IPL 2023: জমজমাট ক্লাইম্যাক্স দিয়ে শেষ হলো ২০২৩-এর আইপিএলের গ্রুপ পর্ব। শেষ দিন অবধি অপেক্ষা করতে হলো প্লে-অফে কোন চার দল জায়গা করে নেবে তা জানার জন্য। ৩১ মার্চ থেকে যে পথচলা শুরু হয়েছিলো তার একটা অধ্যায় শেষ হলো গতকাল অর্থাৎ রবিবার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। এবং দিনের দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের ময়দানে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। মুম্বই এবং বেঙ্গালুরু দুই দলের কাছেই ছিলো প্লে-অফের দরজা খুলে ফেলার সুযোগ। এমনকি মিরাকলের অপেক্ষায় ছিলো রাজস্থান রয়্যালসও। ক্ষীণ আশা জীবিত ছিলো সঞ্জু স্যামসনদেরও।
সানরাইজার্সকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই আট উইকেটে হারিয়ে দেওয়ায় শেষ চারের দিকে এক পা বাড়িয়ে দিয়েছিলো তারা। ছিটকে গিয়েছিলো রাজস্থান। তবে গুজরাতকে হারাতে পারলে আশা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না বিরাট কোহলিদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো গুজরাত। বিরাট কোহলির শতরানের সুবাদে ১৯৭ রান স্কোরবোর্ডে যোগ করে তারা। রান তাড়া করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহা আউট হলেও বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শুভমান গিল। ৫২ বলে তাঁর অপরাজিত ১০৪ রানের ইনিংস পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয় টাইটান্সবাহিনীকে। ৬ উইকেটে হেরে বিদায় নিলো বেঙ্গালুরু। ঘরের মাঠে জয়ের সুযোগ খুইয়ে হতাশায় ডুবলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
IPL স্বপ্ন অধরাই বেঙ্গালুরুর-

২০০৮ থেকে ২০২৩, মোট ষোলো মরসুম অতিক্রান্ত হয়ে গেলো দেখতে দেখতে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের স্বপ্ন অধরা রয়ে গেলো এখনও। মরসুম শুরুর আগে বিরাট কোহলি বলেছিলেন, ‘নতুন উদ্যমে খেতাবের জন্য ঝাঁপাতে চাই।’ নিজের সর্বস্ব দিয়েই চেষ্টা করলেন তিনি। ১৪ ম্যাচে করলেন ৬৩৯ রান। করলেন ৬টি অর্ধশতক, ২টি শতরান। ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেন অধিনায়ক ফাফ দু প্লেসিও। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না বেঙ্গালুরুর। এবারও শেষ চারের টিকিট নিশ্চিত করা হলো না তাদের। লীগ পর্ব থেকেই ফিরতে হলো খালি হাতে। গতকাল চিন্নাস্বামীতে বিরাটের শতরানকে ম্লান করে দিলো শুভমান গিলের ব্যাট। পরপর দুই ম্যাচে শতরান করলেন তিনিও। কোহলির ১০১*-এর জবাবে শুভমানের ব্যাট থেক এলো ১০৪*। ৬ উইকেটে ম্যাচ জিতে ২০ পয়েন্টে পৌঁছালো গুজরাত।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে থেকে শেষ চারে গেলো গুজরাত টাইটান্স। ২০২২-এর পর ২০২৩ সালেও ট্রফি জেতার অন্যতম দাবীদার তারা। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। এবং তৃতীয় স্থানে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দুই দলেরই পয়েন্ট ১৭। নেট রান-রেটের হিসেবে এগিয়ে মহেন্দ্র সিং ধোনিরা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত এবং চেন্নাই। চতুর্থ দল হিসেবে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এলিমিনেটরে লক্ষ্ণৌর মুখোমুখি মুম্বই। ২০২৩ আইপিএলের প্লে-অফ পর্বের চারটি ম্যাচ হবে চেন্নাই এবং আহমেদাবাদে।
ম্যাচ হারলেও কোহলির প্রশংসা দু প্লেসির মুখে-

খেতাবী যুদ্ধে টিকে থাকতে হলে গুজরাতের বিরুদ্ধে জিততেই হত বেঙ্গালুরুকে। কিন্তু আরও একবার গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ হাতছাড়া করে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। ১৯৭ রান তুলেও ম্যাচ খোয়ানোয় হতাশ বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। গোটা মরসুম জুড়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি নিজে। বর্তমানে কমলা টুপির মালিক তিনিই। কিন্তু দল ছিটকে যাওয়ায় ব্যক্তিগত সাফল্যের স্বাদ যে তাঁর কাছে বেশ ফিকে হয়ে গিয়েছে তা বোঝা গেলো ফাফের শরীরী ভাষাতেই। ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে এসে তিনি বলেন, “সত্যি বলতে খুবই হতাশাজনক ব্যাপার। (শুভমান গিল) দুর্দান্ত ইনিংস খেললো আজ। ওর উইকেটটা প্রয়োজন ছিলো আমাদের। আমার মতে যথেষ্ট রানই স্কোরবোর্ডে তুলেছিলাম আমরা। প্রথম ইনিংসে উইকেট বেশ ভিজে ছিলো।”
উইকেটের চরিত্র যে দ্বিতীয় ইনিংসে অনেকটা বদলে গিয়েছিলো তা জানান দু প্লেসি। বলেন, “দ্বিতীয় ইনিংসে বল তেমন পিচে পড়ে থেমে আসছিলো না। তাও আমি ভেবেছিলাম আমাদের হাতে যথেষ্ট রান রয়েছে।” গোটা মরসুম জুড়ে বেঙ্গালুরু ব্যাটিং মূলত এগিয়েছে দু প্লেসি, বিরাট এবং ম্যাক্সওয়েলের কাঁধে ভর দিয়ে। বাকিরা ধারাবাহিকতা দেখাতে পারেন নি। বিষয়টি নিয়ে দলের খানিক সমালোচনা করতেই শোনা গেলো অধিনায়ককে। ফাফ ম্যাচ শেষে বলেন, “আমাদের প্রথম চার ব্যাটার ভালো খেলেছে। কিন্তু আমি মনে করি মিডল অর্ডারের এখনও উন্নতি প্রয়োজন।” নিজের ওপেনিং পার্টনার বিরাট কোহলির উদ্দেশ্যে প্রশংসাসূচক মন্তব্য করতে শোনা গিয়েছে আরসিবি অধিনায়ককে। তিনি বলেন, “গোটা মরসুম জুড়েই বিরাট (কোহলি) দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এখনও ওর মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। টি-২০তে দুর্দান্ত খেলছে ও।”
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023