IPL Final: বৃষ্টির সাথে যুদ্ধে পরাজিত ক্রিকেট, রিজার্ভ ডে’তে নির্ধারিত হবে ফাইনালের ভাগ্য !! 1

IPL Final: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই সূচনা হয়েছিলো ২০২৩ সালের আইপিএলের। দুই মাসের ব্যাট-বলের যুদ্ধের শেষে ফাইনালে আবার দেখা হওয়ার কথা ছিলো সেই দুই দলেরই। ২০২২ এর চ্যাম্পিয়ন গুজরাতের বিরুদ্ধে চারবারের খেতাবজয়ী চেন্নাইয়ের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলো ক্রিকেটজনতা। চলতি মরসুমে এর আগে দুইবারের সাক্ষাতে ফলাফল ছিলো ১-১। লীগ পর্বে গুজরাত জিতলেও প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে তাদের বিজয়রথ থামিয়ে দিয়েছিলো চেন্নাই। চিপকের মাঠে ধোনিরা জিতলেও আহমেদাবাদের ফাইনালে শেষ হাসি কে হাসেন তা নিয়ে চলছিলো জল্পনা। আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিলো ক্রিকেটদুনিয়া। একপক্ষ গলা চড়াচ্ছিলো গুজরাতের পক্ষে, আরেকপক্ষের বাজি ছিলো চেন্নাই সুপার কিংস। তবে রবিবার আহমেদাবাদ নীল বা হলুদ কোনো রঙেই সেযে উঠলো না। বরং ক্রিকেট উৎসবের মেগা ক্লাইম্যাক্সের যাবতীয় রঙ ধুয়ে দিলো বৃষ্টি।

গতকাল যে আবহাওয়ার পূর্বাভাস শুনিয়েছিলো হাওয়া অফিস তাতে বলা হয়েছিলো দুপুর থেকে বিকেলের মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে আহমেদাবাদে। মরসুম শুরুর দিনেও তেমনটাই হয়েছিলো। তবে তাতে খেলায় কোনো প্রভাব পড়ে নি। নির্দিষ্ট সময়েই শুরু এবং শেষ করা গিয়েছিলো ম্যাচ। কিন্তু ফাইনালের দিন বৃষ্টির রক্তচক্ষু এড়াতে পারলো না আইপিএল। খেলা শুরুর একদম আগেই আকাশে জমতে শুরু করে মেঘ। তারপর আকাশ ভেঙে নামে বৃষ্টি। প্রথমে হাল্কা হলেও পরে ঝমঝমিয়ে নামতে থাকে বারিধারা। সময় যত এগোতে থাকে হিসেব নিকেশের খাতা হাতে নিয়ে বসতে হয় বিশেষজ্ঞদের। কতক্ষণের মধ্যে খেলা শুরু করা গেলে কত ওভারের ম্যাচ হওয়া সম্ভব তা নিয়েই জমে ওঠে আলোচনা। তবে যাবতীয় জল্পনা-কল্পনা, আলাপ-আলোচনা বৃথাই হলো আজ। শেষমেশ বৃষ্টি না থামায় আজ এক বলও ক্রিকেট দেখার সুযোগ হলো না দর্শকদের।।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

বৃষ্টির কারণে বিশ বাঁও জলে ফাইনাল-

Narendra Modi Stadium | IPL final | image: Twitter
A single ball could not be bowled in Narendra Modi Stadium on Sunday due to heavy rain

এর আগে পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিলো বৃষ্টি। খেলা শেষ করা যায় নি সেই দিন। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের সাহায্যে ফলাফল নির্ধারিত হয়েছিলো ম্যাচের। এমনকি চেন্নাই বনাম লক্ষ্ণৌ ম্যাচেও ফয়সালা হয় নি বৃষ্টির কারণে। দ্বিতীয় ইনিংস খেলাই যায় নি সেদিন। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিলো দুই দলকেই। তবে দুই ক্ষেত্রেই ম্যাচের মাঝপথে বাধ সেধেছিলো বারিধারা। কিন্তু আজকের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হলো তা থামার নামই নিলো না আর। মাঝে মিনিট পাঁচেকের জন্য বিরতি নিয়েছিলো। সেই সময় মাঠ শুকিয়ে খেলা চালু করার তোরজোড়ও চলছিলো জোরকদমে। পিচ পরিদর্শনে এসেছিলেন দুই দলের অধিনায়ক এবং কোচেরা। বেশীক্ষণ স্থায়ী হয় নি সেই স্বস্তি। আবার ঝমঝমিয়ে নামে বৃষ্টি। সাথে সাথে ফের একবার হিসেব নিকেশ শুরু করতে হয় বিশেষজ্ঞদের। আজকের ম্যাচ শুরু করার যে শর্ত ছিলো তা নিম্নরূপ-

  • খেলা শুরু হওয়ার কথা ছিলো সন্ধ্যা ৭:৩০-এ। যদি বৃষ্টির কোপে পড়লে দেরী করে তাহলে শুরু করার সুযোগ ছিলো আম্পায়ারদের সামনে। আইপিএলের ফাইনালের ক্ষেত্রে রাত ৯:৩৫ অবধি অপেক্ষা করা যেত। কোনো ওভার কাটা যেত না ম্যাচের। অর্থাৎ রাত ৯টা ৩৫ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে সম্পূর্ণ ৪০ ওভারের ম্যাচ হওয়া সম্ভব ছিলো আজ। দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতিও রাখা যেত। থাকতো স্ট্র্যাটেজিক টাইম আউটও।
  • রাত ৯টা ৩৫ বাজার পরেও যদি খেলা শুরু করা না যায় তখন ওভার কমতে শুরু করবে ম্যাচ থেকে। এমনটাই জানানো হয়েছিলো বোর্ডের তরফ থেকে। পাঁচ ওভারের ম্যাচ খেলিয়েও ফয়সালার সুযোগ রাখা হয়েছিলো। তবে সেক্ষেত্রে রাত ১২টা ০৬ মিনিটের আগে ম্যাচ শুরু করতে হত।  দুই ইনিংসের মাঝে ১০ মিনিটের বিরতি থাকতে পারত। থাকত না কোনো স্ট্র্যাটেজিক টাইম আউট । রাত ১২টা ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হতো ম্যাচ।

IPL ফাইনালের জন্য নিয়ম বদলালো BCCI-

IPL final | image: twitter
The IPL final has been postponed to 29th May due to heavy rain

সময় যত এগোতে থাকে দ্রুত কমতে থাকে ওভার। জানা যায় রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু করলে ১৯ ওভারের ম্যাচ করা সম্ভব। সেটাই রাত ১০টা ৩০ মিনিটে শুরু হলে দুই পক্ষের ওভার কমে ১৫ ওভারের ম্যাচ হতে পারে। পাঁচ ওভারের ম্যাচ শুরু করার ঘোষণা করার আগে রাত ১১টা ৪৫ মিনিট অবধি অপেক্ষা করার সুযোগ ছিলো আম্পায়ারদের সামনে। ১১টা ৪৫ মিনিটে খেলা শুরু হলে ৭ ওভার করে ব্যাটিং-এর সুযোগ থাকত দুই দলের সামনে। কিন্তু নিরন্তর বৃষ্টিতে মাঠের যা অবস্থা, তাতে আর অপেক্ষা করার পথে হাঁটেন নি আম্পায়াররা। আজকের মত ম্যাচকে স্থগিত ঘোষণা করতে বাধ্য হন তাঁরা।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিলো কোনোরকম রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন থাকবে না আইপিএলের ফাইনালের। সেক্ষেত্রে কোনো বল খেলা না হয়ে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার দরুণ ট্রফি যেত গুজরাত টাইটান্সের ঘরে। তবে আজ বৃষ্টি চলাকালীন ঘোষণা করা হয় অতিরিক্ত দিন থাকছে আইপিএল ফাইনালে। আজ খেলা না আয়োজন করা গেলে ম্যাচ সরবে আগামীকাল। বৃষ্টি না থামায় আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছিলো ম্যাচ। অবশেষে সত্যি হলো সেই আশঙ্কাই। রবিবার রাত ১০ টা ৫৪ মিনিট নাগাদ জানা গেলো যে আজ ম্যাচ হওয়া আর সম্ভব নয়। আগামীকাল সন্ধ্যা ৭:৩০ টায় ফের শুরু হবে আইপিএলের ফাইনাল। তবে আগামীকাল খেলা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আবহাওয়া দপ্তর সূত্রে আগামীকালও বৃষ্টির সাবধানবাণী রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যেনো দ্বিতীয়বার ক্রিকেটের সামনে বাধা হয়ে না দাঁড়ায়, এখন ক্রিকেটপ্রেমীদের সমবেত প্রার্থনা এটাই।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *