IPL 2023: সোয়াই মানসিং স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিযোগিতার নিরিখে দুই রয়্যাল দলের লড়াই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্থান এবং বেঙ্গালুরু, দুই দলই রয়েছে শেষ চারের দৌড়ে। আজ একটা জয় তাদের অনেকখানি এগিয়ে দিতে পারে লক্ষ্যের দিকে। পরপর কিছু ম্যাচে হারের পর কলকাতাকে ইডেন গার্ডেন্সে উড়িয়ে দিয়ে ছন্দে ফিরেছে রাজস্থান। ৯ উইকেটে সেই জইয়ের পরে লীগ তালিকায় চার নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে খানিক ব্যাকফুটে বেঙ্গালুরু। আজ জিতে লীগ তালিকায় ওপরের দিকে ওঠার চেষ্টায় তারা।
রবিবারের দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরসুমে বেঙ্গালুরু ব্যাটিং-এর প্রধান ভরসা হয়ে উঠতে দেখা গিয়েছে অধিনায়ক ফাফ দু প্লেসি এবং বিরাট কোহলির ওপেনিং জুটিকে। দলের সিংহভাগ রানই এসেছে তাঁদের দুজনের ব্যাট থেকে। এছাড়াও রান পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বাকিদের মধ্যে বারবার দেখা গিয়েছে ধারাবাহিকতার অভাব। আজ জয়পুরের মাঠে অবশ্য ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হলেন কোহলি। ইনিংস লম্বা করার আগেই উইকেট খুইয়ে ফিরলেন সাজঘরে। দলের ব্যাটিং-এর অন্যতম ভরসাকে খুইয়ে চাপের মুখে পড়ে বেঙ্গালুরু দল।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
যশস্বীর ক্যাচে সাজঘরে বিরাট-

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচকে নিজেকে মেলে ধরার মঞ্চ হিসাবে ব্যবহার করেন রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রথমে ব্যাট করে বেশী রান স্কোরবোর্ডে যোগ করতে পারে নি কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই মারমুখী অবতারে দেখা যায় যশস্বীকে। নীতিশ রানার প্রথম ওভার থেকেই তিনি তুলে নেন ২৬ রান। ১৩ বলে অর্ধশতরান করেন তিনি। গড়েন আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। টেলিভিশনের সামনে বসে সেই ম্যাচ দেখেছিলেন কোহলি। তরুণ ক্রিকেটারলে প্রশংসায় ভরান তিনি। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে যশস্বীর ছবি দিয়ে লেখেন, “আমার দেখা অন্যতম সেরা ব্যাটিং…”
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আজ মুখোমুখি সাক্ষাতে সেই কোহলিকে সাজঘরে পাঠাতেই নাকি বড় ভূমিকা নিতে দেখা গেলো যশস্বী জয়সওয়ালকে? কে এম আসিফের অনবদ্য স্লো বলে বোকা বনে যান বিরাট। এগিয়ে এসে মারতে গিয়েছিলেন, কিন্তু বলের গতির তারতম্যের কারণে শটে নিয়ন্তণ রাখতে পারেন নি। তা সোজা আকাশে উঠে যায়। সহজেই সেই ক্যাচ তালুবন্দী করেন যশস্বী জয়সওয়াল। বল আকাশে ছুঁড়ে দিয়ে তাঁকে উদযাপনেও মাততে দেখা যায়। ১৯ বলে ১৮ করে আউট হন বিরাট। ৫০ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি।
দেখে নিন বিরাটের উইকেটটি-
KM Asif foxes the King with a brilliant slower ball 😱#IPLonJioCinema #RRvRCB #TATAIPL pic.twitter.com/46DZY5ps5i
— JioCinema (@JioCinema) May 14, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023