IPL 2023: ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। দুই দলেরই বর্তমানে পয়েন্ট সংখ্যা ১০। আজ যারা জিতবে ১২ পয়েন্টসহ জায়গা করে নেবে তিন নম্বরে। প্লে-অফের দৌড়ে জায়গা করে নিতে মরিয়া দুই দলই। টসে জিতে আজ প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ট্রেন্ট বোল্ট শুরুতে ধাক্কা দিয়েছিলেন নাইট ব্যাটিং’কে। এরপর মাঝের ওভারগুলোয় স্পিনের জাদুতে নাইটদের মাত করেন যুজবেন্দ্র চাহাল। মাত্র ১৪৯ রানের বেশী এগোতে পারে নি তারা। রান তাড়া করতে নেমে আজ যশস্বী জয়সওয়াল ঝড় তুললেন শুরু থেকেই। জস বাটলারের ব্যাট ইডেনে বিশেষ না চললেও, হাওয়ার গতিতে রাজস্থানকে এগিয়ে নিয়ে চললেন তরুণ যশস্বীই।
সবে তখন ব্যাট করতে নেমেছে রাজস্থান। ইনিংসের প্রথম দুই-একটি বল দেখেশুনে খেলতেই দেখা যায় ওপেনারদের। কুড়ি-বিশের ক্রিকেটেও পিচের চরিত্র বুঝে নিতে ঐটুকু সময় নেন বিশ্বের সেরা ব্যাটাররাও। তবে যশস্বী জয়সওয়াল অন্য ধাতুতে গড়া। সময় নিয়ে, দেখে শুনে ক্রিকেট খেলা তাঁর সিলেবাসেই নেই। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করে ম্যাচের সেরা হয়েছিলেন। সেদিন জানিয়েছিলেন স্ট্রাইক রেট বাড়ানোর সংকল্প নিয়েই মাঠে নেমেছেন এই মরসুমে। প্রতিজ্ঞা থেকে যে তিনি এখুনি সরছেন নাম, তা বোঝালেন বছর একুশের ব্যাটার। ইনিংসের প্রথম দুই বলকে সটান আছড়ে ফেললেন গ্যালারিতে। কলকাতার ব্যাটারদের খেলা দেখে সম্ভবত খানিক ঝিমিয়ে পড়েছিলো ইডেন। যশস্বীর ব্যাটিং বিক্রমে জেগে উঠলো ক্রিকেটের নন্দনকানন।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
যশস্বীতে মোহিত বিরাট কোহলিও-

দিল্লীর বিরুদ্ধে ৭৭, মুম্বইয়ের বিরুদ্ধে ১২৪। প্রশ্ংসা অর্জনের জন্য যথেষ্ট ছিলো এই দুই ইনিংসই। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রাচীনতম মাঠকেও আজ নিজেদের ক্রিকেট লেগ্যাসির অংশ করে নিলেন যশস্বী। নাইট বোলারদের যথেচ্ছ পিটিয়ে গড়ে ফেললেন নতুন রেকর্ড। ৬,৬,৪,৪,২,৪- মোট ২৬ রান এলো নীতিশ রানার প্রথম ওভার থেকে। এর পরের সাত বলে যশস্বীর ব্যাট থেকে এলো যথাক্রমে ১,৪,৬,৪,৪,৪ এবং ১। মাত্র ১৩ বলে অর্ধশতক করে আউপিএলে দ্রুততম অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে নিলেন তরুণ ব্যাটার। ১২ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতক করেছিলেন যুবরাজ সিং। অল্পের জন্য কিংবদন্তী অলরাউন্ডারের পাশে জায়গা করে নেওয়া হলো না যশস্বীর।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শেষ ম্যাচে হেরে গিয়েছে তাঁর দল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে লীগ তালিকায় পিছিয়ে পড়েছে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। সেই পরাজয়ের গ্লানি সরিয়ে ফেলতেই সম্ভবত টেলিভিশনের সামনে বসেছিলেন বিরাট কোহলি। ইডেনে যশস্বী ঝড় মন কেড়ে নিয়েছে তাঁরও। তরুণ ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে বেছে নিয়েছেন ইন্সটাগ্রামের মাধ্যম। ইন্সটাগ্রামের দুনিয়ায় ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় জনপ্রিয়তম কোহলি। নিজের ২৪৮ মিলিয়ন ফলোয়ারকে যশস্বীর কৃতিত্বের খবর স্বতপ্রণোদিত হয়েই জানিয়েছেন কোহলি। লেখেন, “ওয়াও! এটা আমার দেখা অন্যতম সেরা ব্যাটিং। কি অসামান্য একজন প্রতিভা।” সাথে টেলিভিশন স্ক্রিনে যশস্বীর ছবিও জুড়ে দিয়েছেন তিনি। দিনকয়েক আগে এভাবেই ঋদ্ধিমান সাহা এবং রশিদ খানের তারিফ করেছিলেন তিনি। বিরাটের প্রশংসা কি তবে একদিনের বিশ্বকাপের দলের টিকিট আদায় করে দেবে যশস্বীকে? চলছে জল্পনা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখে নিন বিরাটের পোস্টটি-
