ipl-kohli-had-chat-with-umpire-at-eden

IPL 2024: গতকাল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি মরসুমে দুরন্ত গতিতে ছুটতে থাকা নাইটদের ঘোড়ার লাগাম দিনকয়েক আগে টেনে ধরেছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি কলকাতার হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই হারের ধাক্কা কাটিয়ে লীগ তালিকায় সবার নীচে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে ২ পয়েন্ট তুলে নিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিলো গতকাল নাইটদের (KKR)। জমজমাট লড়াই শেষে লক্ষ্যপূরণে সফল হলো বেগুনি-সোনালী বাহিনী।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো বেঙ্গালুরু (RCB)। সুনীল নারাইন দ্রুত আউট হলেও গতকাল কালবৈশাখী দেখা গেলো ফিল সল্টের ব্যাটে। মাত্র ১৮ বলে ৪৮ রান করেন তিনি। অর্ধশতক করেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। আন্দ্রে রাসেল, রমনদীপ সিং-দের ক্যামিও কলকাতাকে পৌঁছে দেয় ২২২ রানে। রান তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের বেগে করেছিলেন বিরাট কোহলি, জোড়া অর্ধশতক করেন উইল জ্যাকস, রজত পতিদারও। শেষ বলে দুরন্ত তৎপরতায় লকি ফার্গুসনকে (Lockie Ferguson) রান আউট করে মাত্র ১ রানে নাইটদের জয় সুনিশ্চিত করেন উইকেটরক্ষক সল্ট। গতকালের জমজমাট জয়ে নাইটদের সুবিধা হলেও বিদায়ের মুখে বেঙ্গালুরু। একই সাথে বিরাট কোহলির আউট নিয়ে তৈরি হলো তীব্র বিতর্ক।

Read More: IPL 2024: CSK ম্যাচে ফিক্সিং করেছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তথ্য ফাঁস হতেই শুরু তোলপাড় !!

আউট না নট-আউট? চললো বিতর্ক-

Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Virat Kohli | IPL 2024 | Image: Getty Images

খাতায়কলমে খেলা নাইটদের ঘরের মাঠে হলেও সমর্থক সংখ্যার নিরিখে মোটেই পিছিয়ে ছিলো না বেঙ্গালুরু (RCB)। মাঝেমধ্যেই গ্যালারি থেকে শোনা গেলো আরসিবি আরসিবি চিৎকার। যাঁর জন্য অ্যাওয়ে দল এহেন সমর্থন পেলো ক্রিকেটের নন্দনকাননে সেই বিরাট কোহলি (Virat Kohli) বেঙ্গালুরুর সবুজ জার্সিতে নিজের ইনিংসের শুরুটা করেছিলেন ধুন্ধুমার ভঙ্গিতে।

এমনিতে ইডেন তাঁর পয়া মাঠ। প্রথম আন্তর্জাতিক শতরান এখানে। গোলাপী বল টেস্টে শতরান রয়েছে কলকাতায় (KKR)। এমনকি দিনকয়েক আগে বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতক রয়েছে ইডেনে। গতকালও একটি চার ও দুটি ছক্কা মেরে আশা জাগিয়েছিলেন বড় ইনিংসের। কিন্তু একটি বিতর্কিত ডেলিভারিতেই চুরমার হলো আশা।

বেঙ্গালুরু ইনিংসের তৃতীয় ওভারে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বল তুলে দিয়েছিলেন হর্ষিত রানার (Harshit Rana) হাতে। ওভারের প্রথম ডেলিভারিটি ছিলো বেশ খানিকটা উঁচুতে। সামলাতে পারেন নি বিরাট। ব্যাট স্পর্শ করার পর বোলার হর্ষিতের হাতেই জমা পড়ে বল। আম্পায়ার আউট দিলেও উচ্চতার কারণে বলটিকে ‘নো’ ঘোষণার দাবী জানান বিরাট (Virat Kohli)। তিনি রিভিউ নেন। তবে থার্ড আম্পায়ার’ও বলটিকে বৈধ বলেই ঘোষণা করেন।

রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছিলো যে ব্যাট ও বলের যখন সম্পর্ক হয়েছিলো তখন কোহলির (Virat Kohli) কোমরের উপরে ছিলো ডেলিভারিটি। তার ব্যাখ্যাও দিয়েছিলেন তৃতীয় আম্পায়ার। কোমর অবধি কোহলির উচ্চতা ১.০৪ মিটার। হক-আই প্রযুক্তির মাধ্যমে দাবী করা হয় যে ক্রিজে পৌঁছনোর পর বলটির উচ্চতা হত ০.৯২ মিটার। যেহেতু কোহলি খানিক এগিয়ে এসেছিলেন, সেহেতু বল কোমরের উপরে থাকলেও ‘নো’ বল দেন নি আম্পায়ার।

বিরাটকে ব্যাখ্যা দিলেন আম্পায়ার-

Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Virat Kohli | IPL 2024 | Image: Getty Images

বিরাট কোহলি (Virat Kohli) গতকালের ম্যাচে আদৌ আউট ছিলেন? নাকি ভুল সিদ্ধান্তের শিকার তিনি? এই নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটসমাজ। নিজের এক্স-হ্যান্ডেল (পূর্বতন ট্যুইটার) প্রাক্তনী মহম্মদ কাইফ লেখেন, “আমার মনে হয় এটা অন্যায্য সিদ্ধান্ত। যে মুহূর্তে বল ও ব্যাটের সংযোগ হচ্ছে, তখন যদি বল কোমরের উপরে থাকে, তাহলে নো বল ডাকা উচিৎ। এছাড়াও আমার বরাবরই মনে হয়েছে যে বল ট্র্যাকিং-এ অনেক তীক্ষ্ণ ‘ডিপ’ দেখানো হয়।” আরেক প্রাক্তনী নভজ্যোত সিং সিধু’ও ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “বুক ঠুকে বলতে পারি নট-আউট। নিয়ম বদলে গেছে। যে নিয়মগুলো খেলার জন্য মঙ্গলের, সেগুলো পালন করা উচিৎ। ওটা বিমার ছিলো।”

বিপরীত মত দিয়েছেন হর্ষ ভোগলে, ইরফান পাঠানরা। হর্ষ জানান, “ঈশ্বরকে ধন্যবার প্রযুক্তির জন্য। পক্ষপাতিত্বের যাবতীয় অভিযোগ নস্যৎ হয়ে গিয়েছে প্রযুক্তির জন্য।” বিরাট ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকার কারণেই যে নো-বল দেওয়া হয় নি, তা জানিয়েছেন ইরফান পাঠান’ও (Irfan Pathan)। আউট না নট-আউট, এই নিয়ে বিতর্ক যতই থাকুক না কেন, কোহলি স্বয়ং মোটেই খুশি ছিলেন না আম্পায়ারের সিদ্ধান্তে। সাজঘরে ফেরার পথে ডাস্টবিনে আঘাত করেন তিনি। ছুঁড়ে ফেলেন ব্যাট।

ম্যাচ শেষে দেখা যায় চমকপ্রদ দৃশ্য। বেঙ্গালুরুর পরাজয়ের পর ইডেনের সাজঘরে ফিরছিলেন কোহলি (Virat Kohli)। তাঁকে দেখে এগিয়ে যান আম্পায়ার। নিজে থেকেই কোহলির সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। সম্ভবত নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা আরও একবার দিচ্ছিলেন তিনি। আউট হওয়ার পর তাৎক্ষণিক মেজাজ হারালেও ততক্ষণে শান্ত হয়ে গিয়েছিলেন কোহলি। আম্পায়ারের কথা মন দিয়েই শুনতে দেখা গিয়েছে তাঁকে। তবে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ঠিকই। শ্যাডো ব্যাটিং করে বোঝানোর চেষ্টা করেন যে কোমরের উচ্চতার উপরেই ছিলো বল।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: বিরাটের আউট নিয়ে সরব ক্রিকেট দুনিয়া, সাসপেন্ড হতে পারেন আম্পায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *