁচ নম্বরে। একে রাজস্থান। সবার নীচে জায়গা পেয়েছে দিল্লী ক্যাপিটালস। পাঁচ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায় নি তারা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023