IPL 2023: “কখনোই হাল ছাড়ি নি…” কলকাতাকে হারিয়ে প্লে-অফে পা দিয়ে তৃপ্তির সুর ক্রুণাল পান্ডিয়ার গলায় !! 1

IPL 2023: সহজ ছিলো সমীকরণ। ইডেন গার্ডেন্সে এসে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে হবে। তাহলেই জায়গা করে নেওয়া যাবে আইপিএলের শেষ চারে। অন্য কোনো দলের ফলাফলের দিকে নজর রাখতে হবে না তখন। আর হারলে জটিল হয়ে যাবে অঙ্ক। তখন চোখ রাখতে হবে আগামীকালের বেঙ্গালুরু বনাম গুজরাত এবং মুম্বই বনাম সানরাইজার্স লড়াইয়ের দিকে। নিজেদের ভবিতব্য অন্যের হাতে ছাড়তে চাইছিলেন না ক্রুণাল পান্ডিয়ারা। আজ মোহনবাগানের সবুজ-মেরুন গায়ে চাপিয়ে কলকাতার মাঠে কলকাতা বধের কঠিন কাজটা করে দেখালো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এর আগের বছর এই মাঠেই রজত পতিদারের শতরানের সামনে মুখ থুবড়ে পড়েছিলো সুপারজায়ান্টসদের খেতাব জয়ের স্বপ্ন। এলিমিনেটর থেকেই বাইরের রাস্তা দেখতে হয়েছিলো। আজ সেই মাঠেই শেষ চারের যোগ্যতা অর্জন করলো তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট খুইয়ে চাপে পড়েছিলো লক্ষ্ণৌ। হর্ষিত রানার বলে আউট হন করণ শর্মা। এরপর বৈভব আরোরার গতির সামনে পরাস্ত হতে দেখা যায় প্রেরক মাঁকড় এবং মার্কাস স্টয়নিস। এক দারুণ শর্ট বলে ফর্মে থাকা স্টয়নিসকে ফিরিয়ে আশার আলো দেখিয়েছিলেন বৈভব। কিন্তু পরের কয়েক ওভারে ইডেনের হাজার ওয়াটের আলোর সবটুকুই কেড়ে নিয়ে গেলেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান ক্রিকেটারের ৩০ বলে ৫৮ রানের ইনিংস লক্ষ্ণৌকে পৌঁছে দিলো ১৭৬ রানে। ৭৩ রানের মধ্যে ৫ উইকেট ফেলে দিয়েও শেষলগ্নে বড় রান খরচ করে ফেলে নাইট বোলাররা। পুরানের পাশাপাশি ২৫ রানের ইনিংস খেলেন আয়ুষ বাদোনি। ৪ বলে ১১ করে অপরাজিত থাকেন কৃষ্ণাপ্পা গৌতম।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

আজ অষ্টম ওপেনিং জুটি ব্যবহার করলো কলকাতা। ব্যাট হাতে শুরুটা খারাপ করেন নি জেসন রয় এবং ভেঙ্কটেস আইয়ার। প্রথমে সাজঘরে ফেরেন আইয়ারই। তিনি করেন ১৫ বলে ২৪ রান। ২৮ বলে ৪৫ রান করে জেসন রয় আউট হওয়ার পর ধ্বস নামে কলকাতার ব্যাটিং-এ। রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল-আজ রান পান নি কেউই। প্লে-অফে জায়গা পেতে বড় ব্যবধানে জয় দরকার ছিলো নাইটদের। সেখানে বড় ব্যবধানে হারের আশঙ্কা জাঁকিয়ে বসেছিলো কলকাতা ডাগ-আউটে। বিপত্তারণ হিসেবে আজকেও উদয় হলো সেই রিঙ্কু সিং-এর। ৩৩ বলে অপরাসজিত ৬৭ রান করেন তিনি। কিন্তু রিঙ্কুর ব্যাটে রানের রোশনাইও আজ বাঁচাতে পারলো না কলকাতাকে। ১ রানে হারলো তারা। হাড্ডহাড্ডি ম্যাচে জিতে তৃপ্ত লক্ষ্ণৌ অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

‘গোটা দলের কৃতিত্ব…’ বলছেন ক্রুণাল-

KKR vs LSG | IPL 2023 | image: twitter
Interim captain Krunal Pandya guided LSG to the IPL play-offs

টুর্নামেন্টের মাঝপথে আচমকাই এসে গিয়েছিলো অধিনায়কত্বের দায়িত্ব। চোট পেয়ে ছিটকে গিয়ছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের নিয়মিত অধিনায়ক কে এল রাহুল। গত মরসুমে ভাই হার্দিক চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে। আর এই বছর খেতাব জয়ের উদ্দেশ্যে দৃঢ় পদক্ষেপে এগোচ্ছে দাদা ক্রুণালের লক্ষ্ণৌ। টুর্নামেন্টের মাঝপথে ফর্মের গ্রাফ নীচের দিকে নেমেছিলো দলের। সেই পরিস্থিতি থেকে দলকে প্লে-অফ অবধি নিয়ে যাওয়ার মত কঠিন কাজটা করে দেখিয়েছেন ক্রুণাল। খেলা শেষে অনুভূতি জানাতে গিয়ে বললেন, “তৃপ্তি অনুভব করছি। আমরা কখনও হাল ছাড়ি নি। চাপের মুখে পড়েছি, কিন্তু ছেলেদের কৃতিত্ব দিতেই হবে।”

জয়ের যাত্রাপথ ব্যাখ্যা করতে গিয়ে ক্রুণাল জানান, “একটা সময় ওরা (নাইট রাইডার্স) ১ উইকেটের বিনিময়ে ৬১ রান করেছিলো। কিন্তু এই পর্যায়ে দেখেছি ২-৩ ওভার রান আটকে দিলেই ম্যাচে ফেরা যায়। স্পিনারদের জন্য উইকেটে খানিক সাহায্যও ছিলো এখানে।” ধুন্ধুমার ব্যাট করে নাইটদের প্রায় জিতিয়ে দিয়েছিলেন রিঙ্কু সিং। গোটা দেশের মত ক্রুণালকেও দেখা গেলো রিঙ্কু বন্দনায় মাততে। বলেন, “এই বছর রিঙ্কুর জন্য স্পেশ্যাল। প্রতিটা খেলায় ও যখন ক্রিজে থাকে, ম্যাচকে হাল্কাভাবে নেওয়ার কোনো প্রশ্নই থাকে না। আজ ও আবার সেটা দেখালো”

দলের বোলিং সম্পর্কে ক্রুণালের মন্তব্য, “ডেথ ওভারে পরিকল্পনামাফিক বল করা একটা চাপের পরিস্থিতি। প্রতি বলের পর আমি আমার বোলারদের সাথে কথা বলছিলাম। আমি ওদের বলছিলাম নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে। তারপরেও যদি ব্যাটার ভালো শট মারে তাতে আমাদের তো কিছু করার নেই।” শেষ ওভারে যশ ঠাকুরের হাতে কেনো বল তুলে দিলেন? প্রশ্নের উত্তরে ক্রুণাল জানান, “আমি নিজের মনের কথা শুনে চলি। আগের ম্যাচে রিভার্স স্যুইং দেখা গিয়েছিলো তাই মহসীনের সাথে গিয়েছিলাম। কিন্তু আজ দেখলাম উইকেট খানিক মন্থর। তাই যশকে বল দিলাম। দুটো দারুণ ওভার করার পর ও আত্মবিশ্বাসী ছিলো।”

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *