fans-laud-sanju-for-t20-wc-selection

লম্বা অপেক্ষার পর অবশেষে আজ দুপুরে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড প্রকাশ করলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। সংবাদমাধ্যম সূত্রে খবর ছিলো যে মে মাসের প্রথম দিকেই ঘোষণা করা হতে পারে স্কোয়াড। তার আগেই, অর্থাৎ এপ্রিলের ৩০ তারিখে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কারা উড়ে যাবেন তা স্পষ্ট করে দিলো অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। পনেরো সদস্যের দলে প্রত্যাশামতই অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের মত টি-২০ জগতের মহাতারকারাও। তবে যে নামটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশী গুঞ্জন তা নিঃসন্দেহে সঞ্জু স্যামসনের।

Read More: “জাস্টিস ফর রিঙ্কু…”, বিশ্বকাপের দলে জায়গা পেলেন না KKR তারকা, BCCI’র মুন্ডুপাত করলো নেটিজেনরা !!

ভালো খেলেও জাতীয় দলে বঞ্চিত-এই ট্যাগ যেন গত কয়েক বছরে গায়ে আঠার মত আটকে ধরেছিলো সঞ্জু স্যামসনের। মাঝেমধ্যে তিনি সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামার। ভালো পারফর্ম করলেও কোনো অজানা কারণে পড়তে হয়েছে বাদ। গত বছরের এশিয়া কাপে অতিরিক্ত ক্রিকেটার ছিলেন। কে এল রাহুল ফিট হয়ে ওঠার সাথে সাথে ফেরত পাঠানো হয় তাঁকে। ওডিআই বিশ্বকাপেও জায়গা পান নি তিনি। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণার সময় নির্বাচকদের আর উপেক্ষার সুযোগটুকু দেন নি কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স করে পনেরোজনের স্কোয়াডে জায়গা সুনিশ্চিত করেছেন তিনি।

সঞ্জু সুযোগ পাওয়ায় খুশির ঢেউ সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারের দুনিয়ায় তিনি বরাবরই জনপ্রিয়। আজকের দিনটা সেলিব্রেট করতে কোনো কসুর ছাড়ছেন না তাঁর অনুরগীরা। ‘৯ ম্যাচে ৭৭ গড়ে ৩৮৫ রান। এরপর বাদ দেবে কোন সাহসে?’ যেন বোর্ডের দিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এক নেটিজেন। ‘এবার দেশের জার্সিতেও বুঝিয়ে দাও সঞ্জু কেন তুমি সেরা’ জানিয়েছেন এক ভক্ত। ‘কেরলের গর্ব এবার দেশকে সাফল্য এনে দেবে’ নিজের রাজ্যের ক্রিকেটপ্রেমীদের পাশে পেয়েছেন তিনি। দীর্ঘদিন পারফর্ম করেও নানা কারণে জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। অবশেষে সঞ্জুর ভাগ্যে শিকে ছেঁড়ায় অনেকেই বলছেন, ‘এটা তো ওর প্রাপ্যই ছিলো।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: T20 World Cup 2024 in Bengali: টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হল ঘোষণা, এই তুখোড় খেলোয়াড়কে দেখানো হল বাইরের রাস্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *