rinku-should-get-into-t20-wc-ahead-of-these-three

অবশেষে জল্পনার অবসান। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিলো অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। গত দেড় বছর ধরেই টি-২০ ক্রিকেটে বিশেষ রূপরেখা নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। সিনিয়রদের খানিক বিশ্রাম দিয়ে পরখ করা দেখা হচ্ছিলো একঝাঁক নতুন মুখকে। তাঁদের মধ্যে অনেকেই জায়গা করে নিয়েছেন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে। প্রত্যাশামতই অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কানাঘুষো শোনা গিয়েছিলো কোহলিকে নাকি চাইছেন না আগরকার’রা। বাস্তবে অবশ্য তা হয় নি। দলে জায়গা পেয়েছেন তিনি। রয়েছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজার মত পরীক্ষিত তারকাও।

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (Sanju Samson), ঋষভ পন্থদের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)  আসরে দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। সড়ক দুর্ঘটনার অন্ধকার কাটিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভের (Rishabh Pant)। কেরিয়ারের দ্বিতীয় অধ্যায়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। অনেক সময় ভালো খেলেও বাদ পড়তে হয়েছে সঞ্জুকে। তিনি সুযোগ পাওয়াতেও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার। প্রত্যাবর্তন হচ্ছে যুজবেন্দ্র চাহালেরও। ফিরছে কুলদীপ যাদবের সাথে তাঁর কুল-চা জুটি। এছাড়া ফর্মে থাকা শিবম দুবেও জায়গা পেয়েছেন স্কোয়াডে। তবে খানিক অপ্রত্যাশিত ভাবেই মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। আলিগড়ের তরুণের না থাকা ভাবিয়ে তুলেছে অনুরাগীদের।

Read More: বিশ্বকাপের দল ঘোষণা হতেই IPL থেকে ব্যান KKR তারকা, অ্যাকশন মুডে BCCI !!

এখনও আশা নেভে নি রিঙ্কুর, দৌড়ে আরও তিন-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

১৫ জনের মূল স্কোয়াডের পাশাপাশি স্ট্যান্ড-বাই হিসেবে টিম ইন্ডিয়া বেছে নিয়েছে আরও চার জনকে। সেখানেই জায়গা হয়েছে রিঙ্কু সিং-এর। দেশের জার্সিতে এর মধ্যে ১৫টি টি-২০ খেলেছেন তিনি। সেখানে ৮৯ গড়ে ৩৫৬ রান রয়েছে তাঁর। একাধিক ম্যাচে ‘ফিনিশার’ হিসেবে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন রিঙ্কু (Rinku Singh)। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছেন চমকপ্রদ সব ইনিংস। দল চাপে পড়লে তিনি যে দায়িত্বশীল ইনিংস খেলতেও সক্ষম তা বুঝিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সাথে লম্বা জুটি গড়ে। অনেকেই ধরে নিয়েছিলেন তিনিই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের ‘ফিনিশার’ হবেন। কিন্তু তাঁকে স্ট্যান্ড-বাই-এর তালিকায় স্থান পেতে দেখে চমকেছেন তাঁরা।

তবে কি উত্তরপ্রদেশের তরুণ তুর্কির টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)  খেলার স্বপ্ন অধরাই থাকছে? এখনই হাল ছাড়তে রাজী নন অনুরাগীরা। জানা গিয়েহে যে ২৫ মে অবধি প্রত্যেকটি দলের কাছে সুযোগ রয়েছে স্কোয়াডে রদবদল করার। চলতি আইপিএলে এখনও অবধি খানিক নিষ্প্রভই ঠেকেছে রিঙ্কুকে (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে তাঁর সামনে রয়েছে গ্রুপ পর্বের আরও পাঁচটি ম্যাচ। তারপর রয়েছে প্লে-অফ খেলার সম্ভাবনা। আসন্ন ম্যাচগুলিতে যদি ভালো করতে পারেন তাহলে স্ট্যান্ড-বাই থেকে সরাসরি সুযোগ মিললেও মিলতে পারে মূল স্কোয়াডে। একই কথা প্রযোজ্য স্ট্যান্ড-বাই তালিকায় থাকা বাকি তিন ক্রিকেটার শুভমান গিল, খলিল আহমেদ ও আবেশ খানের জন্যও।

Also Read: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *