IPL 2024: বিরাটের আউট নিয়ে সরব ক্রিকেট দুনিয়া, সাসপেন্ড হতে পারেন আম্পায়ার !! 1

IPL 2024: বিরাট কোহলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আসলে চলতি আইপিএলের ৩৬তম ম্যাচে বিরাটের আউট এখন বিতর্কের আকার ধারণ করেছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যান একটি বিতর্কিত বলে আউট হন যা সোশ্যাল মিডিয়া এবং ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে।

রবিবার, কলকাতার ফাস্ট বোলার হর্ষিত রানা একটি ফুল টস বল কোহলিকে দেন। কোহলি সেই বল কিছুটা এগিয়ে খেলতে গেলে ক্যাচ আউট হন। আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। কোহলি রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। তবে এখন অনেকেই মনে করছেন কোহলিকে ভুলভাবে আউট দেওয়া হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হল কোহলি যখন রিভিউ নেন, তখন প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিরাটের আউট নিয়ে মুখ খুলেছেন প্রাক্তনরা

IPL 2024: বিরাটের আউট নিয়ে সরব ক্রিকেট দুনিয়া, সাসপেন্ড হতে পারেন আম্পায়ার !! 2

বিরাটের এই আউট নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন খেলোয়াড়রা। এর মধ্যে মোহাম্মদ কাইফ বলেন, “বিরাট কোহলিকে আউট দেওয়াটা আমার মতে ভুল সিদ্ধান্ত ছিল। ব্যাটে আঘাত করার সময় যদি বলের উচ্চতা কোমরের উপরে হয়, তাহলে তাকে নো বল বলা উচিত। আমার এটাও মনে হয়েছে যে বল ট্র্যাকিংয়ের সময় বলটি খুব দ্রুত নিচের দিকে যায়। এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছি না”

একই রকম সুর শোনা গিয়েছে নভজ্যোৎ সিং সিধুর গলায়। তিনি বলেন, “আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে বিরাট কোহলি আউট ছিলেন না। বল যখন ব্যাটে লেগেছিল, তখন তা কোমর থেকে দেড় ফুট উপরে ছিল। আমি জোর গলায় বলি যে বিরাট কোহলি আউট ছিলেন না। সেটি ছিল নো বল। আমাদের সময়ে যদি কোন বোলার ভুল করেও বিমার বল করতে তাহলে তিনি দুই হাত তুলে ক্ষমা চাইতেন। তবে এই সিদ্ধান্তের পর এমনও হতে পারে যে আগামীদিন কোনো ব্যাটসম্যান এগিয়ে এসে খেললে তার মাথায় বল লেগে যেতে পারে।”

নিজের মতামত দেন ইরফান পাঠান

ইরফান পাঠান একটি ভিডিও তৈরি করে এই বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। ইরফান জানান, আইপিএল শুরুর আগেই বিসিসিআই সমস্ত ক্রিকেটারের কোমরের উচ্চতা নিয়েছিল যাতে নো বলের সিদ্ধান্ত আরও সহজে নেওয়া যায়। ইরফান বলেন, “একটু সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। বলটি ছিল ফুল টস। এই বলটি যদি দ্রুত হত তাহলে সেটি তার কোমরের ওপর দিয়ে চলে যেত। কিন্তু বল ছিল ধীরগতির। নীচে নামছিল। বল যেখানে ব্যাটে লেগেছে সব ফ্যানেরই মনে হয়েছে কোমরের ওপর দিয়ে যেত। কিন্তু যে বল নীচে নামছিল। বিরাট পপিং ক্রিজ থাকলে বল কোহলির কোমরের নিচ দিয়ে চলে যেত। মানে এটা একটা লিগ্যাল ডেলিভারি হত। তাই আমার মতে এই বলটা ঠিক ছিল।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *