RCB… RCB… RCB.. অনুষ্কা শর্মা এভাবে করলেন আরসিবির প্লে অফে পৌঁছনোর উল্লাস, ভাইরাল হল পোষ্ট

২১ মে সন্ধ্যেবেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালর আর তার সমর্থকদের জন্য আলৌকিক ঘটনার চেয়ে কম কিছু ছিল না। মুম্বই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হওয়া ম্যাচে দিল্লির হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। এখন ২৫ মে ব্যাঙ্গালোরের দল প্লে অফে লখনউয়ের মুখোমুখী হবে। অন্যদিকে ব্যাঙ্গালোরের প্লে অফে যাওয়ার পর বিরাট কোহলির […]