ipl-lsg-vs-mi-match-48-toss-report

LSG vs MI: একানা স্টেডিয়ামে আজ সম্মুখসমরে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। আপাতত কে এল রাহুলের নেতৃত্বাধীন লক্ষ্ণৌ দল (LSG) ৯ ম্যাচ খেলে পাঁচ জয়-সহ রয়েছে ১০ পয়েন্টে। আজ জিতলেও ১২ পয়েন্ট নিয়ে তারা ছুঁয়ে ফেলবে কলকাতা নাইট রাইডার্সকে। যদিও নেট রান রেটের কারণে নাইটদের (KKR) ঠিক পিছনে অর্থাৎ তিন নম্বরে থাকবে তারা। পিছনে ফেলবে চেন্নাই, হায়দ্রাবাদের মত প্লে-অফের দৌড়ে থাকা অন্যান্য দলকে। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে আজকের ম্যাচ মরণবাঁচন। ৯ ম্যাচ খেলে কেবল ৩টি জিতেছে তারা। হেরেছে ৬টিতে। খাতায়-কলমে প্লে-অফে যাওয়ার যেটুকু সম্ভাবনা রয়েছে তাদের, আজ হারলে মিলিয়ে যাবে তাও। দুই শিবিরের মধ্যে ধুন্ধুমার যুদ্ধের আশায় আজ বুক বাঁধছেন ক্রিকেটজনতা।

Read MOre: টি-২০ বিশ্বকাপের জন্য নতুন দল ঘোষণা করবে রোহিত-আগারকার, রিঙ্কু-সহ এই তারকাদের স্কোয়াডে সামিল !!

IPL ম্যাচের সময়সূচি-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ৪৯

তারিখ- ৩০/০৪/২০২৪

ভেন্যু- ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে, লক্ষ্ণৌ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Lucknow Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

BRSAVB Ekana Stadium | LSG vs MI | Image: Twitter
BRSAVB Ekana Stadium | Image: Twitter

একানা স্টেডিয়ামের বাইশ গজে আজ মুখোমুখি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। আইপিএলে চলতি মরসুমে প্রায় প্রতিটি মাঠেই রানের রংমশাল দেখা গেলেও একানা স্টেডিয়ামে ২৫০ বাঁ তার বেশী রান উঠতে দেখা যায় নি। এখানে উইকেট সাধারণত মন্থর হয়। বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। ফলে গতির তারতম্যে পারদর্শী বোলাররা কার্যকরী হন। মাঝের ওভারে সাফল্য পেতে দেখা গিয়েছে স্পিনারদেরও। এখানে এখনও অবধি আইপিএলের ১২টি ম্যাচ আয়োজিত হয়েছে। তার মধ্যে ৬টি খেলায় প্রথমে ব্যাটিং করে জয় এসেছে। ৫টিতে জয় এসেছে রান তাড়া করে। ১টি ম্যাচ থেকেছে অমীমাংসিত।

লক্ষ্ণৌ শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করার কথা ৪০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। যদিও সন্ধ্যায় ম্যাচ হওয়ায় খানিক স্বস্তি মিলতে পারে ক্রিকেটারদের। নবাবের শহরে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রী থাকার সম্ভাবনা। মঙ্গলবার লক্ষ্ণৌর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ১৫ শতাংশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বায়ুপ্রবাহের গতি থাকতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা। ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আজ নেই।

দুই দলের প্রথম একাদশ-

LSG vs MI | Image: Twitter
LSG vs MI | Image: Twitter

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, অ্যাস্টন টার্নার ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, নবীন উল হক ✈, মায়াঙ্ক যাদব।

বিকল্প- আর্শিন কুলকার্ণি, মণিকরণ সিদ্ধার্থ, কৃষ্ণাপ্পা গৌতম, যুধবীর সিং চরক, প্রেরক মাঁকড়।

মুম্বই ইন্ডিয়ান্স (MI)-

রোহিত শর্মা, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, টিম ডেভিড ✈, মহম্মদ নবি ✈, পীয়ূষ চাওলা, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, জসপ্রীত বুমরাহ।

বিকল্প- নুয়ান তুষারা ✈, কুমার কার্তিকেয়, ডিওয়াল্ড ব্রেভিস, নমন ধির, শামস মুলানি।

*✈- বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

KL Rahul and Hardik Pandya | LSG vs MI | Image: Twitter

কে এল রাহুল-

আমরা প্রথমে বোলিং করবো। উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে চাইবো। কত করতে হবে সে সম্পর্কে একটা ধারণাও হবে। আমাদের মাঠে নেমে ভালো খেলতে হবে। আমরা কিছু ভালো জয় পেয়েছি। কিছু বদল রয়েছে। ক্যুইন্টন ডি কক খেলছে না। (আর্শিন) কুলকার্ণি দলে আছে। মায়াঙ্ক (যাদব) ও ফিরেছে। ও খুবই ভালো বোলিং করেছে। প্রভাবিত করেছে। আমি মেডিক্যাল টিম আর ফিজিওদের পিছনে হত্যে দিয়েছিলাম (মায়াঙ্ক’কে ফিট করে তোলার ব্যপারে)। মায়াঙ্ক মুখিয়ে আছে মাঠে নামতে। চোটের কথা দ্রুত ভুলে গেলেই মঙ্গল।

হার্দিক পান্ডিয়া-

ঠিকই আছে। উইকেট দেখে মনে হচ্ছে খানিক মন্থর। আমরা জানি সব ম্যাচই আমাদের কাছে মরণবাঁচন। একটা একটা করে ম্যাচ ধরে এগোতে হবে। যখনই আমরা একটা নির্দিষ্ট প্রথম একাদশ খুঁজে নিতে চেষ্টা করেছি তখনই চোট-আঘাত আমাদের ক্ষতি করেছে। এটা লম্বা প্রতিযোগিতা। আমরা নিজেদের খেলোয়াড়দের উপর প্রতি মুহূর্তে আস্থা রাখছি। (জেরাল্ড) ক্যুৎসিয়ে ফিরছে (লুক) উডের বদলে।

LSG vs MI, টস রিপোর্ট-

ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

Also Read: “অবশেষে প্রাপ্যটুকু পেলো…” টি-২০ বিশ্বকাপে সঞ্জু স্যামসন সুযোগ পাওয়ায় খুশির ঢল নেটদুনিয়ায় !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *