IPL 2023: প্লে-অফে জায়গা করে নিতে হলে বেঙ্গালুরুকে (RCB) জিততেই হত গতকাল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট ছিলো তাদের। দিনের প্রথম ম্যাচে মুম্বই (MI) সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দেওয়ায় চাপ বেড়েছিলো বেঙ্গালুরুর ওপরে। তাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন রোহিত শর্মারা। শেষ ম্যাচে তাদের সামনে জয় ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিলো না আর। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রতিপক্ষ ছিলো গুজরাত টাইটান্স (GT)। লীগ শীর্ষে থাকা গুজরাতের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না তা জানতেন বিরাট কোহলিরা (Virat Kohli)। তাঁদের উদ্বেগ বাড়িয়েছিলো বৃষ্টি। খেলা ভেস্তে গেলে ছিটকে যেতে হত বেঙ্গালুরুকে। শেষমেশ অবশ্য সদয় হয় প্রকৃতি। এক ঘন্টা দেরীতে হলেও শুরু হয় খেলা।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চিন্নাস্বামী স্টেডিয়ামের ইতিহাস বলছে রান তাড়া করেই এখানে জয়ের সংখ্যা বেশী। সুতরাং প্রথম থেকেই ব্যাকফুটে চলে যেতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। তবুও লড়াই চালিয়ে গেলো তারা। ফাফ দু প্লেসি (Faf Du Plessis) মাত্র ২৮ রান করেই সাজঘরে ফেরেন গতকাল। একা কুম্ভ হয়ে বেঙ্গালুরু ব্যাটিং’কে এগিয়ে নিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সানরাইজার্স ম্যাচে ৬৩ বলে ১০০ করেছিলেন। গতকাল গুজরাতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এলো ৬১ বলে ১০১* রান। মূলত বিরাটের ব্যাটিং বিক্রমেই ১৯৭ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB)। অনবদ্য শতরানে ক্রিকেটজনতার শুভেচ্ছা আদায় করে নেন বিরাট।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমান’কে নোংরা আক্রমণ বিরাটভক্তদের-

রান তাড়া করতে নেমে শুরুতে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হারিয়েছিলো গুজরাত। ১৫ বলে ১২ রান করে ফিরে যান তিনি। কিন্তু এর পর টলাতে পারে নি বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে। তিন নম্বরে নেমে ঝোড়ো অর্ধশতক করে যান বিজয় শঙ্কর (Vijay Shankar)। ৩৫ বলে করেন ৫৩। তবে গতকালের চিন্নাস্বামী স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন শুভমান গিল। বিরাটের মঞ্চে তাঁকেই ছাপিয়ে গেলেন তরুণ শুভমান। সানরাইজার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করেছিলেন শুভমানও (Shubman Gill)। কোহলির মতই টানা দ্বিতীয় শতরান করলেন তিনি। ৫টি চার এবং ৮টি ছক্কায় সাজানো ৫২ বলে ১০৪* রানের ইনিংস খেলে গুজরাতকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। ২০ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে রইলো গুজরাত। আর ১৪ ম্যাচে ১৪ পয়েন্টে আটকে থেকে ছিটকে গেলো বেঙ্গালুরু।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ক্রিকেটকে বলা হয়, ‘জেন্টলম্যানস গেম’ বা ভদ্রলোকের খেলা। কিন্তু সেই ভদ্রলোকের খেলাও যে কলুষিত হয়ে উঠতে পারে তা দেখা গেলো গতকাল। ক্রিকেটের ঊর্দ্ধে ব্যক্তিকে স্থান দিলে যে কোন কদর্যতার পাঁকে কলঙ্কিত হতে পারে ক্রীড়ার জগত তা দেখা গেলো বেঙ্গালুরু ম্যাচ হারতেই। দুর্দান্ত শতরান করেন শুভমান গিল (Shubman Gill)। তরুণ ব্যাটারকে শুভেচ্ছা জানানোর পরিবর্তে ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটেন এক শ্রেণির বিরাট কোহলি (Virat Kohli) অনুরাগী। শুভমানের অপরাধ এই যে তিনি বিরাটের দলকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছেন। এর জন্য তাঁকে আক্রমণ করে নিম্নরুচির পরিচয় দিলেন এক শ্রেণির নেটনাগরিক। ‘ঋষভ পন্থ নয়, সড়ক দুর্ঘটনা হওয়া উচিৎ ছিলো শুভমানের; লিখেছন একজন। এমনকি শুভমান গিলের দিদির ইন্সটাগ্রাম প্রোফাইলেও অশ্লীল নানা মন্তব্য করছেন তাঁরা।
তবে সোশ্যাল মিডিয়ার বড় অংশকে পাশেই পাচ্ছেন শুভমান (Shubman Gill)। এই ব্যক্তিগত আক্রমণকে ‘কুরুচিকর’ এবং ‘অসভ্যতা’ বলে অভিহিত করেছেন শুভবুদ্ধিসম্পন্ন নেটনাগরিকেরা। ‘বিরাটের উচিৎ এই ধরণের অনুরাগীদের বিরুদ্ধে মুখ খোলা’, ‘এই জাতীয় লোকজন দেশকে কলঙ্কিত করে’ তীব্র ক্ষোভে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। নেটদুনিয়ায় এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘দিনের শেষে শুভমানও জাতীয় দলেরই খেলোয়াড়’ হিতাহিত জ্ঞান ভুলে যাঁরা নোংরা আক্রমণ করছেন, তাঁদের মনে করিয়ে দিয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন নেটিজেনরা।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
দেখুন ট্যুইটার চিত্র-
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 21, 2023
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 21, 2023
Worst franchise and most toxic fanbase
They Don't deserve— Anurag (@Anurag73341585) May 22, 2023
Kaise kaise log hai pic.twitter.com/GNPLwpqHMt
— debashis (@0xdeba) May 21, 2023
This is why i support Naveen. pic.twitter.com/cLHZH1c24U
— Harry Singh (@AsthaKa96006746) May 21, 2023
Thanks for sharing this!!!
Most toxic fans🤢🤢 haarcb kids— 𝐒𝐀𝐌 (@Vitamin_is_back) May 21, 2023
In haramio ki wajah se kabhi RCB ko support karne ka maan nahi karta. Toxic fans.
— The_Muffin_Man (@rdk_ind) May 21, 2023
— a different being (@akshatjainbafna) May 21, 2023
They don't deserve a win
Even naveen ul haq don't do this kind of shit— Anurag (@Anurag73341585) May 22, 2023
Naveen Ul Haq is right , these Toxic kohli fans deserves this treatment.
— Sagar Nandal (@SagarNandal14) May 21, 2023