টিম ইন্ডিয়ার হেড কোচ পদ হাতছাড়া হচ্ছে গৌতম গম্ভীরের, MS ধোনির পছন্দের হাতেই উঠছে দায়িত্ব !! 1

আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) পর প্রধান কোচের দায়িত্ব সমাপ্ত হচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ২০২১ সাল থেকে ভারতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন দ্রাবিড়। তবে কোচ হিসেবে দ্রাবিড়ের কপালে জোটেনি আইসিসির কোনো ট্রফি, দ্রাবিড়ের সময়কালে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ খেলছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে এবং ২০২৩ বিশ্বকাপে ফাইনালে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে, আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপ হতে চলেছে দ্রাবিড়ের কাছে শেষ সুযোগ ভারতকে ট্রফি এনে দেওয়ায়।

গম্ভীরের বদলে কোচ করা হবে ফ্লেমিং কে

csk coach stephen fleming might become team india coach
Stephen Fleming | Image: Getty Images

বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নির্বাচিত করতে চলেছে। এটাও জানা গিয়েছিল যে, বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তারা গৌতম গম্ভীরের সঙ্গে কথাও বলে ফেলেছেন। তবে এখন জানা গিয়েছে গৌতম গম্ভীর ছাড়াও বিসিসিআইয়ের চোখে আরও একজন কোচ রয়েছেন। তিনি হলেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং (Stephen Fleming)। কোচ হিসেবে বেশ সফল ফ্লেমিং এবং তাকে কোচ হিসেবে যেনতেন প্রকারে দেখতে চান জয় শাহ’রা। তবে প্রধান কোচ হতে গেলে ফ্লেমিংকে চলতি আইপিএল ২০২৪’এর ফাইনালের পরদিনের মধ্যে জমা দিতে হবে ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আবেদন পত্র।

Read More: “এরকম কোনো কাজই করি ….”, রোহিত শর্মার করা পোস্টের পালটা জবাব স্টার স্পোর্টসের, ঠান্ডা যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া !!

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই ফ্লেমিংকে ভারতীয় দলের (Team India) কোচ করার জন্য মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) থেকে সাহায্য নিতে চলেছে। প্রসঙ্গত আইপিএলে মহেন্দ্র সিং ধোনি এবং স্টিভেন ফ্লেমিং এর কেমিস্ট্রি বেশ জম্পেশ। ২০০৮ সাল থেকে একে অপরের বেশ ভালো পরিচিত, ২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন ফ্লেমিং এবং ক্যাপ্টেন ধোনির সঙ্গে আইপিএলে পাঁচবার শিরোপাও জয় করে নিয়েছেন তিনি। আইপিএল ইতিহাসের সব থেকে সফল কোচ হলেন ফ্লেমিং।

ফ্লেমিংকে শামিল করতে ধোনির সাহায্য নেবে BCCI

MS Dhoni and Stephen Fleming | Image: Getty Images
MS Dhoni and Stephen Fleming | Image: Getty Images

পাশাপশি, একাধিক বিদেশি লীগেও কোচিং করার অভিজ্ঞতা রয়েছে ফ্লেমিংয়ের। তবে ফ্লেমিং লম্বা সময়ের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নন, মূলত ভারতীয় দলের কোচ হতে গেলে ২০২৭ সাল পর্যন্ত তাকে দায়িত্বে থাকতে হবে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, “ফ্লেমিং এখনও না বলেননি, চুক্তির মেয়াদ সম্পর্কে ভাববেন বলে জানিয়েছেন তিনি। রাহুল দ্রাবিড়ও প্রথম দিকে দায়িত্ব নিতে রাজি ছিলেন না, তবে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়েছিলেন। যদি ফ্লেমিং রাজি হন সেটা অবশ্যই ভালো লক্ষণ এবং এই কাজ করার জন্য মহেন্দ্র সিং ধোনিই হবেন যোগ্য ব্যাক্তি।

Read Also: Team India: আয় বাড়ছে রোহিত, বিরাটদের, টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাসের চিন্তাভাবনা বোর্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *