IPL 2023: পনেরো পেরিয়ে ষোলো বছর হলো। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ঘরে আইপিএল ট্রফি দেখা গেলো না এবারও। খালি হাতেই মরসুম শেষ করতে হচ্ছে বিরাট কোহলিদের (Virat Kohli)। লীগ পর্বের শেষ দিন পর্যন্ত আশা জাগিয়ে রেখেছিলো আরসিবি। কিন্তু সব আশা ধুয়েমুছে সাফ হয়ে গেলো গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দলের হারের সঙ্গে সঙ্গেই। ঘরের মাঠে খেলা ছিলো। গ্যালারির সমর্থন সাথে ছিলো। বৃষ্টির মেঘ কেটে খেলাও হলো পুরো চল্লিশ ওভারই। কেবল ভাগ্য এবারও সাথ দিলো না বেঙ্গালুরুর। মাঠের লড়াইতে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে হেরে ছিটকেই যেতে হলো ফাফ দু প্লেসির দলকে।
টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত (GT) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বৃষ্টিস্নাত মাঠে ভিজে পিচে প্রথমে ব্যাট করতে চান নি তিনি। চিন্নাস্বামীকে সাধারণত বোলারদের বধ্যভূমি বলা হয়। শুরুটা ভালোই করেছিলো বেঙ্গালুরু। তবে ফাফ দু প্লেসি (Faf Du Plessis) গতকাল আউট হন ২৮ রান করে। মাইকেল ব্রেসওয়েল এবং অনুজ রাওয়াতকে সঙ্গী করে লড়ে যান কোহলি (Virat Kohli)। টানা দ্বিতীয় শতরান করেন তিনি। ২০ ওভারে বিরাট বিক্রমে ১৯৭ তোলে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ঋদ্ধিমান সাহাকে হারালেও বিজয় শঙ্করের সাথে জুটি বেঁধে পালটা দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যান শুভমান গিল (Shubman Gill)। শঙ্করের (Vijay Shankar) ব্যাট থেকে এলো ৫৩ রান। তবে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে ৫২ বলে ১০৪* করে গুজরাতকে জয় এনে দিলেন শুভমানই। গতকালের হারের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের বাইরে চলে গেলো বেঙ্গালুরু (RCB)। হারের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খালি হাতে যে ফিরতে হবে তা পূর্বেই জানিয়েছিলেন অধিনায়ক দু প্লেসি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দু প্লেসির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-

আইপিএল শুরুর আগে ডব্লুপিএলের আঙিনাতেও দেখা গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। মেয়েদের প্রতিযোগিতাতেও বিশেষ সফল হতে পারে নি তারা। প্লে-অফের আগেই ছিটকে যেতে হয়েছিলো। স্মৃতি মন্ধানাদের উদ্বুদ্ধ করতে বেঙ্গালুরুর মেয়েদের শিবিরে পা দিয়েছিলেন স্বয়ং বিরাট কোহলি। নিজের বক্তব্যে তিনি জানান, “আমরা কখনও আইপিএল জিতিনি। কিন্তু তার জন্য উদ্যমের অভাব হয় নি কখনও। এবারও আমরা নয়া উদ্যম সাথে নিয়ে ঝাঁপাবো। খেতাবই লক্ষ্য থাকবে।” কোহলি (Virat Kohli) নিজের কথা রাখলেও বেঙ্গালুরু দলের পিছু ছাড়লো না দুর্ভাগ্য। মরসুমে ৬৩৯ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট। তিনি ছাড়াও সর্বস্ব দিয়ে চেষ্টা করতে দেখা গিয়েছে ফাফ দু প্লেসিকেও (Faf Du Plessis)। দক্ষিণ আফ্রিকান তারকা ১৪ ম্যাচে ৭৩০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক আপাতত। কিন্তু তাঁদের অনবদ্য পারফর্ম্যান্সও পারলো না আরসিবিকে প্রথম ট্রফি দিতে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
আইপিএলের ষোড়শ মরসুমে বেঙ্গালুরুর বিদায়ের পরেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। নেটিজেনরা কটাক্ষের সুরে বলছেন, ‘অবচেতন মনেই সত্যিটা স্বীকার করে নিয়েছিলেন দু প্লেসি’, অনেকে আবার তাঁকে ভবিষ্যদ্রষ্টা বলেও আখ্যা দিচ্ছেন। ঘটনাটি ঘটেছিলো মরসুম শুরুর আগেই। একটি অনুষ্ঠানে বিরাট কোহলি (Virat Kohli), ফাফ দু প্লেসিদের (Faf Du Plessis) মত তারকারা অংশ নিয়েছিলেন। ‘ই সালা কাপ নামদে’ অর্থাৎ ‘এই বছর কাপ আমাদের’-এই স্লোগানটি বেঙ্গালুরু সমর্থকদের মধ্যে বেশ জনপ্রিয়। কখনও ট্রফি না জিতলেও এই স্লোগানে চিন্নাস্বামী মুখরিত করতে দেখা যায় তাঁদের। অধিনায়ক দু প্লেসিকে অনুরোধ করা হয় কন্নড় ভাষার এই স্লোগান বলার জন্য। ভাষা সমস্যার জন্য ঠিকঠাক বুঝতে পারেন নি দু প্লেসি (Faf Du Plessis)। তিনি বলে বসেন, “ই সালা কাপ নহী” অর্থাৎ ‘এই বছর কাপ নয়।’
সঙ্গে সঙ্গে তাঁরর ভুল ধরিয়ে দেন পাশে বসা বিরাট (Virat Kohli)। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। অধিনায়কের মুখ ফস্কে বলে ফেলা কথার রেশ টেনে মরসুমে বারবার নেটজগতের মস্করার মুখে পড়তে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সকে। যতবার তারা হেরেছে ততবারই ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ক্লিপ। কাল গুজরাতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বেঙ্গালুরু ছিটকে যাওয়ার পরেও দু প্লেসির ‘স্লিপ অফ টাং’ নিয়ে মস্করায় মজেছে সমাজমাধ্যম।
দেখে নিন ভিডিও’টি-
Faf du plessis had already said that " E sala cup nahi " #RCBvsGT pic.twitter.com/8gLDQnmKBn
— Harry (@it_s_harry) May 21, 2023
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023