IPL 2023: গতকাল ধর্মশালার মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিলো দিল্লী ক্যাপিটালস। টুর্নামেন্ট থেকে এর আগেই বিদায় নিয়েছে দিল্লী। কোনোভাবেই এই মরসুমে আর শেষ চারে জায়গা করে নেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। তবে পাঞ্জাবের কাছে গতকালের ম্যাচ ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে প্লে-অফের জায়গা করে নেওয়ার দিকে অনেকটা এগিয়ে যেতে পারত তারা। সুযোগ থাকতো টুর্নামেন্টে ১৬ পয়েন্ট অবধি পৌঁছানোর। কিন্তু শেষমেশ সেই স্বপ্ন আর পূরণ হয় নি শিখর ধাওয়ানদের। ধর্মশালার মাটে জ্বলে উঠলো দিল্লী। পাঞ্জাবকে হারিয়ে ধাওয়ানবাহিনীকে অন্ধকারে ঠেলে দিলেন ওয়ার্নাররা।
এই বছর ফর্ম বিশেষ ভালো যায় নি দিল্লী ক্যাপিটালসের। শুরুটা একদমই ভালো করতে পারে নি তারা। পরপর পাঁচ ম্যাচে হার কপালে জুটেছিলো ডেভিড ওয়ার্নারের দলের। এরপর খানিক ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা দেখিয়েছিলো তারা। ষষ্ঠ থেকে দশম ম্যাচের মধ্যে চারটি জয় পেয়েছিলো দিল্লী। কিন্তু ফের হার তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য করে। গতকালের আগে যে কয়টি ম্যাচ এই মরসুমে জিতেছিলো ক্যাপিটালস শিবির, প্রত্যেকটিতেই জয়ের মূল কারিগর ছিলেন বোলাররা। কালই প্রথমবার নিজেদের ব্যাটিং-এর জোরে ম্যাচ জিতলো তারা। ওয়ার্নার, রাইলি রুশোদের পাশাপাশি ছন্দে ফিরলেন পৃথ্বী শ’ও। তরুণ ব্যাটারের ফর্মে ফেরার পিছনে কি লেডি লাক? ইন্সটাগ্রামে চোখ বোলালে মনে হচ্ছে তেমনটাই।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বিশেষ শুভেচ্ছাতেই বাজিমাত করলেন পৃথ্বী ?

দিল্লী ক্যাপিটালস চলতি মরসুমে পায় নি ঋষভ পন্থকে। চোটের কবলে পড়ে গোটা মরসুম খেলতে পারেন নি তিনি। পন্থের অবর্তমানে আরেক তরুণ ভারতীয় ব্যাটার পৃথ্বী শ-এর থেকেই আশা রেখেছিলেন কোচ রিকি পন্টিং, ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়রা। কিন্তু ব্যাট হাতে ভরসা দিতে পারেন নি তিনি। প্রথমের বেশ কয়েকটি ম্যাচে পৃথ্বীকেই ওপেনার হিসেবে ব্যবহার করেছিলো দিল্লী। কিন্তু বড় রান একবারও করতে পারেন নি তিনি। এইবারের আইপিএলে গতকালের আগে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ১২,৭,০,১৫,০ এবং ১৩। বাধ্য হয়েই তাঁকে বাদ দেয় টিম ম্যানেজমেন্ট। গতকাল ফের একবার সুযোগ পান তিনি। এবং প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন ঝোড়ো অর্ধশতক করে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
পাঞ্জাবের বিরুদ্ধে ওয়ার্নারের সাথে ওপেন করতে নেমে বাইশ গজে ঝড় তোলেন পৃথ্বী। এই মরসুমে দিল্লীর সর্বোচ্চ ওপেনিং জুটি দেখা গেলো গতকাল। অধিনায়ক ওয়ার্নার যখন স্যাম কারানের বলে আউট হন, তখন দিল্লীর স্কোরবোর্ডে যুক্ত হয়ে গিয়েছে ৯৪ রান। পৃথ্বী আউট হন ৩৮ বলে ৫৪ রান করে। ৭টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ১৪৩-র আশেপাশে। হঠাৎ ফর্ম ফেরত আসার কারণ কি? ‘লেডি লাক’-এর দিকেই ইঙ্গিত করছেন পৃথ্বী অনুরাগীরা। গতকাল ধর্মশালা স্টেডিয়ামে পৃথ্বীর সমর্থনে গলা ফাটাতে দেখা গেলো হলুদ পোশাক পরিহিতা এক যুবতীকে। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেন যুবতী। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই জানা যায় যে সেই তরুণীর নাম নিধি তাপাড়িয়া। পোস্টে নিধি লেখেন, “কি দারুণ একটা শো, শ” সাথে হৃদয়ের ইমোজিও জুড়ে দেন। সেই পোস্ট শেয়ার করেন স্বয়ং পৃথ্বীও।
দেখে নিন নিধির সোশ্যাল মিডিয়া পোস্ট-
আগেও দুজনকে দেখা গিয়েছে একসাথে-

বেশ কয়েক দিন হলো মুম্বইয়ের তরুণ ব্যাটারের সাথে দেখা যাচ্ছে নিধি তাপাড়িয়াকে। পেশায় তিনি একজন মডেল। এছাড়াও কিছু মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। বর্ষবরণের পার্টিতে একসাথে উদযাপন করতে দেখা গিয়েছিলো দু’জনকে। পৃথ্বী’র । পোস্ট করা ছবিতে দেখা যায় কালো পোশাক ও টুপিকে একটি সোফার হাতলে বসে রয়েছেন তিনি আর পাশে সোফাটিতে বসে রয়েছেন নিধি। তাঁরও পরনে একটি কালো পোশাক। ছবির ক্যাপশনে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে দিয়েছিলেন পৃথ্বী। একটি পোস্টে অভিনেত্রী ক্যাপশন লিখেছিলেন, “বন্ধুরা ভালোবেসে আমায় লায়লা বলে ডাকে।” পৃথ্বী তাতে মন্তব্য করেন, “এই বন্ধুরা কারা?” মিষ্টি উত্তরে নিধি লিখেছিলেন, “এই যারা কমেন্ট করছে তারা।” ভ্যালেন্টাইনস ডে’র দিনে নিধির সাথে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও ডিলিট করে দেন পৃথ্বী। তার পর থেকেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে জল্পনা চলছিলো তাঁর সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে। গতকাল ধর্মশালায় পৃথ্বীর সমর্থনে গলা ফাটিয়ে নিধি বুঝিয়ে দিলেন তরুণ ক্রিকেট তারকার পাশেই রয়েছেন তিনি।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023